![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের রাইজ অ্যাওয়ার্ড পেয়েছে মুক্ত জ্ঞানের আসর শিক্ষক ডট কম (http://www.shikkhok.com)। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা বিস্তারের জন্য কাজ করা কার্যকর প্রকল্পগুলোকে গুগল এই পুরস্কার দিয়ে থাকে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে পাঁচ হাজার ডলার পাবে শিক্ষক ডট কম। প্রবাসী বাংলাদেশি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান সাইটটি পরিচালনা করেন। পাশাপাশি তিনি ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার বুরোক্র্যাট এবং ইংরেজি উইকিপিডিয়ার প্রশাসক। ২০১২ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করে শিক্ষক ডট কম নামের ওয়েবসাইটটি। ‘বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা’ স্লোগানে চলতে থাকা ওয়েবসাইটটিতে বর্তমানে বিভিন্ন বিষয়ে ২৫টি কোর্সে প্রায় ২০ হাজার নিবন্ধিত শিক্ষার্থী নানা বিষয়ে শিখছে। এ ছাড়া, এই সাইটে প্রতিদিন ক্লাস করতে আসছেন তিন হাজারের বেশি শিক্ষার্থী।
গতকাল রাগিব হাসান প্রথম আলোকে বলেন, ‘বাংলায় মুক্ত জ্ঞানের যে আসর আমি গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম, এই ওয়েবসাইটের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়নই ঘটেছে।’ এবারের গুগল রাইজ অ্যাওয়ার্ডের জন্য সারা বিশ্বের ৮০০ প্রকল্পের মধ্যে যাচাই করে মাত্র ৩০টি প্রকল্পকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রথম কোনো প্রকল্প এই পুরস্কার পেল।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
সাদা রং- বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
এম হুসাইন বলেছেন: শেয়ারের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
নিষিদ্ধ আমি বলেছেন: ভালো খবর তো, শেয়ার করার জন্যে ধন্যবাদ!