নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।।

ব্রাউন সুগার

আমি কিন্তু খুব ভাল !!

ব্রাউন সুগার › বিস্তারিত পোস্টঃ

*** হরতালের উল্টা খবর ***
:p :p

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

দর্শকমন্ডলী হরতালের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার ট্যারা তালুকদারের কাছে ।

" হ্যালো ট্যারা, আপনি আমাদের হরতাল পরিস্থিতি জানান ।"

- "ধন্যবাদ চুমকি ।আপনারা জানেন আজ সারাদেশে পালিত হচ্ছে পুলিশ বাহিনীর ডাকা সকাল সন্ধ্যা হরতাল !! :p

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতাল বেশ শান্তিপূর্ণভাবে ­ই পালিত হচ্ছে ।কয়েকটি স্থানে পুলিশ বাহিনী ঝটিকা মিছিল বের করে । এসময় মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ করা হয় ।পুলিশরা রাস্তায় টায়ার এবং পেট্রল ঢেলে আগুন জ্বলিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে । তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং একটি বাসে আগ্নিসংযোগ করে ?!!! :p

এসময় পিকেটাররা পুলিশদের ধাওয়া দেয় ।এতো তারা পিকেটারদের লক্ষকরে ইট পাটকেল নিক্ষেপ করে ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিকেটাররা টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ব্যাবহার করে ।একপর্যায়ে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোরে ।:D:D

এদিকে পুলিশের ইটের আঘাতে একজন পিকেটার গুরুতর আহত হন ।তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় ।

তো চুমকি এই ছিল আমার মাথায় হরতালের সবশেষ খবর ,,,চলে যাচ্ছি স্টুডিওতে " :p :D;)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

আমি রেদওয়ান বলেছেন: B:-) :-B :-B

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

ব্রাউন সুগার বলেছেন: :p:p:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.