![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................
জেস এবং লেসলি, দুই কিশোর-কিশোরীর গল্প নিয়ে সিনেমা Bridge to Terabithia. গ্রামের গরীব এক পরিবারের ছেলে জেস। বিশাল পরিবারের দায় কাঁধে দুঃশ্চিন্তাগ্রস্ত বাবা, সারাক্ষণ বিরক্ত করতে থাকা বড় চার বোন, ইঁচড়ে পাকা স্কুলের বন্ধুরা...সবার চেয়ে জেস আলাদা। সে থাকে নিজের মনে, একা একা ঘুরে বেড়ায়, ছবি আঁকে, বিশাল খোলা মাঠে দৌড় প্র্যাকটিস করে। পুরো গ্রীষ্ম জুড়ে সে স্কুলের দৌড় প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য প্র্যাকটিস করে গেল, কিন্তু শেষ মুহূর্তে স্কুলে নতুন আসা মেয়ে লেসলির কাছে হেরে গেল জেস। লেসলি শহরের মেয়ে, তারা ধনী...তারপরও কেমন করে যেন ওদের দুজনের খুব বন্ধুত্ব হয়ে গেল। ওরা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করে নিল। বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, মাঠ পেরিয়ে, ছোট্ট একটা জলার ওপারের জায়গাটা হল তাদের কল্পনার রাজত্ব, টেরাবিথিয়া। তারা দুজন সেখানকার রাজা-রাণী। তাদের যুদ্ধ সব দৈত্য-দানব, রাক্ষস-খোক্কসের সাথে।
খুবই সাধারণ একটা সিনেমা। খুব চেষ্টা করা হয় নি দৈত্য-দানবগুলোর এ্যানিমেশন বাস্তবসম্মত করে তুলতে। অন্য চরিত্রগুলোও যে খুব ভাল অভিনয় করেছে, তাও না। তবে এই দুই কিশোর-কিশোরী তাদের ভূমিকায় ছিল অসাধারণ। আর এই আপাত সাধারণ, সাদামাটা সিনেমাটাই আমার কাছে অসাধারণ মনে হয়েছে। কতবার যে দেখেছি মুগ্ধ হয়ে! কারণ সিনেমাটা, জেস এবং লেসলি দুজনকেই আমার অনেক আপন মনে হয়েছে। আমার ছোটবেলাটা মনে করিয়ে দিয়েছে। এইরকমই কল্পনাপ্রবণ ছিলাম আমি আমার শৈশবে। কত কি অদ্ভুত কল্পনায় বুঁদ হয়ে থাকতাম সবসময়! কল্পনাগুলো এমন ছিল যে ভাবতে ভাবতে একটা সময় মনে হতো বুঝি সত্যিই এটা ঘটছে।
রহস্য পত্রিকায় একটা খবর এসেছিল, আমেরিকার কোন অঙ্গরাজ্যে নাকি পরী দেখা গেছে। ছোট্ট ছোট্ট পরীর ঝাপসা ছবিও দিয়েছিল। লোডশেডিং হলে জানালার গ্রীলে পা তুলে দিয়ে চাঁদের আলোয় কতদিন পরী দেখার চেষ্টা করেছি! টিংকার বেলের মত ছোট্ট ঝাপসা শরীরের পরীর সাথে বোধহয় দেখাও হয়েছিল কোন কোন দিন।
'গালিভার'স ট্রাভেলস' বইটা পড়ার সময় লিলিপুটদের দেখার খুব ইচ্ছে হতো। গরমের অলস দুপুরগুলোয় সবাই যখন ঘুমায়, খুটুর মুটুর করতে করতে কল্পনা করতাম বাসার পাশের ড্রেন দিয়ে ভাসতে ভাসতে লিলিপুটদের জাহাজটা চলে আসবে আর আমিই একমাত্র তাদের দেখতে পাবো। খাটের নিচে জুতার বাক্সে ওদেরকে ঘরবাড়ি বানিয়ে দিলেই আপাতত থাকতে পারবে। আর কেমন করে মামনির চোখের আড়ালে রাখা যায়, সেটা নিয়েও ব্যাপক চিন্তা করতে হতো।
'নোঙর ছেঁড়া' বইটা পড়ে খুব শখ হতো দলবল নিয়ে জাহাজে ভেসে জনমানবহীন কোন দ্বীপে হারিয়ে যাওয়ার। রবিনসন ক্রুসোর মত একলা যাওয়ার ইচ্ছা কখনো হয়নি। একলা কোন মজা আছে নাকি!
'গার্ল ফ্রম টুমরো' বা 'স্পেলবাইন্ডার' আমার অনেক পছন্দের সিরিয়াল ছিল। খুব স্বপ্ন দেখতাম একটা টাইম মেশিনের, যাতে করে আমি ট্রাভেল করতে পারবো...না, কখনো ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা হয় নি আমার। আমি যেতে চাইতাম টিপু সুলতানের মত রাজা-বাদশাহদের আমলে। এমনকি ব্রিটিশ আমলে যেয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার স্বপ্নও দেখেছি কত! অতীতের মানুষদের ভবিষ্যতের আধুনিক সব যন্ত্রপাতি, জামাকাপড়, চালচলন দেখিয়ে ভড়কে দেয়ার মজাই আলাদা।
ম্যারিয়েন হয়ে রবিন হুডের সাথে কত বনে-বাদাড়ে ঘুরে বেড়িয়েছি! 'আলিফ লায়লা'র মত কত জাদুকর, দৈত্য-দানব নিয়েও কল্পনা করতাম।
কল্পনা করতাম মানুষের মনের কথা বুঝতে পারছি। তারা কোন কাজ করবার আগেই তাদের মনের কথা বলে দিয়ে খুব বোকা বানিয়ে দিচ্ছি।
যখন 'টুকুনজিল' পড়লাম আমার খুব শখ হয়েছিল ওইরকম ভিনগ্রহবাসী একটা বন্ধুর। আর তাকে দিয়ে মনে মনে কত কাজই না করিয়ে নিতাম! একবার পরীক্ষায় খারাপ করে টুকুনজিলকে দিয়ে পরীক্ষার খাতাটা ঠিক করানোর খুব শখ হয়েছিল। আফসোস সেটা সম্ভব হয় নাই!
এইরকমই ছোটখাটো, বড় সড় আরো কত রকমের কল্পনার জালই না বুনেছি একটা সময়ে। টেরাবিথিয়ার মত একটা নিজস্ব স্বপ্নরাজ্য আমারও ছিল, যেখানে আমি চাইলেই হারিয়ে যেতে পারতাম আর রঙ-বেরঙের স্বপ্ন দেখতে পারতাম।
এই লেখাটা আমার মেয়ের জন্য। সময়ের সাথে তাল মিলিয়ে সে নিশ্চয়ই আমাদের তুলনায় অনেক আধুনিক হবে, খুব ছোট বয়সেই টেকনোলজির জ্ঞান তার হয়ে যাবে, যেকোন কিছুর কার্যকারণ সে জানতে পারবে। তারপরও, এসব কিছুর আগে তার শৈশবটা যেন নানা রঙের কল্পনায় রঙিন হয়ে থাকে। সে যেন স্বপ্ন দেখতে শিখে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়।
কমেন্টের অপেক্ষায় রইলাম।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
খুব সুন্দর মুভি Bridge to Terabithia, এখনও মাঝে মাঝে মুভিটি দেখি।
'গার্ল ফ্রম টুমরো' র এলেনাকে এখনও মনে পড়ে............
আপনার চমৎকার লেখায় ভালোলাগা রেখে গেলাম।
আর আপনার মেয়ের জন্যে শুভকামনা..........
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল।
শুভ বিকেল!
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক দিন পর আপু, দেখে ভালো লাগলো।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
সমুদ্র কন্যা বলেছেন: হ্যাঁ অনেকদিন পর.....
ধন্যবাদ ইভান।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
চেয়ারম্যান০০৭ বলেছেন: পপিন্স মামনির জন্য অনেক অনেক আদর এবং দোয়া রইলো।
শুভকামনা সবসময়ের জন্য।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ চেয়ারম্যান।
ভাল থাকুন আপনিও।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মা মণির জন্য শুভকামনা।
তার শৈশব পূর্ণ হোক নানা কল্পনায়, সৌন্দর্যে।
বেড়ে উঠুক আপন আনন্দে, মা-বাবার দৃষ্টি সুখে।
শুভ কামনা, আপু।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ দূর্জয়।
আপনার শুভকামনা সত্যি হোক।
ভাল থাকবেন।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
অবুজ সাথী বলেছেন: চমৎকার! স্বপ্নরাজ্যে ঘুরে এলাম। মুগ্ধ হলাম! এই লেখাটা আমার মেয়ের জন্যও।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১
সমুদ্র কন্যা বলেছেন: আপনার মেয়ের জন্য শুভকামনা রইল অবুঝ সাথী।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
নীল-দর্পণ বলেছেন: গুটুলি-পুটুলি সোনামনিটার জন্যে অনেক আদর ও শুভকামনা
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২
সমুদ্র কন্যা বলেছেন: গুটুলি পুটুলি নীলু খালামণিটার জন্যও অনেক আদর দিয়েছে মিতিন
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
তানিয়া হাসান খান বলেছেন: আপনার চমৎকার লেখায় ভালোলাগা রেখে গেলাম।
আর আপনার মেয়ের জন্যে শুভকামনা..........
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ তানিয়া হাসান।
শুভেচ্ছা আপনাকে।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
তিমিরবিদারী বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ তিমিরবিদারী।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
ছাই তানিম বলেছেন: সিনেমাটা দেখার পর লেসলির মত একটা মেয়েবন্ধুর অভাবে মনটাই খারাপ হয়ে গেছে !!
যাই হোক, এত সুন্দর একটা মুভি নিয়ে রিভিউ দেয়ার জন্য প্লাস !!
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ তানিম।
শুভকামনা।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সায়েম উর রহমান বলেছেন: It's a nice movie ...
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭
সমুদ্র কন্যা বলেছেন: ইয়েস ইট ইজ...
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো খুব
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ লাইলী।
ভাল থাকবেন।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
সায়েম মুন বলেছেন: মুভিটা দেখা হয়নি। আশা করি একদিন হাতের কাছে পেয়ে যাবো।
আপনি কেমন আছেন ডটার অব দি সি?
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯
সমুদ্র কন্যা বলেছেন: আশা করি এতদিনে মুভিটা হাতের কাছে পেয়ে গেছেন আর দেখেও নিয়েছেন
ভাল আছি।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
ওই চোরা বলেছেন:
অনেক চমৎকার একটা মুভি, মাস দুয়েক আগেই দেখেছি
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯
সমুদ্র কন্যা বলেছেন:
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
স্বপনবাজ বলেছেন: পোষ্ট পড়ে খুব লোভ হচ্ছে মুভিটি দেখার !
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯
সমুদ্র কন্যা বলেছেন: দেখে ফেলুন। ভাল লাগবে
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
নস্টালজিক বলেছেন: সুন্দর!
আমার বড় আম্মা সুন্দর!
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০
সমুদ্র কন্যা বলেছেন: আপনার বড় আম্মা পুরাই ঘোড়েল!
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
আমিনুর রহমান বলেছেন: মামুনি'র জন্য শুভ কামনা।
পোষ্টে +++
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর।
শুভেচ্ছা।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ইলুসন বলেছেন: হামা ভাই আর আপনাকে অভিনন্দন।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ইলুসন।
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
২১| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
এরিস বলেছেন: লেখা পড়েই মুভি দেখা হয়ে গেছে। আপনি খুব সুন্দর বর্ণনা করতে পারেন!! দোয়া করি, আপনার পরীটা যেন আপনার মতো মুগ্ধতা নিয়ে পৃথিবী দেখে, সে যেন স্বপ্ন দেখতে শেখে।
৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ এরিস।
শুভেচ্ছা।
২২| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৮
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।
ভালো থাকুন ।।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:১০
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া।
আপনিও ভাল থাকুন।
২৩| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কয়েক মাস আগে দেখছি তবে এর চেয়ে লিটল ম্যানহাটনটা ভাল লাগছে, ফ্লিপড ও।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:২৮
সমুদ্র কন্যা বলেছেন: লিটল ম্যানহাটন বা ফ্লিপড অন্য ধাঁচের। ও দুটো নিয়েও লিখেছি আগের পোস্টেই।
ধন্যবাদ বর্ষণ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বহুদিন পর সমুদ্র কন্যা আপু!
দেখেই ভালোলাগছে।।
পোস্ট পড়ে জানাচ্ছি।