নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা | কল্পনায় খুঁজি তোমায়।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১২

কল্পনায় খুঁজি তোমায়।
---------------মোঃসালাহ্উদ্দিন

হরিণনয়না তোমার,কোকিলের স্বরে,
আবছায়ায় ভাসো তুমি কল্পনার আকাশে।
চাতক পাখির ন্যায় দিনমান থাকি পথ চেয়ে,
খুশিতে আত্মহারা হই,তোমায় পেয়ে।
কখনো কখনো স্বপ্নগুলো হয়ে যায় নিরেট,
বেড়ে যায়,না দেখার আক্ষেপ।
জ্বলতে থাকে চিতার আগুন মনে,
ভালো থাকা দায় নিজ কুঠিরে।
তোমাকে দেখার সাধ জাগে সতত,
ভালোবাসি তোমায় অবিরত।
তুমি বাগিচায় হাঁটো আলতো পায়ে,
ফিনফিনে শাড়ি জড়িয়ে থাকে ধবল গায়ে।
শাণিত দৃষ্টিতে চেয়ে থাকি তোমার দিকে,
ঋদ্ধ তুমি,উধাও হলে মনটা হয়ে যায় ফিকে।
মনের ক্লেশ কি করে বুঝাবো তোমায়,
কাহন করি তোমার তরে,আপন করবে কি আমায়?
কুর্নিশ জগদ্বিখ্যাত প্রেমিক যুগলকে,
যারা বেঁচে আছে সফল ভালোবাসা নিয়ে বুকে।
তুমি এসো ফিরে বাস্তবে,
সঙ্গীহীন আর কতকাল থাকবো এভাবে।
হারিয়ে যেও না,ভালোবাসিও আমায় স্বপ্নের ঘরে,
বাস্তবে তোমায় সতত মনে পড়ে।

চাঁদপুর।
তাং২৭/০১/২০১৯ইং





(ছবি:ইন্টারনেট থেকে)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: মন দিয়ে খুঁজলে পেয়ে যাবেন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: সত্যিই তাই,ধন্যবাদ।।শুভকামনা।।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৯

বলেছেন: আহ্বান চির তরুণ প্রেমিকের --



চলুক প্রচেষ্টা।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখায় তাকে পেয়ে যাবেন একসময়। লিখতে থাকুন। ভালো থাকুন। কবিতায় ভালো লাগা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।শুভকামনা।।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, খুব সুন্দর...

হোক মনোবাসনা পূর্ণ

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: kobitai premiker chap
ekechen nichup
prem prem dekhe eto vab...
mone legese tak...
emon pobitro premo-dorson
mono-mugdhokor
valobasai vorpur...


Donnobad kobi k eto sundhor lekha upohar dear jonno...

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.