নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা রং-

আমি একজন সাদা মনের মানুষ। অপরের দুঃখ কষ্ট দেখলে খারাপ লাগে।

সাদা রং- › বিস্তারিত পোস্টঃ

সত্যজিৎ রায়ের বাক্স রহস্য অনেকে পড়েছেন কিন্তু জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বাক্স রহস্য এবার পড়ুন।

৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:০৭

জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য কেনা হয়েছে একটি যন্ত্র, যাকে বলা হয় অটোক্লেভ মেশিন। কোটি টাকা দামের যন্ত্রটির সরবরাহকারী হাসান এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গত বুধবার সন্ধ্যায় সেই অটোক্লেভ মেশিনসহ একটি বাক্স রেখে গেছে বিশেষায়িত ওই হাসপাতালে। পরদিন দুপুরে হাসপাতালের সার্ভে কমিটির তিন সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বাক্সটি খুলে দেখতে পান, ভেতরে ফাঁকা, কোনো যন্ত্র নেই!

কী তেলেসমাতি কাণ্ড!

সরকারি ক্রয়ের ক্ষেত্রে প্রতারণা বা ঠকানোর যেসব ব্যাপার সাধারণত ঘটে থাকে, সেসবের মধ্যে থাকে এক দেশের যন্ত্রের কথা বলে অন্য দেশের কম দামি অপেক্ষাকৃত নিম্ন মানের যন্ত্র সরবরাহ করা, যন্ত্রাংশ সরানো ইত্যাদি। কিন্তু কোনো যন্ত্রই নেই, স্রেফ ফাঁকা বাক্স সরবরাহ করা! এত বড় দুঃসাহস কোত্থেকে আসে?

ফাঁকা বাক্স রেখে গিয়ে ফাঁকি দেওয়াটাই যে শুধু তেলেসমাতি, তা নয়। হাসপাতাল কর্তৃপক্ষের আচরণেও তেলেসমাতি আছে। সরবরাহকারী প্রতিষ্ঠানটি যখন বাক্সটি রেখে চলে গেল, তখন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোথায় ছিলেন? নাকি ফাঁকা বাক্সই রেখে যাওয়া হবে, এটা তাদের আগে থেকেই জানা ছিল? নইলে সরবরাহকারী প্রতিষ্ঠানটি এমন দুঃসাহস কী করে পেল? যখন তারা বাক্সটি রাখতে এসেছিল, সেই মুহূর্তে, তাদের সামনেই যদি বাক্সটি খুলে দেখা যেত, ভেতরে কোনো যন্ত্র নেই—তাহলে তাদের ব্যাখ্যা কী হতো? এ রকম জবাবদিহির মুখোমুখি হতে হবে না জেনেই কি তারা ফাঁকা বাক্স রেখে যাওয়ার দুঃসাহস দেখিয়েছে?

সরবরাহকারী প্রতিষ্ঠানটির এহেন দুঃসাহস লক্ষ করে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের আক্কেল গুড়ুম হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ বোধ হয় এমনই দেশ, যেখানে অসম্ভব বলে কিছু নেই। তাই বলে চোখে ঠুলি এঁটে এই গুরুতর বাটপারিকে উপেক্ষা করার সুযোগ নেই। এ ঘটনার পেছনে অত্যন্ত নিচ ও নির্লজ্জ প্রকৃতির একটি চক্র জড়িত আছে বলেই মনে হয়। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে এমন প্রতারণার দুঃসাহস আর কেউ না পায়।



খবর: প্রথম আলো

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৫

আহলান বলেছেন: হাসান এন্টারপ্রাইজকে ধন্যবাদ দিতে হয়।

২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫০

সাদা রং- বলেছেন: এখনো দিতে পারছিনা আর কয়দিন যাক তারপর।

৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৯

মাথাল বলেছেন: হেহ... সাহস আর কাকে বলে। হেহ... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯

সাদা রং- বলেছেন: কি বললেন বর্ষণ

৫| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:২২

সাহাদাত উদরাজী বলেছেন: এদের ডাইরেক্ট ফাঁসি দেয়া দরকার।

৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৪

সাদা রং- বলেছেন: কিন্তু ফাঁসিটা দেবে কে?

৬| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৮

আমিনুর রহমান বলেছেন:


এইটা কোন ব্যাপার না ... হসপিটাল যে আছে এখন তাই অনেক... যন্ত্রপাতি'র থাকুক আর না থাকুক :D

৭| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪২

সাদা রং- বলেছেন: আমি যতদ্দুর জানি হাসপাতালের চিকিৎসা অনেক ভালো

৮| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২

নিষ্‌কর্মা বলেছেন: আমার ধারণা ডাক্তারগুলা সব বিএ ফেল - এইএসসি পাশ, তাই ফাঁকা বাক্স আর মেশিনের বাক্সের ভেতরে তফাৎ বুঝতে পারে না। :-B :-B :-B

৯| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ধুর আমি হইলে বাক্স না দিলেও মাইন্ড করতাম না কারণ এখন সব সহ্য হইয়া যায়।

১০| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

স্পেলবাইন্ডার বলেছেন: শুকরিয়া আদায় করতে হবে যে, বাক্সটা অন্তত রেখে গেছে!

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:১২

সাদা রং- বলেছেন: শুধু তাই না ঐ বাক্স বুঝে নিয়েছে কোন শালায়। ওরে বাঁশডলা দেওয়া দরকার।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

জাগতিক ভালবাসা বলেছেন: এখানে অবাক হবার কিছু তো আমি দেখি না।এটাই বাংলাদেশে স্বাভাবিক।আল্লাহর রহমত যে তারা কিছু একটা তো দিয়েছে!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.