নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা | আলো আঁধার।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

কেনো করো এতো ভয়?
অন্ধকার কেটে হবে আলোময়।
পূর্ব পশ্চিমে দেখো চেয়ে,
পৃথিবী ঘুরছে আলো অন্ধকারের নিয়মে।
অন্ধকারকে করো না ভয়,
অন্ধকারেই শক্তি অর্জন হয়।
অন্যায়ের ভেতরই প্রতিবাদের সুর জেগে ওঠে,
মরুভূমির মধ্যে এভাবেই একদিন,সত্যের বাণী ফুটে উঠে।
আপ্ত আলো ধরণিকে করলো আলোকিত,
সঠিক অয়নের সন্ধান পেয়ে,মানুষ হল পুলকিত।
কত জনপদ রণাঙ্গনে হয়েছিল ধ্বংস,
সত্যের বাণী এলো যখন,নিশ্চিহ্ন হয়ে ছিল পাপিদের বংশ।
উবে যায়নি সত্যের বাণী,আজও টিকে আছে,
কোটি কোটি লোকের হিয়ার মাঝে।
কৌমুদী অন্ধকারকে করে আলোকিত,
মহাপুরুষদের প্রণয়ে অবনি হয়েছে ঋত।
আধুনিকতার চরম উৎকর্ষতার যুগে,
বিব্রত বোধ করি,যখন দেখি মানুষ অন্যায় করছে হুজুগে।
প্রযুক্তি মানুষকে দিয়েছে গতি,
অপব্যবহারে বাড়ছে দুর্গতি।
পরাভব হবে পাপ-পঙ্কিলতায় যে রবে,
অতীতের ন্যায় ক্ষণজন্মা সাধুগণ,মানুষের কল্যাণে কাজ করছে নীরবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: স্বাগতম।।শুভকামনা।।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

হাবিব বলেছেন: ভালো লাগলো কবিতা

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ।।শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.