![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
ভাবনা।
---------মোঃসালাহ্উদ্দিন
পাহাড়ঃ
হে পাহাড়,তোমার নির্জনতায় আমাকে জড়িয়ে নাও,
তরুলতার কচি রঙে মনটা ভরিয়ে দাও।
ঝরনা প্রবাহে নিষ্প্রাণ ক্ষণটিকে প্রাণবন্ত করো,
প্রেমময় হৃদয়কে শূন্যে তুলে ধরো।
সমুদ্রঃ
হে সমুদ্র,তুমি হইও না রুদ্ধ,
তোমার দ্বার করো উম্মুক্ত।
ঢেউয়ের পরতে পরতে ছড়িয়ে দাও মায়া,
দূর করো দুঃখ কষ্ট আছে যত অপছায়া।
আকাশঃ
হে আকাশ,তুমি পরম যত্নে ধরণিকে রেখেছো ঢেকে,
তোমাকে নিয়ে শত শত চিত্র আঁকা হয়েছে ক্যানভাসে।
সাদা মেঘের পাল উড়ে মুক্ত গগনে,
পৃথিবীকে আপন করে রাখো আলো অন্ধকারে।
অরণ্যঃ
হে অরণ্য,তুমি মোদেরকে করেছো ধন্য,
ধরাধামে রক্ষা করেছো মানুষের অস্তিত্ব।
ধারণ করছো জীববৈচিত্র্য,
তোমারই কারণে,মানুষ প্রমাণ করছে সৃষ্টির শ্রেষ্ঠত্ব।
প্রেয়সীঃ
হে প্রেয়সী,লজ্জা নেই,তোমার কাছে চাই একটু ভালোবাসা,
জলসাতে নয়,হৃদয়ে রাখবো তোমায়,থাকবে তোমার শালীনতা।
তোমাকে নিয়ে গড়েছি সভ্যতা,
খেয়ালীপনা নয়,তোমাকে নিয়েই প্রতিষ্ঠিত করবো মানবতা।
চাঁদপুর।
তাং৩০/০১/২০১৯ইং
(ছবি:ইন্টারনেট থেকে)
৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।শুভকামনা।।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯
তারেক ফাহিম বলেছেন: সবগুেলাই ভালো হয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতাগুলো।
৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কাব্যের ছলে দারুন প্রতিজ্ঞা....
৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর। শুভ সকাল।