নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।।

ব্রাউন সুগার

আমি কিন্তু খুব ভাল !!

ব্রাউন সুগার › বিস্তারিত পোস্টঃ

[চুল রঙ্গ]

০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭

চুল একখানা মহিমান্বিত বিষয় ।অবস্থানগত ভাবে ইহার পরিচয় বিভিন্ন ।ইহার বিস্তৃতি স্বতঃস্ফুর্ত এবং অনেক ক্ষেত্রেই অনির্ণেয় ।এই লিখনিতে জন্মসূত্রে মাথায় অবস্থানরত চুলই মূল উপজীব্য ।মাথায় চুলের অবস্থান অতি স্বাভাবিক এবং সকলের কাম্য ।তবে ইহার ব্যাতিক্রমও ঘটে বটে ।জেনে রাখা ভাল -"আজকের মাথা ভর্তি চুল আগামী দিনের ইয়া বড় টাক "(আমার coming soon)

এ সম্পর্কে এক ফেবু সেলেব্রেটির একটি মহান উক্তি মনে পড়ল - "এককালে এদেশে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু এবং আমার মাথা ভর্তি চুল ছিল ।"

এখন আসা যাক হেয়ার স্টাইল এর ব্যাপারে ।বর্তমান সময়ের বহুল পরিলক্ষিত স্ট্যাইল হলস্পাইক ।জেল দ্বারা মাখামাখি চুলের এভারেস্ট শৃঙ্গ ।অনেকেই ইহাকে সুনজরে দেখেননা ।যেহেতু আমি একজন ধনাত্বক চিন্তাধারার মানুষ ।কাজেই আমার কাছে এর একটা ধনাত্বক ব্যাখ্যা আছে ।আমার মতে ইহা রসায়ন বিঞ্জান তথা জৈব রসায়ন প্রেমের বহিঃপ্রকাশ ।আমি যখনই হাজারী-নাগ স্যারের দ্বিতীয়পত্র বইখানা খুলি আমার চোখে পরে জৈব রসায়নের জনক Friedrich Wöhler (1800-1882) এর স্পাইক করা ছবিটা ।

ভেবে অবাক হই ঊনিশ শতকেও লোকটা বহুত ফ্যাসন সচেতন ছিলেন ।সম্ভবত তিনি স্পাইক হেয়ার স্ট্যাইলেরও জনক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.