![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
অক্ষত প্রেম।
------------মোঃসালাহ্উদ্দিন
প্রথম যেদিন তোমাকে দেখেছি সম্মুখ থেকে,
ভুলোকে দ্যুলোকে হারিয়ে গিয়ে ছিলাম তোমাতে।
তোমার সাথে প্রথম সাক্ষাত বালিয়াড়িতে,
খুব জানতে ইচ্ছে করছে,কি ঘটেছিল তোমার অনুভূতিতে।
উত্তাল সমুদ্রের হাওয়ায় এলোমেলো হয়ে গিয়ে ছিল তোমার কেশ,
দুজনের অনুভূতিতে প্রথম প্রেমের আবেশ।
ভয় ছিল ভেতরে,প্রসন্ন চিত্তে বলে ছিলাম তোমাকে ভালোবাসি,
তুমি অটল থেকে,অখিলের মাঝে আমার দিকে চেয়ে,উপহার দিলে মিষ্টি হাসি।
পরমানন্দে চিৎকার করে পুনরায় বললাম,আমি তোমায় ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি,
ম্রিয়মাণ দিবালোকে শুধুই দেখছিলাম তোমার মুখের অফুরন্ত হাসি।
কখনো দেখিনি আদিখ্যেতা তোমাতে,ভালোবাসা প্রকাশে,
মনের কথা অবলীলায় বলতে পারতে।
আস্ফালন বলতে তোমার মধ্যে ছিল না কিছুই,
দুজনে এক হয়ে প্রেমের স্বর্গকে ছুঁই।
প্রেমের ফোয়ারায় অবগাহন করে,সযত্নে রেখেছি তোমার ভালোবাসা এই হৃদয় জুড়ে,
তোমার আমার জীবন চলবে প্রেমের আস্বাদনে।
প্রেমের কাছে সব বাঁধা বিপত্তি হয়ে ছিল পরাভূত,
প্রেমকে রেখেছি যত্নে,হয়নি আজও ক্ষত।
--------------(কল্পনাপ্রসূত)।
চাঁদপুর।
তাং২৯/০১/২০১৯ইং
(ছবি:ইন্টারনেট থেকে)
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।শুভকামনা।।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: অনুভূতিরা অক্ষত হয়েই বেঁচে থাকুক। কবিতা বেশ হয়েছে ।
শুভকামনা রইল।