![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
তরুণ।
--------মোঃসালাহ্উদ্দিন
এসো তরুণ মানবের কল্যাণে নির্মোহ হয়ে,
জগৎসংসারে মাভৈ রূপে।
জাত্যভিমান ভুলে জীবনের তরে,
ধরিত্রীকে সাজাই রসাবেশে।
থাকি পাপ থেকে যোজন যোজন দূরে,
অবনত মস্তকে,পুণ্য রেখে মনের অন্তপুরে।
একই শোণিত ধারা বহে সকলের দেহে,
মানুষ মানুষের তরে,ভালোবাসো কোমল হৃদয়ে।
জন্মভূমির চরণে ঠেকাই মাথা,
সম্মান করি স্বাধীন দেশের স্বাধীন পতাকা।
শ্লীল আচরণ প্রকাশ করে,আদর্শ জীবনের ধরন,
পুণ্য কখনো হয় না হরণ।
জয়োস্তু তারুণ্যের,
অর্জন করো ভাল কিছু অন্যের।
প্রণয় হৃদয়ে বহে চৈতালি,
জ্ঞান ছড়িয়ে দিলে হয় নাকো খালি।
এগিয়ে চলো মাড়িয়ে রাবিশ,
শক্ত হাতে দমন করো,প্রহেলিকায় মগ্ন আছে যত খবিশ।
শুভকামনা উদ্বেল জীবনে,
কল্যাণময়ী হবে অবনি,তারুণ্যের পরশে।
চাঁদপুর।
তাং২৬/০১/২০১৯ইং
২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তরুণদের কে আহ্বান ভালো লেগেছে।
তরুণরা সাড়া দিক আপনার লেখায়। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।