নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা রং-

আমি একজন সাদা মনের মানুষ। অপরের দুঃখ কষ্ট দেখলে খারাপ লাগে।

সাদা রং- › বিস্তারিত পোস্টঃ

এ কেমন ভালোবাসা (দুই রেখার এক স্বামী)

২৬ শে জুন, ২০১৩ সকাল ৯:৫২

ভারতে দুই রেখার এক স্বামী। হিন্দি সিনেমার মতো ঘটে গেছে এ কাহিনী। জয়পুরের উদয়পুরে একই যুবককে ভালবাসত রেখা নামের দুই যুবতী। তাদের দু’জনেরই বয়স ২৫ বছর। তারা একটি উপজাতি গোষ্ঠীর। উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে মাকাদেব নামের মন্দিরে উপস্থিত হয়ে তারা ওই যুবককে বিয়ে করেছে। শনিবারের এ কাহিনী নিয়ে চলছে তোলপাড়। এর কারণ, দু’জন কনের নামই রেখা। তারা একই ব্যক্তিকে ভালবাসে। কেন তারা দু’জনে এক যুবককে বিয়ে করতে গেল। ওই যুবকের নাম ভগবতী লাল। তিনি স্থানীয় উপজাতি গোষ্ঠীর একজন গ্রাজুয়েট। পাশের চাতরপুরা গ্রামের রেখা কুমারি নামের এক যুবতীর সঙ্গে তার চার বছর ধরে প্রেম চলছিল। তারা ঘন ঘন দেখাসাক্ষাত করতো। গ্রামের সবাই তাদের এ সম্পর্কের কথা জানে। ওই গ্রামের রামবীর বলেন, তারা মনে করেছিলেন রেখা কুমারির সঙ্গে ভগবতী লালের শিগগিরই বিয়ে হতে চলেছে। কিন্তু এখন থেকে ছয় মাস আগে ভগবতীর ভাগ্যে জুটে যায় আরেক নারী। তার বাড়ি পাশের গ্রামের নাড়িতে। তার নামও রেখা। এ অবস্থায় ভগবতী লাল উভয় সঙ্কটে পড়ে যায়। তার মনে হতে থাকে তিনি পরের রেখাকেও ভালবাসেন। যখন রেখা কুমারি এ কথা জানতে পারে তখনই সে ভগবতী লালকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এ অবস্থায় ভগবতী লাল দ্বিধান্বিত হয়ে পড়েন। তিনি দু’যুবতীকেই মুখোমুখি দাঁড় করানোর সিদ্ধান্ত নেন। সেখানেই ঈর্ষান্বিত হয়ে তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি হন নি। ভগবতী লালকে স্বামী হিসেবে পেয়ে যাবেন রেখা কুমারি এ কথা মেনে নিতে পারছিলেন না রেখা। অন্যদিকে রেখাকেও ছাড় দিতে নারাজ রেখা কুমারি। ফলে বাধ্য হয়ে দু’জনেই সিদ্ধান্ত নিয়ে নেন তারা দু’জনেই ভগবতী লালকে বিয়ে করবেন। শেষ পর্যন্ত হলোও তাই। ভগবতীর বোন সাংনা দেবী বলেছেন, ওই দু’যুবতীই একসঙ্গে একই মন্দিরে গিয়ে তার ভাইকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:০৫

তামা বলেছেন: three-awesome :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-* :-* :-* :-* :-* :-*

২| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯

সাদা রং- বলেছেন: ভালোই বলছেন

৩| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:২১

শহিদশানু বলেছেন: বর্তমান পেক্ষাপটে বিষয়টি অস্বাভাবিক কিছুই না ।

৪| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:২৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে...

৫| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:২৭

সাদা রং- বলেছেন: ঐ ব্যাটাতো মারা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.