নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমি কাপ্তেন

মনের কথা লিখতে চাই

কলমি কাপ্তেন

নিজের সম্পর্কে কি আর লিখব

কলমি কাপ্তেন › বিস্তারিত পোস্টঃ

লিভ দ্যা মোমেন্ট...

২৩ শে মে, ২০১৫ দুপুর ২:২৭

প্রতিটা মানুষের ভেতরেই কোন না কোন না পাওয়ার কষ্ট কিংবা হতাশা থাকে...

যে মানুষটার সব আছে তারও হঠাৎ একদিন মনে হতে পারে,
সবই আছে, কিন্তু কি যেন নেই।

জীবনের এতগুলো বসন্তকাল পার করে প্রতিদিন বুঝতে পারি..
দিন শেষে অর্জন বলে কিছু নেই।

তবে অর্জন বলে কিছু থাকুক বা না থাকুক, এই এতদিনে যা কিছু দেখেছি সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে চলেছি খুব করে, সেটা হল প্রতিটা সেকেন্ড বাঁচার মতো বাঁচার চেষ্টা করা।
... ... ... ... ...

ব্যপারটা বাংলায় কিছুটা বেখাপ্পা শোনায় হয়তো...
কিন্তু "Live the moment" কথাটা বেখাপ্পা লাগেনা।
ইংরেজী দুটো শব্দ Living আর Surviving এই দুইটা শব্দ বাঁচার মতো বাঁচা ব্যপারটার দ্বিধা কিছুটা হলেও দূর করে।

কথাটা এমন না যে, আপনার গাড়ী- বাড়ি, কোটি কোটি টাকা থাকতে হবে...
ব্যপারটা এমন যে আপনি নিজেকে নিজের প্রতি কতটা সন্তুষ্ট করে তুলতে পেরেছেন।
আর এটা সম্ভব হয় একমাত্র বর্তমানকে বিশ্বাসের মাধ্যমে...।

যা ছিল তার জন্য বেশীদিন ভাবতে নেই কথাটা যেমন সত্যি সেই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করাটা ঠিক ততটাই কঠিন। আবার যেহেতু মানুষের হাতে নিয়ন্ত্রণ বলে কিছু নেই তাই মাঝেমধ্যে মনেহয় অর্থ সঞ্চয়ের ব্যপারটা ছাড়া অন্যান্য কিছু বিষয়ে ভবিষ্যতের ভাবনা ভেবে রাত দিন এক করা অর্থহীন।

...কারণ যা হওয়ার ছিল তাই হয়েছে, যা হওয়ার তাই হচ্ছে এবং যা হওয়ার তাই হবে।

মূলত প্রকৃত ভয়টা আমাদের মনে।

ভয়টা এমন যে, যদি না পাই... যদি হারিয়ে ফেলি... যদি করতে না পারি... যদি ভুল হয়ে যায়!

ভবিষ্যত থেকে এই একটা যদি এসেই সমস্ত মনোবল নষ্ট করে দেয়, নষ্ট করে দেয় "লিভ দ্যা মোমেন্ট" কনসেপ্টটাকে...।
... ... ... ... ...

ভালো থাকার জন্য অনেককিছুর প্রয়োজন নেই... অল্পকিছুর সাথে নিজের প্রতি নিজের সন্তুষ্টিটা জুড়ে দিলেই ভালো থাকা হয়।

লিভ_দ্যা_মোমেন্ট ...

অনেক ভুল থাকতে পারে, তারপরও উৎসর্গ করলাম তাদের,
যারা প্রতিনিয়ত বলে বেড়ান,

"কিচ্ছু ভালো লাগেনা"

যাদের হঠাৎ একদিন
ভালোলাগেনা তাদের নয় আবার...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.