নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো মেরাজ চৌধুরী

মেরাজ চৌধুরী

ধর্ম , দেশ এবং নিজেকে আরও জানা বুঝা

মেরাজ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস অবিশ্বাস বনাম সত্য ইতিহাস

০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৫:৫৯

ইতিহাস দুই ভাবে পড়া যায় , এক হচ্ছে অন্ধ বিশ্বাস নিয়ে আর এক হচ্ছে সত্য টা জানার জন্য।আমরা বেশির ভাগই ইতিহাস নিজের মত করে বিশ্বাস করতে চাই এবং এই বিশ্বাস থেকে নতুন কোন ইতিহাসের জন্মো দেই।
বলা যায় , পাল্লার এক পাশে বসে ইতিহাস মুখস্ত করা ।
চেতনার জন্য একরকম , যাতনার জন্য আরেকরকম , ধর্মের জন্য ওরকম আর অধর্মের জন্য আরেকরকম !!

" আমি বুঝি সহজ বলি কঠিন , যা দেখি তা বুঝাই না , যা বুঝাই তা বলি অন্য ভাবে , যা বিশ্বাস করি তা দেখাই না ...আমদের বুঝা , দেখা , বলা আর বিশ্বাস করার মধ্যে অনেক ফারাক ,, সবকিছু নিজের মত করে চাই আমরা , না হলেও চাই, না পাইলে অন্য ভাবে অন্যটা চাই ওইটা না পাইলে আরেক বিশ্বাস নিয়া আরেকটা চাওয়া তারপর আবার পাওয়া না পাওয়া ... চাওয়া পাওয়ার সাথে সাথে বিশ্বাস পরিবর্তন যারা করে এরা সত্যটা জানে , খুব ভালো করে জানে , কারন সত্য থেকে আড়ালে থাকার জন্যই তো এতো ছুটা ছুটি "

মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের সত্য ইতিহাস টা আমাদের সামনেই আছে, আমরাই দেখতে চাই না আর যারা দেখতে চেষ্টা করে তাদের সুযোগ দেয়া হয় না।

সত্যটা জানার পরও মানতে কষ্ট হয়...অবিশ্বাস্য ইতিহাস

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মহা সমন্বয় বলেছেন: মনে হচ্ছে ইতিহাস নিয়ে আপনার যথেষ্ট আগ্রহ আছে, বেশ ভাল। মাথায় রাখলাম, আশা করি বিভিন্ন ইতিহাস সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারব। :)
আসলে ইতিহাস সবসময় সত্য কথা বলে না। ইতিহাস অনেক সময় নায়ককে খল নায়ক করে আবার অনেক সময় খল নায়ককে নায়ক করে। অধিকাংশ ইতাহাসই বিজয়ীর পক্ষে লিখিত হয়।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.