![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
দুর্যোগ।
--------মোঃসালাহ্উদ্দিন
কালো ঘন মেঘ ঢেকেছে অম্বরকে,
সূর্যটা হয়ে গেছে ফিকে,
অন্ধকার নেমে এসেছে ভুলোকে
বর্ষণ হবে চির হরিৎ প্রান্তরে।
আকাশ পানে চেয়ে
শংকা জেগেছে মনে,
ফসলের ক্ষতি হবে
এন্তার বর্ষণে।
নেহাৎ ভাবনায়
পিলে চমকায়,
সরোবর পরিপূর্ণ হায়
অতি বর্ষণে অকাল বর্ষায়।
দিঘল চিন্তায়
জড়োসড়ো মন,
বারে বারে জাগে তৃষা
শেষ হবে কখন এই ভয়ংকর ক্ষণ।
বেয়াড়া বর্ষণ চলে অবিরাম
উবে গেল দেহের শকতি,
চারিদিকে পানিতে থইথই
লক্ষণ নেই থামবার একরত্তি।
বন্যায় ভেসে গেলো ফসল
কৃষাণ কৃষাণীর চোখে ঝরছে জল,
উততাল সাগরের পানি
করছে টলমল।
পানির স্রোতে ভেসে গেলো স্বপ্ন মুকুল
তলিয়ে গেছে নদীর দুকূল,
আবার ঘুরে দাঁড়াবে বাঙালি কৃষক
শক্ত তাদের মূল।
চাঁদপুর।
তাং২৮/০১/২০১৯ই
(ছবি:ইন্টারনেট থেকে)
২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮
সিগন্যাস বলেছেন: আধুনিক প্রযুক্তি ব্যবহার না করলে ফসল তো উড়ে যাবেই
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩
প্রামানিক বলেছেন: চমৎকার লেখা খুব ভালো লাগল।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ ! সকাল বেলার অনুপ্রেরণাদায়ী কবিতা। ঘুরে দাঁড়ানোর কবিতা।
ভালো থাকবেন।