![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................
সূর্যের সোনালী স্বপ্নময় আলোটা এসে দোলনচাঁপার গায়ের ফোঁটা ফোঁটা শিশিরে পড়েছে। বিন্দু বিন্দু জলকণা সাতরঙে জলছে টুকরো প্রিজমের মত। টুইইইই...করে কি একটা নীল ডানা পাখি উড়ে গেল কাঠগোলাপের ডাল ছেড়ে। ভীষণ মিষ্টি সুবাস নিয়ে এক ঝলক বাতাস ঘুরতে ঘুরতে রাজহাঁসের ডানার মত শুভ্র পর্দা উড়িয়ে জানালা বেয়ে এসে উইন্ড চাইমটায় টুংটাং ছন্দ তুলেছে। সেখান থেকে সুর ছড়িয়ে পড়ছে একে একে পুরো ঘরেই, ডাইনিং এর উল্টে রাখা বাসন আর চামচে, বসার ঘরে সাজিয়ে রাখা খেলনা ব্রাইড এন্ড গ্রুম পুতুল দুটোতে, ড্রেসিং টেবিলের পাশে সাজানো ভর্তি ভর্তি চুড়ির আলনাটায়...এখানে ওখানে...টুংটাং...রিনিঝিনি...মোনা বিচিত্র সব সুর বাজায়, বেহালায়, বাঁশীতে, পিয়ানোতে...
................সুর আর ছন্দ আর আলো আর স্বপ্ন আর সুবাস................
স্বপ্নময় আলোটা জ্বলজ্বল করে মোনার চোখে। পাগল করা সুবাসে সে ভেসে যায়, ঘুরতে ঘুরতে এসে হাওয়াটা দুষ্টুমি খেলে মোনার চুলে। দুপায়ে ব্যালের ছন্দ তুলে সে হেঁটে বেড়ায় ঘরের এ প্রান্ত ও প্রান্ত। আর ঠোঁটের কোণে তার খেলা করে গভীর প্রশান্তি। মোনা সুখী...পৃথিবীতে তার চেয়ে সুখী আর কেউ নেই...
'আসিফ কালও তুমি হটপটটা ভুলে গেছিলে। রোজ রোজ বাইরের হাবিজাবি খেলে শরীর খারাপ করবে না? তখন কিন্তু আমি দেখতে পারবো না বলে দিচ্ছি।'
'তাহলে কার কাছে গিয়ে আমি কাতরাবো মোনা বেগম? অফিসের নতুন সাইজ জিরো সুন্দরীর কাছে!'
'ছি ছি ছি! কিসব বল তুমি! মুখে একটু যদি লাগাম থাকে! ও কি, অমনিই যাচ্ছো যে...খাবারটা নিয়ে যাও না সোনা!'
মোনার একটা বাচ্চা নাই। কিন্তু আসিফকেই তার আগলে রাখতে হয় ছোট বাচ্চার মত। মোনা যতটা গোছাল, আসিফ যেন তার তিনগুণ এলোমেলো। মোনার সবকিছু নিয়মের মধ্যে শৃঙ্খলিত, আর আসিফ ছন্নছাড়া। এই বুড়ো বাবুটাকে সামলাতেই মোনার সারাবেলা চলে যায়। শান্ত-শিষ্ট, কিছুটা সুচিবাইগ্রস্ত, নিজের উল্টোমেরুর এই মেয়েটাকে আসিফ পাগলের মত ভালবাসে। মোনার উপরে সে ভীষণভাবে নির্ভর করে প্রতিটা কাজে। ওকে ছাড়া তার একটা দিনও চলে না। দুজন যেন দুটো গুটু গুটু চড়ুই পাখি!
মোনা ভেসে ভেসে বেড়ায় সারা ঘরে। তার গোলাপী পোশাকের প্রান্ত লুটিয়ে পড়ে। দূরে, বহু বহুদূরে বাঁশী বেজে চলে। মোনা কান পেতে শোনে, একটু হাসে...আবার প্রজাপতির মত ভাসতে থাকে। জানালার পর্দা সরাতেই বাগানটা হেসে ওঠে চোখের সামনে বিচিত্র সব রঙ নিয়ে। হাজার অনুরোধেও আসিফকে বাগানে যেতে রাজি করানো যায় না। কিন্তু সেই একটা খুরপি হাতে চন্দ্রমল্লিকার বেড খুচিয়ে দিচ্ছে। একবার হাতের উল্টোপিঠে সূর্য আড়াল করে মুখ উপরে তুলে সুন্দর করে হাসলও। নীল ডানার পাখিটা টুইইই টুইইই করে ডেকেই চলেছে অবিরাম।
'ফোন ধর না কেন এতক্ষণ ধরে? কই ছিলা? কতবার রিঙ হইসে জানো তুমি? আমিতো টেনসনে অস্থির!'
'স্যরি সোনা! বাইরে একটা পাখি এমন ডাকছিল, আমি এমন তন্ময় হয়ে গেছিলাম! ফোনের রিঙটোন আর পাখির ডাক মিলে মিশে গেল!'
'কোথায় পাও তুমি এইসব গাতক পাখি তুমিই জানো। একটা গাছপালা নাই বাড়ির ত্রিসীমায়, পাখি এসে বাসা করবে!'
'কিন্তু ডাকছিলতো, সত্যি!'
'আচ্ছা বাবা ঠিক আছে। শুনো আমার দেরী হবে আজ ফিরতে। কিছু ফরেইন ডেলিগেটস আসবে। রেডিসনে তাদের এটেন্ড করতে যাওয়া লাগবে।'
'দেরী! আজও দেরী!'
'হ্যাঁ! কি বলছো? আচ্ছা ছাড়ছি এখন। খেয়ে নিয়ো তুমি। বাইইই।'
মোনা ধীরে ধীরে ফোন নামিয়ে রাখে হাত থেকে। এগিয়ে গিয়ে সামনের ঘরের দরজার হাতল ঘোরায়। মোনার হাওয়া ঘর! দরজা খুলতেই এক ঝলক বাতাস এসে ওকে ঝাপটে ধরে। দিগন্তরেখায় লুটিয়ে পড়া সূর্যের লাল আলোয় লালচে হয়ে ওঠে ঘর, মিষ্টি সুবাস লুটোপুটি খায় মোনার খোলা চুলে। হাত বাড়িয়ে মোনা দুহাতে জড়ায় জানালার শুভ্র পর্দা। বহু দূরে রাস্তায় দুহাতে শক্ত করে সাইকেলের হ্যান্ডেল আঁকড়ে ধরে সাত-আট বছরের একটা মেয়ে প্রাণ-পণে প্যাডেল চাপছে। তার খয়েরী বুটি বুটি জামাটার প্রান্ত উড়ছে পেছনে। উত্তেজনায় ফোস ফোস করে শ্বাস পড়ছে তার, মাঝে মাঝে হাতের উল্টো পিঠে সরাচ্ছে কপালে জমে ওঠা ঘামের ফোঁটা। মোনা রুদ্ধশ্বাসে চেয়ে থাকে, ও পারবে...পারবেই...উৎকন্ঠায় তার নিজের কপালেও জমে ওঠে বিন্দু বিন্দু ঘাম, নাকের দুপাশ ফুলে ফুলে উঠে ঘন শ্বাসে। দিনের আলো কমে আসছে, ছোট্ট মেয়েটার শরীর আবছায়া হয়ে আসতে আসতে একসময় মিলিয়ে যায়। মোনার জানা হয় না সে সত্যি পারল কি না...পারল কি না প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে বহু বহুদূর যেতে। হতাশ হয়ে মোনা বসে পড়ে দেয়াল ঘেষে, গলায় যেন কি দলা পাকিয়ে ওঠে। ওর মনে হয় সেই বাচ্চা মেয়েটার সবাইকে ফেলে এগিয়ে যাওয়ার উপরেই তার নিজেরও অনেক অনেক কিছু নির্ভর করছে। মোনা নিজেও তো চেয়েছিল একদিন, বহুদূর যাবে...বহু বহুদূর...আকাশ ছোঁবে...
'মোনা...মোনা...এ্যাই মেয়ে...কি হয়েছে তোমার? মেঝেতে শুয়ে আছো কেন? ঘরের বাতি জ্বালোনি, খাওনি, এমন কুঁকড়ে মুকড়ে মেঝেতে পড়ে আছো! শরীর খারাপ নাকি, হ্যাঁ?'
'না না...শরীর ঠিক আছে। কি যে হল, ঘুম চলে এসেছিল!'
মোনা নিজেকে গুছিয়ে নেয়। হাল্কা কিছু খাবার খেয়ে ঘরে এসে দেখে আসিফ শুয়ে পড়েছে। পাশে আধশোয়া হয়ে আলতো হাতে আসিফের চুলে হাত বুলায় মোনা। মোনার বুকে মুখ গুজে শ্বাসের মত ফিসফিসে স্বরে আসিফ বলে, 'কি হয়েছে তোমার আজকাল? এমন আনমনা কেন?'
'কিচ্ছু না...কিচ্ছু না...কিচ্ছু না...'
'মোনা আমাদের কি একবার ডাক্তারের কাছে যাওয়া উচিৎ না বলতো?'
'আমার ভীষণ ভয় করে যে! না জানি কি আসবে!'
'ভয় করলে কেমন করে হবে মোনা! আর আমিতো আছি।'
'আমাকে ছেড়ে চলে যাবে না তো?'
'পাগলি! কেন ভাবছো অমন?'
'ভয় হয়...বড্ড ভয়...ভীষণ অসহায় লাগে নিজেকে যখন তুমি থাকো না পাশে।'
'ভয় নেই মোনা। আমি আছি।'
'আদিত্য...আদিত্যওওওও...আদি...আদিইইইই...' অনেক অনেকক্ষণ ধরে মোনার কানে ইইইইই..টা প্রতিধ্বনি তোলে। আর খুব দুষ্টু একটা বাচ্চার খিলখিল হাসি। ফাঁকি দিতে পেরে বেজায় খুশি! মোনা ডেকেই চলে, 'আদিইইইইই...'
জানালা দিয়ে নিচে চেয়ে দেখে বাবা-ছেলে খুব মনোযোগে বাগানে প্রজাপতি ধরার চেষ্টা করে যাচ্ছে। সাতরঙা একটা প্রজাপতির পিছনে তেমনি করে উড়ে চলেছে আদিত্য। আর পিছে পিছে আসিফ, মুখে কি পরিতৃপ্তির এক হাসি!
ঝননননননন্
'বুয়া কতদিন তোমাকে বলেছি একটু সাবধানে কাজ করো। যখন তখন থালা-বাসন ফেলে দাও হাত থেকে এটা কেমন কথা! আর একটু শান্ত হয়ে কাজ করা যায় না? কাজের সময় এত শব্দ করতে হয়!'
আজ আসিফের সব পছন্দের ডিস রান্না করছে মোনা। ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন কারি...
পাগলটার মনে আছে কি না আজকের দিনের কথা কে জানে! সারাদিন তো কাজ কাজ করে অস্থির হয়ে থাকে। পৃথিবীর সব কাজ মহাশয়ের একারই করতে হবে, আর কেউ নাই যেন! উফ্ কত দ্রুতই না সময় চলে যায়! পাঁচ পাঁচটা বছর চলে গেছে দেখতে দেখতে কোনদিক দিয়ে মোনা ভেবেই পায় না।
যদি মনে না থাকে! যদি ভুলে যায়! নাহ্ তাই কি হয়!
আজ মোনার হাওয়া ঘর আলোয় ভরে গেছে, মিষ্টি সুবাস ভরা বাতাস পাগলের মত লুটিয়ে পড়ছে মোনার পায়ে, চুলে, পোশাকের প্রান্তে। প্রজাপতির মত মোনা নেচে বেড়ায় পুরো ঘর। আজ মোনার বড় সুখের দিন! সেই সুখে নীল ডানার পাখিটাও গেয়ে চলেছে...টুইইইই...
'মোনা, আমি আজ ফিরতে পারবো না সোনা। তুমি খেয়ে-দেয়ে শুয়ে পড়ো, ওকে?' ফিরবে না...ফিরবে না...কি রিপোর্ট এসেছে টেস্টে?
তাড়াহুড়োয় ফ্রাইং প্যানের উপরটায় আগুন উঠে গেছে কেমন! উহ ছড়িয়ে পড়ছে! মোনার ঘরের ধবধবে সাদা পর্দা দাউ দাউ করে কমলা হয়ে গেল।
'আজকের দিন তুমি বাইরে থাকবে?'
'কেন? আজকে আবার কি?'
ভুলে গেলে আসিফ! ভুলে গেছো? ওহ আগুনটা কেউ নেভায় না কেন? মোনার সাজানো ঘরটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে! হাওয়ায় কণা কণা ছাই উড়ছে কেবল। হাওয়া ঘরের রঙ মুছে গেছে...ফুলের মিষ্টি সুবাস নেই...তীব্র পোড়া গন্ধ কেবল...
ক্লান্ত বিধ্বস্ত মোনা লুটিয়ে পড়ে মেঝেয়!
০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩১
সমুদ্র কন্যা বলেছেন: লেখা কি এত কিছু মেনে হয় না কি? যা আসে মাথায়, তাই! লেখা কেমন হইসে সেটাতো বল।
২| ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৩৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তাঁড়াহুড়া করে শেষ করেছেন নাকি?
১০ এ ৭ দিবো, আরও ভালো করার স্কোপ আছে, দুইটা চরিত্র নিয়ে কাজ করতে পারতেন আরেকটু মনে হয়
০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৪৫
সমুদ্র কন্যা বলেছেন: ১০ এ ৭! আমার কোন লেখা এত নম্বর পেয়েছে নাকি কখনো!
নাহ তাড়াহুড়ো করি নাই। আমার দিক থেকে সবটুকু দিয়েছিতো।
থ্যাংকস নাহোল। এই প্রথম মনে হয় তুমি নিজের ইচ্ছায় আমার লেখায় কমেন্ট করলা!
৩| ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৪৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এখন একটু বেশি আপন হইতেছেন তাই :!>
০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৩
সমুদ্র কন্যা বলেছেন: তবেরে পাজী, নচ্ছার, হতচ্ছাড়া...আগে কি আপন ছিলাম না নাকি??
৪| ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:১৯
নস্টালজিক বলেছেন: শুরুর ভার্সটা অদ্ভুত সুন্দর!
চোখের সামনে দৃশ্যটা দেখলাম!
শুভ ভোর!
০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৩
সমুদ্র কন্যা বলেছেন: কিন্তু শুরুর ভার্সটা লিখে আমি আধা ঘন্টা বসে ছিলাম পছন্দ হচ্ছিল না বলে।
ধন্যবাদ ভাইয়া।
শুভ সকাল!
৫| ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:২২
টুকিঝা বলেছেন: ................সুর আর ছন্দ আর আলো আর স্বপ্ন আর সুবাস................
দুজন যেন দুটো গুটু গুটু চড়ুই পাখি!
'ভয় হয়...বড্ড ভয়...ভীষণ অসহায় লাগে নিজেকে যখন তুমি থাকো না পাশে।'
হাওয়ায় কণা কণা ছাই উড়ছে কেবল। হাওয়া ঘরের রঙ মুছে গেছে...ফুলের মিষ্টি সুবাস নেই...তীব্র পোড়া গন্ধ কেবল...
শেষটা কেন কষ্টের??? অবশ্য বাস্তব গুলোও এরকম হয় কষ্টের!! নিজেকে উজাড় করে কাউকে ভালবাসা, একটা সময় পর সেই মানুষটার অন্যায় অবহেলা অথবা নির্লিপ্ততা! কষ্টের!
আমিও একটা হাওয়া ঘর রাখবো!! যেখানে জানালায় চোখ রাখলে হারিয়ে যাওয়া যায়!!!
অনেক ভাল লাগা আপুনি!
০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩১
সমুদ্র কন্যা বলেছেন: বাস্তবটা কষ্টের হতেই হবে এমন কোন কথাতো নেই। এমনও কিন্তু না যে মোনা সুখী নয়। কিন্তু ওর খুব গভীরে কিছু অতৃপ্তি ওকে কষ্ট দেয়।
একটা হাওয়া ঘর! একটা হাওয়া ঘর কি আমাদের সবারই নেই!
অনেক ধন্যবাদ টুকি।
শুভেচ্ছা।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৫৭
শোশমিতা বলেছেন: গল্প অনেক ভালো লাগলো!
তবে অনেক মন খারাপ হয়ে গেল
০৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২০
সমুদ্র কন্যা বলেছেন: আহা মন খারাপ করে দিলাম!
থ্যাংকস শোশমিতা।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:৫১
মাহবু১৫৪ বলেছেন: কষ্ট পেতে ইচ্ছে করে না। কিন্ত
পোস্টে ++++++
০৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২১
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মাহবু।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:০৫
জিসান শা ইকরাম বলেছেন: দৃশ্যগুলোর বর্ণনা খুব সাবলীল ছিল। পড়ার সময় চোখের সামনে দেখতে পাচ্ছিলাম গল্পটা। শেষে এসে মন খারাপ হয়ে গেল। শুভ কামনা।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৮
সমুদ্র কন্যা বলেছেন: মাঝে মাঝে চোখ বুজে এমনি একটা হাওয়া ঘর দেখি আমি, স্বপ্নময় আলো যে ঘরে লুটোপুটি খায়!
অনেক ধন্যবাদ জিসান ভাইয়া।
ভাল থাকবেন।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৮
হাসান মাহবুব বলেছেন: হাওয়াঘর কনসেপ্টটা বেশ ভালো লাগসে ম্যাডাম। গল্পটা অনেকটা আপনার পুরোনো লেখাগুলোর মত হতে হতেও হয় নাই এই কারণে। ছালাম।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৪
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ জনাব!
হতে হতেও পুরনো লেখার মত হবে কি করে? পুরনো আমি কি আর আছি! :#>
১০| ০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৩
সাইফুলহাসানসিপাত বলেছেন: দুজন যেন দুটো গুটু গুটু চড়ুই পাখি!
মেয়েটা বড্ড বেশি অভিমানী ।
ভাল লাগল , আপু ।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ সাইফুলহাসানসিপাত।
ভাল থাকা হোক।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৩
নিপাট গর্দভ বলেছেন: ফুডু-টা জুশ
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: আর লেখাটা!
১২| ০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৩
সায়েম মুন বলেছেন: প্রথম দিকে সুরেলা কথাগুলো ভালো লাগছে।
শেষে এসে এরাম হৈল। ভাবছিলাম সুখী এন্ডিং দিবেন
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: হু...সুরেলা কথাতো আপনার ভাল লাগবেই!
সব গল্পের কি আর সুখী এন্ডিং হয় বলেন!
ভাল থাকবেন মুন।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো খুব।
কিন্তু মন খারাপ।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৫
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়।
শুভেচ্ছা।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৪
কি নাম দিব বলেছেন: ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৫
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ কিনাদি।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১২
নেক্সাস বলেছেন: smudro konna val Achen?
likhati sundor hoyeche.
blogio jiboner shesh din priyo bloger hisebe visit kore gelam. valo thakben.onek suvokamna
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:১৯
সমুদ্র কন্যা বলেছেন: ব্লগীয় জীবনের শেষ দিন! কেন?
ভাল থাকবেন নেক্সাস।
অনেক অনেক শুভকামনা।
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৩
পাগলমন২০১১ বলেছেন: অনেক যত্নে লিখেছেন তাই যত্ন সহকারে পড়লাম।
খুব ভাল লাগলো।ভাল থাকুন সবসময়ের জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: যত্ন সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ পাগলমন।
শুভেচ্ছা রইল।
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৫
ভিয়েনাস বলেছেন: এমন চমৎকার শুরুটা শেষে এসে মন খারাপ করে দিল । সুন্দর সাবলিল গল্প ভালো লাগলো।
প্লাস রইলো ।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২০
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস।
ভাল থাকবেন।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৮
শিশিরের শব্দ বলেছেন: Chobita onek shundor..r golpotao chomotkar..
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২০
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ শিশিরের শব্দ।
আপনার প্রো-পিকটা খুব সুন্দর!
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৪
মেমনন বলেছেন:
গল্পের শেষটা বদলে যাক, মোনার কোলজুড়ে আসুক আদিত্য।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২২
সমুদ্র কন্যা বলেছেন: গল্পের শেষটায় কি আছে কে-ই বা বলতে পারে! মোনা তার কল্পনার জগতে, হাওয়া ঘরে কতকিছুই সাজিয়ে নিতে পারে। তবু...আশা করি ভাল কিছুই হোক!
ভাল থাকবেন।
২০| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১০
ইলুসন বলেছেন: রাগ করবেন না আপু, আমি আপনার লেখার একজন ফ্যান। এই গল্পটা আগের গুলার মত ভাল লাগে নাই আমার কাছে। একটু বেশি ছোট মনে হইছে, আর সাদামাটা কমন কাহিনী মনে হইছে- একটা মহিলার বাচ্চা হয় না দেখে সে হতাশাতে ভুগে। যাইহোক হয়ত এভাবে লেখার কোন কারণ আছে, আমি একটু কম বুঝি এসব।
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৫
সমুদ্র কন্যা বলেছেন: আরে ভাইয়া রাগ করবো কেন! খুব খুশি হয়েছি সরাসরি বলেছেন বলে। সব গল্পই কি আর একরকম হয় বলেন! গল্প ভাল হতেই হবে, এমন চিন্তা নিয়ে আসলে আমি লিখি না। ওই মূহুর্তে ঠিক যা অনুভব করি, তাই লিখি।
এই গল্পটা একটু ছোটই হয়েছে। আর কাহিনীটাও হয়তো বেশ সাদামাটা।
তবে ব্যাপারটা এমন না যে কেবল বাচ্চা হয় না বলে সে হতাশায় ভুগছে। তার জীবনের কিছু অতৃপ্তি আছে, কিছু স্বপ্ন আছে যা সে পূরণ করতে পারে নি। যে কারণে সে একটা কল্পনার জগৎ তৈরি করে নিয়েছে, যেখানে তার পূরণ না হওয়া ইচ্ছাগুলো সে কল্পনায় পূরণ করে নেয়। আবার তার বাস্তব জীবনের অবস্থাও সেখানে প্রভাব ফেলে। আর একটা সময়ে দেখা যায় দুটো জগৎ মিলে-মিশে একাকার হয়ে যায়। এই হল মূল কথা।
শুভেচ্ছা ইলুসন।
২১| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৪
রেজোওয়ানা বলেছেন:
শুরু সিকোয়েন্স গুলো চমৎকার ছিল, শেষটা আরও একবার টাচ দেবেন নাকি?
শুভ রাত
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৩
সমুদ্র কন্যা বলেছেন: শেষটা আসলেই কেমন যেন হয়ে গেছে, তাই না আপু?
চেষ্টা করবো যদি কিছুটা পরিবর্তন আনা যায়।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
২২| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৫৩
নাঈম আহমেদ আকাশ বলেছেন: শুরুর দিক টা এত সুন্দর যে আমার চোখের সামনে ঘটনাগুলা আবর্তিত হচ্ছে । ভালো লাগল ।
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৫
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আকাশ।
ভাল থাকবেন।
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৪
জলমেঘ বলেছেন: শুরুটা মন ছুয়ে গেলো আর শেষে এসে মনটা খারাপ করে দিলো। তবে লেখাটা খুব সুন্দর। স্বপ্ন স্বপ্ন মায়া মায়া। ভালো লাগলো।
১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জলমেঘ। হাওয়া ঘর ভাবলেই আমার এমন স্বপ্ন স্বপ্ন মায়া মায়া কিছু একটার কথা মনে পড়ে যায়। অনেক আলো, এলোমেলো বাতাস, আর মিষ্টি একটা ঘ্রাণ.........
ভাল থেকো।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩১
শায়মা বলেছেন: হাওয়া ঘরে বসে একটা গান গাইতে পারতো মোনা
তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন
তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন .....
মোনার দুঃখবিলাস বা সত্যিকারের দুঃখ গুলো একদম ছুঁইয়ে দিলে কন্যা।
১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৫
সমুদ্র কন্যা বলেছেন: হাওয়া ঘর নিয়ে একটা গান আছে আপু, আনুশেহ আর বুনোর গাওয়া। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না।
ধন্যবাদ আপু।
শুভকামনা রইল।
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩০
মাহমুদা সোনিয়া বলেছেন: প্রথম দিকটা অনেক ভালো লাগলো। রোমাঞ্চ গুলা সুন্দর :#> :#> :#> :#> সব মিলিয়ে সুন্দর, সুইটহার্ট।
১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৫
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস সোনিয়া
শুভ সকাল।
২৬| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হুম... লেখাটার মধ্যে একটা মুভি মুভি ভাব আছে। ফিনিশিং এর স্টাইলটা ভালো হয়েছে। ... আমার প্রায়ই এমন একজন মেয়ের গল্প লিখতে ইচ্ছে করে যে খুব নিঃসঙ্গ, ঘরে বসে বসে একা একা যার সময় কাটে না। বাস্তব কোনও চরিত্রের কথা নয়, নেহাতই গল্প।
১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭
সমুদ্র কন্যা বলেছেন: লিখে ফেলো না, নেহাতই একটা গল্প
তোমাকে বলেছিলাম না নাটকটার কথা, কেমন যেন ঘোর ঘোর ছিল নাটকটা। লিখতে বসে আমি যেন ওটাই দেখতে পাচ্ছিলাম।
থ্যাংকস!
২৭| ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩৫
শত রুপা বলেছেন:
তালুতে সমুদ্র এঁকে কি নেবে নাও........।
ভালো লাগলো............
আমি সকলকেই গালাগালি করি, এখন> কেন?>আমি জানিনা
Click This Link
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ শতরূপা।
২৮| ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২০
চতুষ্কোণ বলেছেন: ভালো লাগলো খুব।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস চতুষ।
২৯| ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৬
ইলুসন বলেছেন: একটু আগে একটা পোস্ট থেকে জানতে পারলাম হামা ভাই আর আপনার বিয়ে। শুভ কামনা রইল আপু।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫০
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ইলুসন।
৩০| ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩২
অন্ধ দাঁড়কাক বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫১
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ।
৩১| ১৩ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৪
মুনসী১৬১২ বলেছেন: শুভ কামনা
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫২
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মুনসী।
৩২| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৮
পাগলমন২০১১ বলেছেন: অভিনন্দন নব জীবন সুখের হোক।
দোয়া করি হামা ভাইকে নিয়ে সুখে থাকুন সব সময়।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা আপনাকেও।
৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪০
ফাইরুজ বলেছেন: অভিনন্দন। যুগল পথ চলা আনন্দময় হোক।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ফাইরুজ।
ভাল থেকো অনেক।
৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৯
ফেরদৌসী বলেছেন: দারুন খবর....
প্রানঢালা অভিনন্দন,শুভেচ্ছা আর দোয়া....
দাওয়াত খেতে ইচ্ছে হচ্ছে... :-
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৬
সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফেরদৌসী।
৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৬
সালমাহ্যাপী বলেছেন: গপ্লটা সুন্দর কিন্তু মন খারাপ হয়ে গেল!!!
আপনাদের দুজনকেই অনেক অনেক শুবকামনা আপি।
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৮
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ সালমাহ্যাপী।
দোয়া করবেন।
৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৩৭
ভিয়েনাস বলেছেন: অনেক অনেক শুভ কামনা আর শুভেচ্ছা আপনাদের ২জনের জন্য । শুভ হোক যুগল জীবন
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস।
শুভ হোক।
৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:১০
শোশমিতা বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০০
সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর কার্ডটা শোশমিতা।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন ।
৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৪
আহমেদ চঞ্চল বলেছেন: পড়ে দেখুন--
Click This Link
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০০
সমুদ্র কন্যা বলেছেন: :-<
৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৮
নাআমি বলেছেন: চমৎকার গল্প ! অনেক ভাল লাগলো......
অভিনন্দন দুজনকেই, ভাল থাকেন সারাজীবন.......
১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০১
সমুদ্র কন্যা বলেছেন: আপু তুমি আমাকে আপনি বলতেছো!!
অনেক ধন্যবাদ আপু।
ভাল থেকো।
৪০| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০৭
নাআমি বলেছেন: সরি, সরি, সরি আপুটা........আসলে লেখার সময় মাথার মধ্যে তুমি আর হামা ভাই দুজনেই ছিলে আর হাসান ভাইকে আপনি করে বলি বলে "আপনি" চলে এসছে, নিজেও খেয়াল করিনি......
কেমন আছ তোমরা ? ইস, দুজনকে একসাথে একটু যদি দেখতে পেতাম সামনাসামনি ! তোমরা জাননা, দুজনেই কত প্রিয় আমার ! অনেক অনেক খুশী হয়েছি, আল্লাহ্ যেন তোমাদের সারাজীবন অনেক সুখে রাখেন......।
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। তুমিও ভাল থেকো অনেক।
৪১| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৫
মিরাজ is বলেছেন: এমন কাম্য নয় কখনো...... গল্পটা বরাবরের মত সুন্দর।
অটঃ অভিনন্দন এবং শুভকামনা আপু।
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মিরাজ।
ভাল থেকো।
৪২| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৫
শাহেদ খান বলেছেন: সবশেষে, দুঃখই কেন????
ওরা ভাল থাকুক...
আপনারাও। শুভকামনা !
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৩
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ শাহেদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মন খারাপ লেখা লিখবেন না এখন দয়া করে