![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
জীবন।
----------মোঃসালাহ্উদ্দিন
কুহেলিকায় আচ্ছন্ন দোদুল্যমান জীবনে,
স্বপ্নগুলো বাসা বাঁধে মনে।
বহতা নদীর মত দিন যায় বহে,
অপেক্ষা,উজ্জ্বল তারাটি কখন জেগে উঠবে হৃদাকাশে।
কখনো বারুদের ন্যায় জেগে উঠে মন,
পরক্ষণেই শুরু হয় অন্তক্ষরণ।
দক্ষিণা সমীরণের স্পর্শে,
জীবন চলতে থাকে ভাবাবেগে।
বাস্তবতার থাবায় স্বপ্নগুলো থাকে আবডালে,
জীবনের কষাঘাতে,বাস্তব চিত্র ফুটে উঠে অবয়বে।
স্রোতে শৈবাল যায় ভেসে,
যৌবনে রঙিন স্বপ্ন মনে আসে।
প্রোথিত স্বপ্নগুলো একদিন যায় হারিয়ে,
উদ্বিগ্ন থাকে মানুষ বর্তমান ও ভবিষ্যত নিয়ে।
স্বপ্নগুলো যখন হয় পূরণ,
চলে জলপ্রপাতে অবগাহন।
জীবনের হিসেব বেড়েই চলে,
প্রভাতফেরির মত লোকে বলে।
জীবনে আসে আনন্দের নানা ক্ষণ,পিঠাপুলির আয়োজন,
জীবন সাজাতে যোগ্য সঙ্গীর বড় প্রয়োজন।
চাঁদপুর।
তাং০২/০২/১৯ইং
(ছবি:গুগল থেকে)।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১
শিবলী আখঞ্জী বলেছেন: ভাল লাগলো খুব,চমৎকার শব্দের গাঁথুনি