নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্জিত বিবেকের মানুষ নিজেকে দেখে না, আয়নায় নিজের মুখ চিনিতে পারে না।। -কোহিনূর

মেজদা

গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল ও চন্দন তন্ত্র মন্ত্র লাগে না-ভবা পাগলা।

মেজদা › বিস্তারিত পোস্টঃ

আল্লাহকে পাওয়ার আশায় ©

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:২১

আল্লাহকে পাওয়ার আশায়
কেউবা করে রোজা
ভগবানকে পাইতে গিয়ে
কেউবা করে পূজা
ধ্যানে জ্ঞানে ডাকলে তাঁরে
লাগে কী রোজা পূজা।

দমে দমে আল্লাহর নামে
করো তুমি জিকির
মনের ভিতর মূর্তি গড়ে
গড়ে তুলো মন্দির।
বিশ্বাসীরা পাবে তাঁরে
তর্কে বাড়বে বোঝা।

পথের ভিতর পথের সন্ধান
খুঁজতে যদি চাও
মনের দ্বিধা দূর করিতে
হৃদয় পুরে যাও।
দেখবে সেথায় নূর মহল্লা
নূরেরই দরজা।

জোর করে পাবেনা তাঁরে
মনে রেখো সদাই
করজোড়ে ডাকলে তাঁরে
মাওলা দিবে ঠাঁই।
নিরাকার এক ঈশ্বর আমার
কোহিনূর তাঁর প্রজা।


বুধবার ১৪ মার্চ ২০১২ সন্ধ্যা ৬:৫২ মি।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন:
আপ্নার গানে সন্তুষ্ট হইয়া জুন আপা এক কাপ চা পাডাইছে

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

মেজদা বলেছেন: জুন আপার চা ? মে আপা কই?

২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২

বিজন রয় বলেছেন: ধ্যান করো মনে বনে কোণে।
+++

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

মেজদা বলেছেন: ধন্যবাদ বিজন দা।।

৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো। মেজদা। :)

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১০

মেজদা বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।।

৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: আমারে জিগান ক্যান, আমি অতোশতো জানি?

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

মেজদা বলেছেন: আমি জিগাই নাই। মে-জুন, জুলাই কই?

৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জোর করে পাবেনা তাঁরে
মনে রেখো সদাই
করজোড়ে ডাকলে তাঁরে
মাওলা দিবে ঠাঁই।
নিরাকার এক ঈশ্বর আমার
কোহিনূর তাঁর প্রজা।


আহ! কী দারুণ আপনার হাত মেজদা! এই হাতে যাই লিখেন, তাই মাস্টারপিস হয়ে উঠে। ধন্যবাদ মেজদা। লিখে যান।

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

মেজদা বলেছেন: আপনার ভালবাসায় আমার প্রেরণা হেনা ভাই।

৬| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৯

মিজানুর রহমান মিরান বলেছেন: সবাই কি আর এটা বুঝে!
চমৎকার মেজদা!

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

মেজদা বলেছেন: কিছু লোক বুঝলেই চলবে, আস্তে আস্তে বাড়তে থাকবে।। ধন্যবাদ

৭| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল । ধন্যবাদ বড় ভাই

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৫

মেজদা বলেছেন: আমারও ভাল লাগছে আপনার মন্তব্যে। অনেক শুভেচ্ছা।।

৮| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

অন্তঃপুরবাসিনী বলেছেন: অনেক ভালো লাগলো।
এটা কি গান?

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩

মেজদা বলেছেন: আমি সাধারনত গানই লিখি। মাঝে মাঝে অন্য কিছু লিখে থাকি। তবে এটা গান। ধন্যবাদ

৯| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার লগসে মেজদা:(

১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৩

মেজদা বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলা।।

১০| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

মেজদা বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই।

১১| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩

হাসান নাঈম বলেছেন: করজোড়ে ডাকলে তাঁরে
মাওলা দিবে ঠাঁই।

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

মেজদা বলেছেন: এ কথা সত্য। মাওলা ঠাঁই দিবে। ধন্যবাদ

১২| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবার এসে পড়ে গেলাম। ভাব সংগীত, ছড়া বা কবিতা আমার খুব পছন্দের। নিজে লিখতে পারি না তো!

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মেজদা বলেছেন: অভাবে পড়লে ভাব সংগীত লেখা যায় হেনা ভাই।

১৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪১

এম.এ.জি তালুকদার বলেছেন: ধ্যানে জ্ঞানে ডাকলে তাঁরে
লাগে কী রোজা পূজা।।

দাদা এই কথাগুলো বুঝিনা। আমার বাইরে যদি কিছু নাথাকে মরণের পরে আমার কী হবে? আপনার দৃষ্টিতে মৃত্যূর পরে আমার অস্তিত্তের বহি:প্রকাশ কিভাবে হবে? বিদেহী মানুষের স্বরুপ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.