নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিক রাজ

পথিক রাজ › বিস্তারিত পোস্টঃ

DCCI এর সদস্য হওয়ার নিয়মাবলী(রি পোস্ট)

২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৮

ঢাকা জেলার যেকোনো বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্প-কারখানা ডিসিসিআইর সদস্য হতে পারবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যে শ্রেণীর সদস্য পদের জন্য আবেদন করবে, সেই শ্রেণীর দুজন ডিসিসিআই সদস্যের প্রস্তাব ও সমর্থন লাগবে। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে অবশ্যই ট্রেড লাইসেন্সধারী হতে হবে।



যে যে কাগজ লাগবে

সদস্য পদের ফরমটি পূরণ করে প্রতিষ্ঠানের প্যাডে চেম্বারের সচিব বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে_ট্রেড লাইসেন্সের অনুলিপি, আয়কর সনদের অনুলিপি, ব্যাংক সনদ, আবেদনকারীর এক কপি ছবি, ভিজিটিং কার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিদেশি নাগরিকের ক্ষেত্রে পাসপোর্টের অনুলিপি ও বিনিয়োগ বোর্ডের অনুমোদনপত্র, ওয়ার্ক পারমিট, ভ্যাট, আইআরসি, ইআরপি এবং জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্টের অনুলিপি। কাগজপত্রাদির ফটোকপিতে আবেদনকারীর স্বাক্ষর ও সিল দিতে হবে এবং মূল কপি সঙ্গে আনতে হবে। সদস্যপদের ফরম পূরণে কাটাকাটি, ওভার রাইটিং ও ফ্লুইড ব্যবহার করা যাবে না।



সদস্য ফি

ডিসিসিআইতে দুই ধরনের সদস্যপদ রয়েছে_জেনারেল মেম্বার ও অ্যাসোসিয়েট। জেনারেল মেম্বারশিপ ফি ২২ হাজার ৮৫০ টাকা এবং বার্ষিক রিনিউয়াল ফি ছয় হাজার ৮৫০ টাকা। অ্যাসোসিয়েট মেম্বারশিপ ফি ১৮ হাজার ৬৫০ টাকা এবং বার্ষিক রিনিউয়াল ফি চার হাজার ৬৫০ টাকা। যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান এ দুটির যেকোনো একটির জন্য আবেদন করতে পারে। ডিসিসিআইর হিসাব বিভাগ থেকে ডিপোজিট স্লিপ নিয়ে চেম্বার ভবনের দি সিটি ব্যাংক লিমিটেডে মেম্বারশিপ ফি জমা দিতে হয়।



যোগাযোগ

ঢাকা চেম্বার ভবন

৬৫-৬৬ মতিঝিল বাণিজ্যিক এলাকা

ঢাকা-১০০০, ফোন : ৯৫৫৪৩৮৩, ৯৫৫২৫৬২,

- কালের কণ্ঠ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.