নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mekailimroz

মিকাইল ইমরোজ

www.facebook.com/mekailimroz

মিকাইল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

ইয়াভাল নোহা হারিরি’র সেপিয়েন্স: মানব জাতির সংক্ষিপ্ত ইতিহাস বইটি থেকে যা যা শিখলাম। পর্ব - ০১

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭



১. বুদ্ধিবৃত্তিক বিপ্লব: ৭০ হাজার বছর পূর্বে মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশে বিপুল পরিবর্তন সাধিত হয়। এর ফলে মানুষের ভাষার বিকাশ ঘটে এবং মানুষ জটিল সামাজিক বাস্তবতা ও ব্যবস্থা গড়ে তুলে। এসব উন্নতিই মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে তুলে।
২. কৃষি বিপ্লব: কৃষি বিপ্লবের ফলে খাদ্যের উৎপাদন বাড়ার কারণে জনসংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু খাদ্যে পুষ্টিগুন হ্রাস পায় কারণ তারা একই ধরণের শস্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। সেই থেকে ব্যক্তিগত সম্পদ, পারিবারিক উত্তরাধিকার এর ধারণার উদ্ভাব হয়। কৃষি বিপ্লবের ফলে মানুষ প্রথম ভবিষৎ এব ভাবনা ভাবতে শুরু করে। তারা শস্য মজুদ করে। এর পূর্বে মানুষ দিনের খাদ্যের চাহিদা দিনেই মেটাতো।
৩. বিবর্তনীয় মনোবিজ্ঞান: বুদ্ধিবৃত্তিক বিপ্লবের প্রায় ৫৮ হাজার বছর মানুষ শিকারী সংগ্রাহক ছিল কৃষি বিপ্লবের সুচনার আগে। হোমো সেপিয়েন্স এর সবচেয়ে লম্বা সময় যেহেতু শিকারী সংগ্রাহ সমাজে বাস করেছে তাই মানুষের আচার আচরনের বৃহৎ অংশই সেই প্রবৃত্তির দ্বারা চালিত হয় অবচেতন মনেই। যেমন- এখন খাদ্যের অভাব না থাকলেও আমার উচ্চ ক্যালরি সম্পন্ন খাবার খেতে বেশী পছন্দ করি।
৪. বৈজ্ঞানিক বিপ্লব: বৈজ্ঞানিক বিপ্লবের ফলে পুরাতন ধ্যান ধারনা ও প্রথাকে পিছনে ফেলে চিন্তা, পর্যবেক্ষণ ও পরীক্ষনের মাধ্যমে বাস্তবতা বিচার শুরু হয়। যা সামাজিক বাস্তবতার ব্যপক পরিবর্তন ঘটায় এবং আধুনিক পৃথীবির ভিত রচনা করে।
৫. কাল্পনিক বাস্তবতা: মানুষের সামগ্রিক বিশ্বাস, পুরাণ ও কাহিনী সামাজিক বাস্তবতা তৈরী করে। এই কাল্পনিক বাস্তবতা মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসে এবং সমাজ ব্যবস্থা পরিচালনা করতে সহায়তা করে। মানুষ হয়ে উঠে সামাজিক জীব। ধর্মীয় ও সামাজিক নানা ধরনের একই গল্পে বিশ্বাস রাখার কারেণে মানুষের মধ্যে পারস্পারিক বিশ্বাস, আস্থা ও সহযোগীতার মনোভাব জন্ম নেয়। সবাই একই গল্প এবং কল্পিত সামাজিক বাস্তবতায় বিশ্বাস রাখে বলেই টাকা, সম্রাজ্য ও ধর্ম এর উদ্ভব হয় এবং নানান সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সংস্থা ও সংগঠন গড়ে উঠে। টাকা মানুষের অর্থনৈতিক লেনদেন এ গতি আনে। সম্রাজ্য নতুন সভ্যতা তৈরী করে। ধর্মীয় বিশ্বাস মানুষকে একত্রিত রাখে। টাকা, সম্রাজ্য ও ধর্মের কারণে মানুষের সভ্যতার উন্নতি ঘটতে থাকে।
৬. জ্ঞান বৃক্ষ ও জ্ঞানের প্রসার: মানুষ নানা বিষয়ের জ্ঞান নানা দৃষ্টিভঙ্গিতে বিচার করে নতুন নতুন অন্তঃদৃষ্টি তৈরী করে এবং সেই জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে প্রসার লাভ করে। এই প্রক্রিয়ার মানুষ পূর্বপ্রজন্মের জ্ঞানের সাথে নিজেদের অন্তর্দৃষ্টি যোগ করে ক্রমাগত উন্নতি বজায় রেখেছে।
৭. বাস্তসংস্থানের ও খাদ্য শৃংখল: মানুষের খাদ্য ও বাসস্থানের জন্য অনেক প্রাণীর বিলুপ্তি ঘটেছে। আগুন আবিষ্কারের ফলে যা মানুষের খাদ্য নয় তাও মানুষ নিজেদের খাদ্যে পরিণত করেছে, ফলে খাদ্য শৃংখল নষ্ট হয়েছে এবং অনেক প্রাণীর বিলুপ্তি ঘটেছে। নগরায়নের ফলে উদ্ভিদ ও প্রাণী তাদের আবাস হারিয়েছে। মানুষ অন্য প্রাণীদের উপর পূর্ণ কতৃত্ব অর্জন করেছে। নিজেদের জন্য উপকারীদের প্রাধন্য দিয়ে বাকিদের যথাসম্ভব বিনাশ করেছে।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আপনার কাছ থেকে আমরাও কিছু শিখলাম।

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আচ্ছা

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: খুব অল্প কথা হয়েছে। এটা একটি বিশাল বিষয়। আরো বড় করে লিখতে পারতেন।

যাহোক, শুভকামনা।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৬

মিকাইল ইমরোজ বলেছেন: এটা প্রথম পর্ব আরো লেখা আসছে

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৮

বিজন রয় বলেছেন: ইয়াভাল নোহা হারিরি’........... এনার সম্পর্কে একটু বলবেন?

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৭

মিকাইল ইমরোজ বলেছেন: আলাদা একটা পোস্ট দিবো ওনার অনেক বিষয় নিয়ে

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: তথ্যবহুল পোস্ট।

বিজন রয় বলেছেন: খুব অল্প কথা হয়েছে। এটা একটি বিশাল বিষয়। আরো বড় করে লিখতে পারতেন

আরও বিস্তারিত জানার অপেক্ষায় রইলাম।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৭

মিকাইল ইমরোজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১

নয়ন বড়ুয়া বলেছেন: আমরাও অল্প কিছু জানলাম...

৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

কামাল১৮ বলেছেন: যারা বুদ্ধবৃত্তির চর্চা করেন তাদের সবার এই বইটি পড়া দরকার।তার প্রতিটা বই পড়ার দাবি রাখে।

৮| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: কিছু জানা হলো

৯| ২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৯

wilkinson বলেছেন: সকল বৌদ্ধদের এই লেখাটি পড়া অপরিহার্য। তার কোনো বই না পড়াটা লজ্জার হবে। https://geometry-dash.io/

১০| ২৫ শে মে, ২০২৪ বিকাল ৩:৫৫

Juan Chavez বলেছেন: আমি এবং আমার বন্ধুরা জ্যামিতি ড্যাশ APK খেলছি, তারা এটি আমার জন্য https://apkclasico.com/geometry-dash.html এ ইনস্টল করেছে এটি বেশ মজার এবং এটি খেলতে আমাকে উত্তেজিত করে তোলে।

১১| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৫৯

Calibri বলেছেন: বলেছেন: সকল বৌদ্ধদের এই লেখাটি পড়া অপরিহার্য। তার কোনো বই না পড়াটা লজ্জার হবে। https://aloapk.com/es/

১২| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১০

MyaHinton বলেছেন: https://alocombo.com-এ বিশেষ তথ্যচিত্র দেখে ছোট পর্দায় বিশ্বের অনেক জায়গা ঘুরে দেখুন

১৩| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১২

MyaHinton বলেছেন: আপনি সকলেই জানেন না যে MOD APK মোবাইল হল একটি শীর্ষস্থানীয় বিনোদনের জায়গা, যেখানে অনেকগুলি বয়সের জন্য উপযুক্ত অনেক গেম এবং অ্যাপ্লিকেশন রয়েছে৷ https://alocombo.com

১৪| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১০

Breng SinnSieton বলেছেন: You can use all Spotify services for free when downloading at Coimobile. https://coimobile.io/es/spotify-premium/

১৫| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮

Elise Muslim বলেছেন: You can use spotify services for free at aloapk.https://aloapk.com/es/spotify-apk/

১৬| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৯

Elise Muslim বলেছেন: You can use spotify services for free at aloapk.[url=https://aloapk.com/es/spotify-apk/]spotify apk mod[/url]

১৭| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৯

Elise Muslim বলেছেন: You can use spotify services for free at aloapk.spotify apk mod

১৮| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫০

Elise Muslim বলেছেন: You can use spotify services for free at aloapk.https://aloapk.com/es/spotify-apk/

১৯| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭

CamilaValencia বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রতিদিনের বিনোদনের জন্য প্রতিদিন গান শুনতে Spotify Premium APK বেছে নিন। https://apkclasico.com/spotify-premium.html

২০| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩২

Elise Muslim বলেছেন: খুব ভালো নিবন্ধ, প্রতিদিনের বিনোদনের জন্য প্রতিদিন গান শুনতে Spotify Premium APK বেছে নিন।. https://aloapk.com/es/spotify-apk/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.