নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় জন্ম ভূমির এই দেশ।

শিরনামহীন বাক্য

শিরনামহীন বাক্য › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিম

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৩৭

-ঃ শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিমঃ -
ম্যাচ শুরুর আগেই মাশরাফি,মুশফিকরা আগেই হুংকার দিয়ে রেখেছিল।কারন আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার ম্যাচটি যে অনেক হিসাব-নিকাশ ও ছিল।আর তারই পথ ধরে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিধান্ত নিল অধিনায়ক মাশরাফি।কিন্তু তাদের চলার পথ যেন কঠিন করে দিছিল লাথাম,ব্রুম ও রস টেলরের মতো অভিজ্ঞ বেস্টম্যানরা।লাথাম ৮৪ রানে সর্বোচ্চ এবং ব্রুম ৬৩ রানের ইনিংস খেলেন।আর রস টেইলর খেলেন অপরাজিত ৫৬ বলে ৬০ রানের অসাধারন ইনিংস।আর তাতেই ভর করে কিউইরা বাংলাদেশকে টার্গেট দেয়-২৭১ ।মোটামুটি বড় এই রান তাড়া করতে নেমেই প্রথম বলেই ছক্কা হাকিয়ে ভালভাবেই জানান দেন ওপেনার তামিম ইকবাল।কিন্তু ৭ রান স্কোর বোর্ড এ তুলতেই দল হারায় আরেক ওপেনার সৌম্য সরকারকে।তারপরও তামিম আর সাব্বিরের অসাধারন ব্যাটিং এ দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন নিউজিল্যান্ডের বিপক্ষে। রানের যোগ্য পার্টনারশিপে ভর করে এগিয়ে যায় টাইগাররা।দুজনই তুলে নেয় ৫০।কিন্তু আবারও শঙ্কা জাগে সাব্বির-তামিমের আউট হয়ে যাবার পর।মোসাদ্দেক ও সাকিবও দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরে।আর জিততে হলে তখনও প্রয়োজন ৯২ বলে ৮৯ রান এর।দলের হাল কাধে নেন মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ।বাকিটা শুধুই ইতিহাস।
৩৬ বলে ৪৬ রানের ইনিংসে ছয়টি চার ও ছয় ছক্কা হাঁকান মাহমুদুল্লাহ।আর ৪৫ বলে তিনটি চার ও একটি ছক্কার সহায়তায় ৪৫ রান করেন মুশফিক।আর তাইতো শেষ হাসিটা মাশরাফি বাহিনীর।
আর এই জয়ে বাংলাদেশ রাংকিং এ একধাপ উপরে উঠে ৬ এ চলে এলো।আর আরও সুখবর হল এই জয়ে ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সরাসরি।
শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিম।তোমাদের এগিয়ে চলাই আমাদের গর্ব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.