নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা | সীলা আলা দুইবোন।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩


সীলা বড়,আলা ছোট
ওরা দুইটি বোন,
এক হয়ে থাকবে,রক্তের বাঁধন
সীলার কাছে আলা বড় আপন।

খুনসুড়ি চলে সারাদিন
দুইজনের মধ্যে,
মাঝে মাঝে আলা রেগে গিয়ে
মেতে উঠে সীলার সাথে যুদ্ধে।

সীলার স্কুলে আলা আসে
মায়ের সাথে,
সীলা পড়ে ক্লাস ওয়ানেতে
আলা কত কি বায়না করে অপেক্ষাতে।

স্কুল ছুটি হলে আলা
বোনকে দেখে করে আনন্দ,
দুইবোন মিলে করে গলাগলি
ভুলে যায় সকল দ্বন্দ্ব।

ঘুমের ঘরে আলা
উঠে খুব সকালে,
আদর করে বোন সীলাকে
জড়িয়ে ধরে।

মিলেমিশে দুইবোন
করে খেলা,
খানা খেতে চায় না
বায়না ধরে মেলা।

এভাবেই যাচ্ছে কেটে
দুইবোনের দিন,
স্মৃতিগুলো হয়ে থাকবে
সারা জীবন রঙিন।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সুন্দর.........।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ।।শুভকামনা।।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

নজসু বলেছেন: সুন্দর

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

বলেছেন:
সহজ করে কবিতার কথামালা ---সাবলীলভাবে উপস্থাপন হয়েছে ---





তবে আগামীতে কবিতায় শব্দের বুনন প্রক্রিয়া আরো সমৃদ্ধ হবে এটাই চাওয়া।

কবিতা পড়ুন, কবিতা লেখুন বেশি বেশি --- ভালো থাকুন।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৫

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি সাবলীল উপস্থাপনা আমার লেখায় !
ভালো লাগা রেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.