নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দরতর ও শ্রেষ্ঠতর আগামীকালের অপেক্ষায়...

সমুদ্র কন্যা

তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................

সমুদ্র কন্যা › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য অপেক্ষা

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৩:১৬

আমি জানি কোন একদিন তুমি আসবেই

আমি তাই অপেক্ষা করে যাই তোমার জন্য

নিজেকে প্রস্তুত করি সর্বোচ্চ সতর্কতায় আর যত্নে

যেন তোমার আগমন হয় নির্বিঘ্ন, নিরাপদ



আমি জানি তোমাকে পাড়ি দিতে হবে

লম্বা একটি পথ, সময়ের

তবু একদিন তুমি নিশ্চয়ই আসবে

আমারই মত তোমারও এ অপেক্ষা অনন্তকালের



আমরা উদগ্রীব একে অপরের দেখা পেতে

চোখে চোখ রেখে মিষ্টি, নির্ভরতার একটি হাসি

অথবা আঁকড়ে ধরা হাতের একটি আঙুল, কিংবা

ঘুমের মাঝে ধুকপুক করতে থাকা হৃদস্পন্দন



আমাদের দুজনেরই অপেক্ষা বহু শতাব্দীর

জানি এ অপেক্ষা শেষ হবে, আজ অথবা কাল

তুমি আসবে, আসতে তোমাকে হবেই

থাকুক না কেন পথে অসংখ্য বাধা আর বিঘ্নের দেয়াল



আস্থা রেখো আমার ওপরে, আর ভালবাসায়

সমস্ত প্রতিকূলতায় আমি তোমার ভরসা হবো

পাশেই পাবে আমাকে, ছায়ার মত...অথবা তারচেয়েও বিশ্বস্ত

পৃথিবীর সবচেয়ে গভীর ও দৃঢ় বন্ধন আমাদের



আমি জানি তুমি আমার ডাক উপেক্ষা করতে পারো না

পারো না নিজের ভেতরের আকুলতাকে অস্বীকার করতে

তাই যত দেরিই হোক, তুমি একদিন আসবে

আমি অপেক্ষা করবো তোমারই জন্য।।

মন্তব্য ১২৬ টি রেটিং +৩৮/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: সুমনের "তুমি আসবেই" গানটা শুনসো?

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: শুনি নাই।

২| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৩২

ছাইরাছ হেলাল বলেছেন:

সুন্দর করে ভালই লিখছেন ।

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ হেলাল।

৩| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৩৭

হোদল রাজা বলেছেন:
চমৎকার হইছে!

আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে এমন একটা কবিতা লিখার স্বপ্ন দেখি প্রতিদিন!!
পারি না :(

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৭

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ রাজা।

ছোট্ট মেয়েটিকে যে ভালবাসায় ভরে রেখেছেন অহর্নিশ সেই তো অনেক বিশাল পাওয়া তার জন্য। আয়নাকে আমার আদর দেবেন।

শুভেচ্ছা।

৪| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৪৭

হাসান মাহবুব বলেছেন: তুমি কী অঞ্জন দত্তের "তুমি আসবে বলে" গান্টা শুনসো? X(

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪০

সমুদ্র কন্যা বলেছেন: এত ক্ষেপে যাওয়ার কি হল! গান আমি অনেক কম শুনছি, আগেই বলছি।
হু, এটা শুনছি। তবে দুটো গানের একটার সাথেও আমার এই লেখাটা মিলে না।

৫| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৫১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ঘোড়ার আন্ডা!!

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪১

সমুদ্র কন্যা বলেছেন: হু।

৬| ১২ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৩

শোশমিতা বলেছেন: তাই যত দেরিই হোক, তুমি একদিন আসবে
আমি অপেক্ষা করবো তোমারই জন্য।।

সহজ,সুন্দর কবিতা! ভালো লাগলো!

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৪

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ শোশমিতা।

শুভকামনা।

৭| ১২ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:৩৯

নাট্যকর্মী আবদাল বলেছেন: সুন্দর হয়েছে ।

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৪

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ আবদাল।

৮| ১২ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:৪০

নাট্যকর্মী আবদাল বলেছেন: ভাই কি ছেকা খাইছেন নাকি ।

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: এটাকে আপনার ছ্যা-কাব্য মনে হইল ক্যান বুঝলাম না। এটা ছ্যা-কাব্য না।

৯| ১২ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:৪১

নাট্যকর্মী আবদাল বলেছেন: আমার মত

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: /:) /:)

১০| ১২ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:৫১

নেক্সাস বলেছেন: তাই যত দেরিই হোক, তুমি একদিন আসব...

নিজের ভালবসায় প্রচন্ড আত্মবিশ্বাসই কেবল এমন উচ্চারণে প্রেরণা যোগায়।
কবিতা ভাল লেগেছে।
+++

১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫১

সমুদ্র কন্যা বলেছেন: এ এমনই এক সম্পর্ক, যা কারো পক্ষে অগ্রাহ্য করা সম্ভব নয়। আসতেই হবে তাকে।

ধন্যবাদ নেক্সাস।

১১| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:০৩

ইসরা০০৭ বলেছেন: ""আমি জানি তুমি আমার ডাক উপেক্ষা করতে পারো না
পারো না নিজের ভেতরের আকুলতাকে অস্বীকার করতে
তাই যত দেরিই হোক, তুমি একদিন আসবে
আমি অপেক্ষা করবো তোমারই জন্য।।""

আমি অপেক্কায় আছি অপেক্কায় থাকবো
তুমি আসবে তুমি না এসে পারোনা
অন্তত
তুমি আসতেই হবে আমার জন্য!!

ভালোলাগা+

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১১

সমুদ্র কন্যা বলেছেন: এ অপেক্ষার শেষ হবেই........

অনেক ধন্যবাদ আপু।

ভাল থাকবেন।

১২| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:২২

জিসান শা ইকরাম বলেছেন:
বহু শতাব্দীর দুজনের অপেক্ষার যেন হয় অবসান ........
ভালো লাগলো প্রত্যাশাপুর্ন কবিতা......

ছবিটা সুন্দর, ছবি কিভাবে খুজতে হয়, তা শিখতে হবে আপনার কাছে।

শুভকামনা.......

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১২

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

বেশিরভাগ সময়েই আমি ঠিক ছবিটা খুঁজে পাই না। এটা কিভাবে যেন পেয়ে গেলাম।

শুভেচ্ছা রইল।

১৩| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

সুন্দর কবিতা।
ভালো লাগলো খুব।

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২২

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়।

শুভকামনা।

১৪| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৩

ত্রাতুল বলেছেন: :D

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৩

সমুদ্র কন্যা বলেছেন: ওই কেলানোর কি হইল!! :|| :| X(( X((

১৫| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৮

আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: ভাল লাগল।

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৪

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ অনেক।

১৬| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৫

আবু সালেহ বলেছেন: তাই যত দেরিই হোক, তুমি একদিন আসবে
আমি অপেক্ষা করবো তোমারই জন্য।।

ভালো লাগলো..........

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৬

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ আবু সালেহ।

ভাল থাকুন।

১৭| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: সুন্দর। অপেক্ষায় ভাল লাগা রইল।

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৮

সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস মাহী।

অপেক্ষার সময়টা কেবল দীর্ঘায়িত হচ্ছে। এতটা হতে নেই।

ভাল থাকা হোক।

১৮| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৪

শিরীষ বলেছেন:
ভাল লাগল সমুদ্র কন্যা।

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৮

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ শিরীষ।

শুভেচ্ছা।

১৯| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লাগলো কবিতা। সুন্দর।


আসবে .........................

১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৯

সমুদ্র কন্যা বলেছেন: হু আসবে...

২০| ১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪০

মিথী_মারজান বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা।
অবসান হোক সকল অপেক্ষার... :)

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৮:২২

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মিথী।

শুভেচ্ছা রইল।

২১| ১২ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হুবহু এরকমই একটা কবিতা কোথায় যেন পড়েছি মনে হচ্ছে :|

ইয়ে... আসলে... কবিতাটা সুন্দর... তবে কনফিউজিং... একবার মনে হচ্ছে কথাগুলো প্রেমিকা বলছে তার প্রেমিককে... একবার মনে হচ্ছে মা বলছে তার অনাগত সন্তানকে... :|

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩৬

সমুদ্র কন্যা বলেছেন: জানি না কোন কবিতাটার কথা তোমার মনে হচ্ছে, অনেকটা এইরকম কথাগুলো কিন্তু একেবারেই অন্য থিমের একটা কবিতা আমি জানি, ওমর আলীর...

তোমার অপেক্ষায়

তুমি যতদিন থাকতে বলবে
আমি ততদিন তোমার অপেক্ষায় থেকে যাবো
প্রখর রৌদ্রে মাঠ পিপাসার্ত পাখি
মেঘের অপেক্ষায় থাকে
তোমার সুরভি এসে সংবাদ দিলেই
আমি ছুটে যাবো, তাছাড়া হাঁটবো দীর্ঘ পথ
পার হবো তরঙ্গযুদ্ধ বিপদ সংকুল অগাধ পানি অরণ্য

আমার লাভ-অলাভ হ্রাস বৃদ্ধি সুখ দু:খ
বাঁচা অবাঁচা উন্নতি অবনতি
জানি তোমার আয়ত্তে তোমার ইচ্ছা অনিচ্ছায়
তুমি দিলেই আমি পাবো না দিলে পাবো না
তুমি যদি ঘন্টার পর ঘন্টা আমাকে বসে থাকতে বলো
তাই থাকবো, তাই থাকবো আমি
তুমি দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস
বছরের পর বছর সপ্তাহের পর সপ্তাহ
আমাকে অপেক্ষায় থাকতে বললে
তাই থাকবো আমি

তুমি আমার একমাত্র পথ সহজ সরল
তুমি আমার গন্তব্য
তাইতো তোমার জন্য ঘর্মাক্ত শরীরে বইতে পারি বোঝা
পরিশ্রম কষ্ট স্বীকার করতে দ্বিধা করি না
তুমি যতদিন থাকতে বলবে থাকবো অপেক্ষায়
তোমার অপেক্ষায়.....


কবিতাটা কেন কনফিউজিং মনে হচ্ছে বুঝতে পারছি না। প্রথম প্যারাতেই খুব পরিস্কারভাবে বোঝা যাওয়ার কথা তো, আর তা না হলে ছবিটা একটু ভাল করে খেয়াল করলেই বুঝতে পারার কথা। অনাগত সন্তানের জন্যই অপেক্ষা মায়ের...

২২| ১২ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: আসবেনা, আসবেনা। কস্টে মরে গেলেও আসবেনা।

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৫৩

সমুদ্র কন্যা বলেছেন: আসবে...একদিন ঠিকই আসবে ভাইয়া...হতে পারে তাকে পারি দিতে হচ্ছে অনেক লম্বা সময়ের একটা পথ। কিন্তু সে নিশ্চয়ই আসবে।

২৩| ১২ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪

লেডি বার্ড বলেছেন: হায় হায় মেঘ বলেছে যাবো যাবো যে পোকার কথা বইলা ফেলছে। প্রথম অংশটুক পইড়া পোকারও মনে হইছে মা বলছে কথাগুলা তার অনাগত সন্তানকে, আবার............

যাক যে যাকেই বলুক এমন কইরা অপেক্ষা করলে যে কেউ চইলা আসবে। :P

সহজ লেখা ভালা লাগছে। :)

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৫৮

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাল পোকা। :)

প্রথম অংশটুকু পড়ে যা মনে হইসে সেটাই ঠিক, পরের অংশটুকু আমি মনে হয় গুবলেট করে ফেলছি।

শুভেচ্ছা।

২৪| ১২ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৭

চাটিকিয়াং রুমান বলেছেন: আস্থা রেখো আমার ওপরে, আর ভালবাসায়
সমস্ত প্রতিকূলতায় আমি তোমার ভরসা হবো
পাশেই পাবে আমাকে, ছায়ার মত...অথবা তারচেয়েও বিশ্বস্ত
পৃথিবীর সবচেয়ে গভীর ও দৃঢ় বন্ধন আমাদের


দারুণ কবিতা। :)

+++++++

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ রুমান।

ভাল থাকা হোক।

২৫| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার হৈসে কবিতাটা। প্রথমে পড়ে বুঝিনাই দেইখা আজাইরা কমেন্ট কর্সিলাম। স্যরি!

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৯:০৪

সমুদ্র কন্যা বলেছেন: বেশ অবাকই হইসিলাম কমেন্ট দেখে, যাকগে ইটস ওকে।

থ্যাংকস!

২৬| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৪

মাহমুদা সোনিয়া বলেছেন: ভালোবাসার অন্য নাম অন্তহীন অপেক্ষা। দারুন হয়েছে বন্ধু :) :)

১২ ই নভেম্বর, ২০১১ রাত ৯:০৫

সমুদ্র কন্যা বলেছেন: অন্তহীন অপেক্ষা শুধু মা-ই তার সন্তানের জন্য করতে পারে সোনিয়া।

ধন্যবাদ।

২৭| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৩

মাহবুব সুমন বলেছেন: হ

১২ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: :-< :-< |-) |-) |-)

২৮| ১২ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪০

সরলতা বলেছেন: অসাধারণ আপু!

ছবিটা খুব ভাল লাগল। ফিটাসটা এত্ত ছোট্ট! চোখেই পড়েনা। কিউট। :)

১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৭

সমুদ্র কন্যা বলেছেন: আমি খুব কম সময়েই ঠিক ঠিক ছবিটা খুঁজে পাই। কিন্তু কাল এটা পেয়ে কি যে ভাল লাগছিল! সত্যিই অনেক কিউট।

অনেক ধন্যবাদ লক্ষ্মী মেয়েটা।

ভাল থেকো। :)

২৯| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৩

শশী হিমু বলেছেন: আমরা উদগ্রীব একে অপরের দেখা পেতে
চোখে চোখ রেখে মিষ্টি, নির্ভরতার একটি হাসি
অথবা আঁকড়ে ধরা হাতের একটি আঙুল, কিংবা
ঘুমের মাঝে ধুকপুক করতে থাকা হৃদস্পন্দন



অনেক সুন্দর হইছে আপু! প্লাস!

১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৮

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ শশী।

শুভ রাত!

৩০| ১৩ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:২১

যাযাবর৮১ বলেছেন:
সুন্দর :)

শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৬

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ যাযাবর।

শুভেচ্ছা।

৩১| ১৩ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৪

নস্টালজিক বলেছেন: সহজ!



সরল!



সুন্দর!

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৯

সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস ভাইয়া!

ভাল থাকবেন।

৩২| ১৩ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৬

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: আপনার লেখাটা পড়ে একটা গান মনে পড়লো ...

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১১

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর একটা গান।

অনেকদিন পর তোমাকে দেখে খুব ভাল লাগল! ভাল থেকো সবসময়।

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭

স্বদেশ হাসনাইন বলেছেন: দেরী হয়েছে তো কি হয়েছে আসবে তো। পথে দেরী হয় সবারই। এই এক থেকে বহু। বহু থেকে সমষ্টি - আর এই বহু সময়ের পথ অধীর হওয়া। এই বিশ্বাস আছে বলে সে প্রসূতির মত
অপেক্ষায় ভাবে নিশ্চিত ভাবে, এসে গেছে। কড়া নাড়ছে নাভীবৃন্তের দরজায় ।

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৯

সমুদ্র কন্যা বলেছেন: হোক না দেরী...আমি অপেক্ষা করে থাকবো যত দেরীই হোক...

ও আসবে, আসবেই!

ভাল থাকবেন ভাইয়া।

৩৪| ১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৯

তাজা কলম বলেছেন: প্রেমিকার এমন প্রত্যয়ী বিশ্বাসে প্রেমিকের আগমন অবম্যম্ভাবী।

ভাল থাকবেন।

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৫

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ তাজা কলম।

শুভকামনা।

৩৫| ১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:১৮

মহাবিশ্ব বলেছেন:
সে আসুক,
আসুক সব বাধা পেরিয়ে...
আসুক আলোর পথ ধরে...
ভালোবাসার ঢেউয়ের দোলায় চড়ে...

বাঁধা পড়ুক সবচেয়ে সুন্দর সম্পর্কের বন্ধনে...

চমৎকার হয়েছে তিথি
সুপ্রভাত, ভালো থাকুন সবসময়, শুভকামনা।

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গৌতম দা'।

খুব ভাল থাকবেন।

৩৬| ১৪ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৪

শিশিরের বিন্দু বলেছেন: চমৎকার কবিতা। সব মায়েরাই বুঝি এমন আকুল হয়ে থাকে। :(

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৮

সমুদ্র কন্যা বলেছেন: মায়েরা এমনই হয়, এমনি আকুল............

ভাল থাকা হোক শিশিরের বিন্দু।

৩৭| ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৫

আহমেদ চঞ্চল বলেছেন: তুমি আসবে কি আসবেনা
তাতে আমার যায় আসেনা ,
বলেছিলে আসবে ফাল্গুনে
তাই সময় কাটে দিন গুনে ।।।।

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৯

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ।

৩৮| ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৩

সায়েম মুন বলেছেন: অপেক্ষার প্রহর শেষ হোক। ভালো লাগলো কবিতাটা।

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫০

সমুদ্র কন্যা বলেছেন: অপেক্ষার প্রহর শেষ হোক.........

ধন্যবাদ মুন।

ভাল থাকবেন।

৩৯| ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪২

রাত্রি২০১০ বলেছেন:
অপেক্ষা করতে করতে সেটাই সহজাত হয়ে যায়--প্রতীক্ষার শেষ ধাপ নিয়ে অজানা ভয়---

স্বপ্নভঙ্গ বড় কষ্টের--তার থেকে অপেক্ষাই কি ভাল?

খুব মিলে গেল আজকের ভাবনার সাথে----::) :)

শুভসন্ধ্যা!

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৫

সমুদ্র কন্যা বলেছেন: মাঝে মাঝে ভাবনারা একই সুরে কথা কয়......

থ্যাংকস রাত্রি।

ভাল থেকো, খুব!

৪০| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৫

মিরাজ is বলেছেন: অপেক্ষার প্রহর শেষ হোক, কেটে যাক অনিশ্চয়তা, আলো হয়ে আসুক সে জীবনের প্রতিটি ক্ষনের জন্য।


ভালো লাগা রইলো।

১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৮

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ অনেক মিরাজ।

শুভকামনা সবসময়ের।

৪১| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ২:২৩

নাদিয়া জামান বলেছেন: কেমন আছেন আপনি। কবিতা একটু কম ই বুঝি তবু ও বেশ লাগলো। ভাল থাকবেন সবসময়।

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৩

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ নাদিয়া।

ভাল আছি আমি।

আপনিও ভাল আছেন নিশ্চয়ই। শুভেচ্ছা!

৪২| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৫

নাআমি বলেছেন: ]দারুন লাগল কবিতা ......আমার একটা ধারনা ছিল আমি এটায় কমেন্ট করেছি কারন অনেক আগেই পড়েছি কবিতাটা অফলাইন থেকে, আজ এমনি দেখতে এসে ধারনা দেখি ভুল..... :( , এখন থেকে রোজ একবার আসব...... :)

এই লাইন গুলি অনেক বেশী ভাল লাগল......

আস্থা রেখো আমার ওপরে, আর ভালবাসায়
সমস্ত প্রতিকূলতায় আমি তোমার ভরসা হবো
পাশেই পাবে আমাকে, ছায়ার মত...অথবা তারচেয়েও বিশ্বস্ত
পৃথিবীর সবচেয়ে গভীর ও দৃঢ় বন্ধন আমাদের

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৭

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

রোজ রোজ তোমার দেখা পেলে সত্যি অনেক ভাল লাগবে। :)

ভাল থেকো আপু।

৪৩| ১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৪

তিথির অনুভূতি বলেছেন: ++

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩০

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ তিথির অনুভূতি।

৪৪| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪০

আহাদিল বলেছেন: তার আসা হোক নির্বিঘ্ন!


শুভকামনা!

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩১

সমুদ্র কন্যা বলেছেন: তার আসা হোক নির্বিঘ্ন, নিরাপদ!

ধন্যবাদ মিশু।

ভাল থেকো।

৪৫| ১৮ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১২

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: অপেক্ষা যেন সফল হয়। সুন্দর কবিতা ।
২৭ তম +

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২০

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মুকিত।

শুভকামনা।

৪৬| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৮

মেমনন বলেছেন: সুন্দর, মায়াময়।

প্রায় এই থিমের একটা কবিতা লেখা আছে আমার, পোস্ট করা হয় নি, এখানে দিয়ে দিই -

'মৌন' তখনও আসে নি, ও শুধু জানে -
ওর জন্যে 'তারা' বসে আছে সেইখানে।
'মৌন' কখনও জানে নি, ও যেন আসে -
এই জন্যে 'তারা' আরও, আরও ভালবাসে।

'মৌন' হাসি হাসি মুখে, পথে চেয়ে থাকে -
'তারা' ডাকলেই যেতে হবে তাকে।
'মৌন' পথ থেকে, হেসে হেসে চায়
'তারা' যে তাকে ওই ডাকে ইশারায়।

'মৌন' সেইখানে একা, বসে বসে ভাবে -
'তারা' ওকে এত ভালোবাসলো কিভাবে!
'মৌন' ভেবে ভেবে, হাসে একা একা -
'তারা' আর ও তো শুধু কবিতাতে লেখা!





শুভকামনা, সমুদ্র কন্যা আপু।

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৪

সমুদ্র কন্যা বলেছেন: কি সুন্দর কবিতাটা! পোস্ট করেন নি কেন? করে ফেলুন।

অনেক অনেক ধন্যবাদ মেমনন।

ভাল থাকবেন।

৪৭| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৩

মেমনন বলেছেন: :( সব লাইন একসাথে চলে এল কেন?


'মৌন' তখনও আসে নি, ও শুধু জানে -
ওর জন্যে 'তারা' বসে আছে সেইখানে।
'মৌন' কখনও জানে নি, ও যেন আসে -
এই জন্যে 'তারা' আরও, আরও ভালবাসে।

'মৌন' হাসি হাসি মুখে, পথে চেয়ে থাকে -
'তারা' ডাকলেই যেতে হবে তাকে।
'মৌন' পথ থেকে, হেসে হেসে চায়
'তারা' যে তাকে ওই ডাকে ইশারায়।

'মৌন' সেইখানে একা, বসে বসে ভাবে -
'তারা' ওকে এত ভালোবাসলো কিভাবে!
'মৌন' ভেবে ভেবে, হাসে একা একা -
'তারা' আর ও তো শুধু কবিতাতে লেখা!

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৬

সমুদ্র কন্যা বলেছেন: :)

৪৮| ১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:১৮

নাআমি বলেছেন: আমারও কিন্তু তোমার দেখা পেলে সত্যি অনেক ভাল লাগবে, কিন্তু তুমি শুধু দেখা দিয়ে আসছ, কমেন্ট করছনা ...... :(

১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৩

সমুদ্র কন্যা বলেছেন: স্যরি আপু...দেরি করে ফেললাম! এই যে এখনই ঘুরে এসেছি তোমার ব্লগ থেকে, কমেন্টও দিয়েছি। :)

৪৯| ২০ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৪

মুকুট বিহীন সম্রাট বলেছেন:

আমি জানি তুমি আমার ডাক উপেক্ষা করতে পারো না
পারো না নিজের ভেতরের আকুলতাকে অস্বীকার করতে
তাই যত দেরিই হোক, তুমি একদিন আসবে
আমি অপেক্ষা করবো তোমারই জন্য।।



এই এক ডাক আর অপেক্ষা আকুতি বড্ড বেশি ক্ষমতাধর,সে আসবেই....................................।

২০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:২৭

সমুদ্র কন্যা বলেছেন: সে আসবেই....................

অনেক ধন্যবাদ মুকুটবিহীন সম্রাট।

শুভকামনা।

৫০| ২১ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:২৭

রিমঝিম বর্ষা বলেছেন:
নিজেকে প্রস্তুত করি সর্বোচ্চ সতর্কতায় আর যত্নে
যেন তোমার আগমন হয় নির্বিঘ্ন, নিরাপদ.....



ওটা করতে গিয়েইতো ওজোন বাড়াইছি। :(


তোমার কবিতা..............আর তাই এমন। এত এত এত সুন্দর। পড়তে গিয়ে নিজের সেই সময়টাই ভেসে ওঠে চোখের সামনে। অপেক্ষাটাও যে কতটা আনন্দের আর মধুর হতে পারে সেটা কেবল ওই সময়টাতেই বোঝা যায়।

২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪১

সমুদ্র কন্যা বলেছেন: নিজের যা কিছুই হোক না কেন, তার সুবিধা-অসুবিধা, ভাল-মন্দইতো সবার আগে। সেটা না হলে কি নিজে ভাল থাকা যায়!

অনেক অনেক ধন্যবাদ আপু।

তোমার বুড়িটাকে এত্ত আদর। ভাল থেকো। :)

৫১| ২১ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০২

নিপাট গর্দভ বলেছেন: বাবা রে :-B

২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪২

সমুদ্র কন্যা বলেছেন: বাবাতো আসেই নি এখনো। :)

৫২| ২১ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪২

মেহবুবা বলেছেন: এই অপেক্ষায় যেমন মাধুর্য আছে ,
যখন অপেক্ষার শেষ, প্রাপ্তিতে যে কি আনন্দ ! তার কোন তুলনা নেই ।
কবিতা ভাল লেগেছে সেটাই বলা হোল না দেখছি ।

২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৫০

সমুদ্র কন্যা বলেছেন: আপনি এলে খুব ভাল লাগে আপু। :)

প্রাপ্তির অপেক্ষায়.......................

ভাল থাকবেন।

৫৩| ২২ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৯

মেহেরুবা বলেছেন: আগমন হয় নির্বিঘ্ন, নিরাপদ :) যেন তাই হয় ......... সুন্দর কবিতায় ভালো লাগা .........

২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৫২

সমুদ্র কন্যা বলেছেন: কতদিন পর এলে নিশা! ভাল লাগল এত দেখে :)

থ্যাংকস!

৫৪| ২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪০

শায়মা বলেছেন: হুম একদিন এক সাগরকন্যা আসবে চুপিচুপি।:)

২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৬

সমুদ্র কন্যা বলেছেন: চুপি চুপি না আপু, একদম ঢাক-বাদ্যি বাজিয়ে তারপরেই সে আসবে। শুধু দোয়া করো। :)

৫৫| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪০

নীল-দর্পণ বলেছেন: প্রতিটি লাইন ই মনে হচ্ছিলো খুব বাস্তব.....কিন্তু পড়া শেষে মনে হলো আমি কল্পনায় আছি.....

অনেক ভাল লাগল আপু, অনেক....

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪১

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ নীলু। :)

৫৬| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৩

নীল-দর্পণ বলেছেন: প্রথমবার একভাবে ভেবেছিলাম.....পরের বার আরেকবার....পরের বারের ভাবনা টাই বেশী ভাল লাগল।

দ্বিতীয়বার পড়ে ভাল লাগাটা আরো বাড়লো। চমৎকার লেগেছে আপু :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৩

সমুদ্র কন্যা বলেছেন: কি মনে হল প্রথমবার...আবার পরেরবার?

ভাল থেকো নীলু। :)

৫৭| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:০০

সুপান্থ সুরাহী বলেছেন:
খুব সুন্দর করে লেখসেন...

ভাল লাগল...

+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫২

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ সুপান্থ।

শুভেচ্ছা।

৫৮| ০৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০১

কালো যাদুকর বলেছেন: কারো জন্য wait করা অনেক কষ্টের। ভাল হয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ কালো যাদুকর।

৫৯| ০৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০৮

ফাইরুজ বলেছেন: কিছু কিছু অপেক্ষা সত্যি মধুর। যিনি অপেক্ষা করছেন এবং যার জন্য অপেক্ষা করছেন দুজনের নিরাপত্তা কামনা করছি।

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৮

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ফাইরুজ।

শুভেচ্ছা।

৬০| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪

anisa বলেছেন:

সব টুকু আলো নিয়ে ফিরে আসুক !
শুভো সনধ্যা !

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০০

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ আপু।

শুভেচ্ছা।

৬১| ১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৫

সালমাহ্যাপী বলেছেন: খুব সুন্দর লেগেছে কবিতাটা :) :) :) :) :)
+++

আসলেই অপেক্ষা জিনিসটা অনেক বিরক্তিকর একটা জিনিস X(( X((

১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

সমুদ্র কন্যা বলেছেন: এ অপেক্ষায় কোন বিরক্তি বা ক্লান্তি নেই সালমাহ্যাপী। এ অপেক্ষা শুধুই আনন্দের।

অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

৬২| ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৩

অনন্যমানুষ বলেছেন: জানিনা অপেক্ষা কিভাবে আনন্দের হয়
হয়ত প্রথম দিকে আনন্দের হতেও পারে তবে মনে হয় একসময়ে তা চরম হতাশা সৃষ্টি করে, তখন সব কিছু অর্থহীন মনে হয়

২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৭

সমুদ্র কন্যা বলেছেন: কিছু কিছু অপেক্ষা হয়েই থাকে অনেক অনেক আনন্দের। :)

৬৩| ১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২২

আহমেদ চঞ্চল বলেছেন: অপেক্ষা বড়ই কষ্টের ।।।

শ্বাস রুদ্ধকর অণু গল্প---

Click This Link

১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ আহমেদ চঞ্চল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.