নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা রং-

আমি একজন সাদা মনের মানুষ। অপরের দুঃখ কষ্ট দেখলে খারাপ লাগে।

সাদা রং- › বিস্তারিত পোস্টঃ

ইলিশের নামে প্রতারণা!

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১





ইলিশের নামে ওমান থেকে আমদানি করা স্বাদহীন চান্দিনা মাছের দেদার বিকিকিনি চলছে বাজারে। ইলিশ মাছের চেয়ে দাম অনেক কম এবং দেখতে ইলিশের মতো হওয়ায় সহজে বিক্রি হচ্ছে এই মাছ। কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারার কারণে খুচরা বিক্রেতারাও এই ব্যবসায় ঝুঁকছে। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।



গতকাল ফিশারিঘাট ঘুরে দেখা যায়, প্যাকেট ভর্তি বক্সে করে আনা হয়েছে এসব ‘ইলিশ চান্দিনা’। প্রতিটি বক্সে আছে ১০ কেজি, ২০ কেজি ও ৩০ কেজি করে। দেখতে এ মাছ হুবহু ইলিশের মত। কিছু আড়তে এই মাছ ইলিশের মত সারি সারি করে রাখা হয়েছে। ওমান থেকে আমদানি করা হয়েছে এসব মাছ। আর ফিশারিঘাট থেকে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে চান্দিনা। ফিশারিঘাটে প্রতিদিন ৬ থেকে ৭ টন চান্দিনা বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।



ফিশারিঘাটের আড়তদার মোহাম্মদ আলী সওদাগর সুপ্রভাতকে বলেন, ‘এটা একধরনের সামুদ্রিক মাছ। যা ভিয়েতনাম, ওমানসহ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। দেখতে এটা হুবহু ইলিশের মতো। ইলিশ আর এই মাছের মধ্যে কোন ভিন্নতা পাওয়া যাবে না। তবে স্বাদে ভিন্নতা রয়েছে। আমরা এই চান্দিনা মাছ আকারভেদে কেজি ১০০ টাকা থেকে ১৫০ টাকা দরে বিক্রি করি। ইলিশের কোন স্বাদ এই মাছে পাওয়া যাবে না।’



পাইকারি মাছ ব্যবসায়ী কাজী মোহাম্মদ মাসুম বলেন, চট্টগ্রামের বাজারে চান্দিনা ইলিশ অনেক সাধারণ ক্রেতাই চেনেন না। মাছগুলো দেখতে জাটকা ইলিশের মতো। তবে এগুলো জাটকা মাছ নয়। ওমান থেকে এসব মাছ আমদানি করা হয়েছে। না চেনার কারণে অনেক সময় বিক্রেতারা ইলিশের দামেই এ মাছ বিক্রি করে।’



ক্রেতা মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে করেছে বলে ৮০০ টাকা দিয়ে নিয়ে এলাম। কিন্তু কোন স্বাদ পেলাম না। পুরো টাকাটাই যেন জলে গেল। আগে জানতাম না এই মাছ ইলিশ না। ইলিশ বলে বিক্রেতা আমার সাথে প্রতারণা করেছে। কিন্তু এটা চেনার কোন উপায় তো নেই।’

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

অদৃশ্য বলেছেন:




আরেব্বাস.... জানা ছিলোনা.... দারুন একটি খবর জানলাম...


শুভকামনা...

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

সাদা রং- বলেছেন: পহেলা বৈশাখের ইলিশ যারা খাবেন তারা মাথায় রাখবেন।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

বিডি আমিনুর বলেছেন: অনেকেই ইলিশ ভেবে কিনে ধরা খাচ্ছে ।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪

ঢাকাবাসী বলেছেন: একটা ভাল তথ্য জানলাম, আপনাকে ধন্যবাদ।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

রাফিউল আলম ইমন বলেছেন: আপনার পোস্ট ভালো লাগলো… ভালো লিখেছেন, শুভকামনা এবং + …সাথে থাকুন… :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

গুরুজী বলেছেন: কোনডা ইলিশ কোনডা চান্দিনা চিনমু কেমনে?

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

সাদা রং- বলেছেন: আপাত দৃষ্টিতে বুঝা না গেলেও খাবার সময় ঠিক চিনবেন।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

সাদা রং- বলেছেন: হালকা পেপে কালারের চুলে কি দিলেন?

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

কদমা বলেছেন: তাই নাকি !!!!

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

নীল বেদনা বলেছেন:
চান্দিনা সাইজে জাটকা কিন্তু পেটে ডিম থাকে। ইলিশের জাটকার পেটে ডিম থাকার কোন প্রশ্নই আসে না, কারন জাটকা হচ্ছে অপূর্নাঙ্গ মাছ।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

সাদা রং- বলেছেন: এটা খেয়াল করি নাই তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.