![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিক প্রেক্ষাপটে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সুপার হিউম্যান টাইপের বক্তব্য আমার প্রায় সবাই জানি ।তাই আর পুরাতন রেকর্ড না বাজাই ।
.
স্বরাষ্ট্র মন্ত্রী আলমগীর সাহেব সম্ভবত ফাইনাল ডেস্টিনেশন সিরিজের মুভি গুলোর বিরাট ফ্যান ।কারণ এইসব মুভিতে মূলত"লারাচারা" টাইপের ছোটখাট অসাবধানতা, ত্রুটিবিচ্যুতির ফলে যে বৃহৎ বিপর্যয় সৃষ্ট তাই দেখানো হয় ।
.
অথবা তিনি রজনী কান্তের বড় ফ্যান ।রজনী কান্তের কথাবার্তা কাজকর্ম সবই সাধারণ মানুষের কাছে কিছুটা বর্ণনাতীত এবং অনেকটাই কল্পনাতীত ।
.
আবার এটাও হতে পারে তার অন্যতম প্রিয় চরিত্র হল "হাল্ক" ।
.
এসব বিষয় থেকে প্রতিয়মান হয় যে আলমগীর সাহেবের এমন বক্তব্যের পেছনে আলচ্য বিষয়াদির প্রভাব থাকা সম্ভাব্য কারণ হতে পারে ।হলিউড,বলিউড এর সাথে পাল্লা দিয়ে আমাদের দেশেও বিনুদুনের অভাব নাই !
.
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রীর চাকরিটা একদিন আমিও পাইতে পারি ।হাজার হলেও আমার মাথায় একটু বেশিই সমস্যা আছে ।
.
পরিশেষে নিহতদের সকলের রূহের মাগফেরাত কামনা করছি ।
২| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:০৮
ব্রাউন সুগার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪
মুচি বলেছেন: