নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা রং-

আমি একজন সাদা মনের মানুষ। অপরের দুঃখ কষ্ট দেখলে খারাপ লাগে।

সাদা রং- › বিস্তারিত পোস্টঃ

ফাঁসির অভিনয় করতে গিয়ে কিশোরের মৃত্যু।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

কোম্পানীগঞ্জে ফাঁসির অভিনয় করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ লবণ ব্যাপারী বাড়ির আবদুর রহমান সাকিল (১৩) রোববার রাত ৮টায় তার নিজ বাড়ির সামনে একটি মোটা বাঁশের সঙ্গে ফাঁসির অভিনয় করতে গিয়ে আকস্মিকভাবে পা পিছলে যাওয়ায় তার গলায় ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যসহ এলাকাবাসী দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাকিলের মামা বেলাল হোসেন জানান, কি কারণে সে এই ফাঁসির অভিনয় করতে গেল তা আমার জানা নেই। সম্ভবত বিভিন্ন চ্যানেলে ফাঁসির প্রতীকী মঞ্চ দেখে সে উৎসাহিত হয়ে বাড়ির সামনে থাকা বড় একটি কাপড় শুকানোর বাঁশের সঙ্গে বড় বোনের ওড়না দিয়ে ফাঁসির অভিনয় করতে গিয়েছিল। সাকিলের পিতা-মাতা দু’জনেই মৃত। সে উপজেলার মাদরাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল। শাকিলের বড় ভাই সবুজ জানান, আমি তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে সবাইকে ডাকাডাকি করতে থাকি। কোম্পানীগঞ্জ থানার এসআই সুধীর কুমার বড়ুয়া জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। মামলা নং ০১, ২৪-০২-২০১৩।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

htusar বলেছেন: খারাপ লাগলো।

২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

এসএমফারুক৮৮ বলেছেন: ঘটনাটি মর্মান্তিক।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২

সাদা রং- বলেছেন: হাঁ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.