![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক যে ছিল রাজকন্যা
দুষ্টমিতে সেরা
আনমনে কাটতো তার
সকাল সন্ধ্যা বেলা।
শুনতো না সে কারো কথা
মানতো না তো বাধা
রাত হলেই মায়ের কাছে
শুনতো অনেক বকা।
রাতটা তার ছিল অনেক
রঙিন স্বপ্নে ভরা
সকাল হলেই ভুলে যেত
মায়ের সকল বকা।
কখন কি যে করতো সে
ছিল না তার জানা
আপন মনে ঘুরে বেড়ায়
করত অনেক খেলা।
তবুও সে সবার কাছে
ছিল অনেক দামী
বায়না করতো হাসতো খেলতো
সারাটা দিন ভারী।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৯
ওমেরা বলেছেন: আমিও ছোট বেলায় অনেক চঞ্চল আর দুষ্ট ছিলাম , আমার আম্মু অনেক সময় রাগ হত কিন্ক আব্বু কখনো রাগ হত না ।
খুব ভাল লাগল আপনার রাজকন্যাক্ নিয়ে লেখা কবিতা ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: কবিতার সাথে রাজকন্যার একটা ছবি দিতেন।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
মেহেদী ফার্মেসী বলেছেন: না, আমার কোন সন্তান নাই। বিয়ের বয়স ৩ মাস।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৩০
সচেতনহ্যাপী বলেছেন: ভুল না হলে আপনি কন্যাসন্তানের জনক।। তাকে নিয়েই কি লেখা??