নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

বিএনপি :: হ্যাঙ না রি-স্টার্ট................................

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩



শেষ পর্যন্ত নানা কিছুর পরে বিএনপির নেতৃত্ব একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, নিজেদের জন্য সামগ্রিক পরিস্থিতি বেশ ঘোলা করেই। সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের জন্য কতোটা ইতিবাচক হবে বা তারা একে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবে তা এখনই বলা সম্ভব নয়। তবে নতুন বছরের শুরুতে আন্দোলনের নামে তাদের কর্মকান্ড এবং সরকারের আন্দোলন প্রতিরোধ-কোনটিই জনগণকে মূহুর্তের জন্যও স্বস্তি দেয়নি। অগনন পোড়া ও গুলিবিদ্ধ লাশের ওপর দাঁড়িয়ে বিএনপি জোট সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে কি অর্জন করতে চাইছে, বোধগম্য নয় সেটি। তারা মানছেন, এ নির্বাচন তামাশার, এটি জেনেও মনোনয়নপত্র সংগ্রহ করছেন, ‘তামাশা’ তৈরীতে সহায়তার জন্য! তাদের অবরোধ-হরতালের মত প্রাণঘাতী তামাশার বিপরীতে বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা আরেকটি তামাশার সূচনা তো ঘটাতেই পারে। এই নির্বাচনে অংশ নেয়ার জন্য তারা ‘শত নাগরিক জাতীয় কমিটি’ নামে একটি প্লাটফর্ম গড়ে তুলেছেন। সেখানে জড়ো হয়েছেন তাদের ঘরানার দলদাস বুদ্ধিজীবি ও সুশীলরা। সেই বহুল আলোচিত নির্বাচন কমিশন এবং শেখ হাসিনা সরকারের অধীনেই তারা সিটি নির্বাচনে যাচ্ছে, এই শতদের ব্যানারে।
আট বছর পর সরকার বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা করেছে। বছরের পর বছর মামলার ছুতোয়, সীমানা নির্ধারণ জটিলতায় সাংবিধানিক বাধ্যবাধকতার এই নির্বাচন আটকে ছিল। অত:পর জনগণকে সেবা প্রদানের নামে করপোরেশনকে বিভক্ত করা হয়, নিয়োগ দেয়া হয় প্রশাসক। মামলা ও সীমানা নির্ধারণ জটিলতা কাটিয়ে সিটি নির্বাচনের মোক্ষম সময়টিই বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। সম্ভবত: তারা ধরে নিয়েছিল, আগের ধারাবাহিকতায় বিএনপি এই নির্বাচনও বয়কট করবে। কিন্তু বিএনপি সে পথে যায়নি, যদ্দুর জানা যায়, লন্ডনী সিদ্ধান্ত ছিল নির্বাচনে না যাওয়া। সেটি হতো আরেক আত্মঘাতী সিদ্ধান্ত। এখন দেখার অপেক্ষা, বিএনপি কিভাবে একটি অসম সুযোগ ও অসমতল মাঠে সরকার, নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন দলের ত্রিমুখী কৌশল মোকাবেলা করে তার দলীয় অবস্থান কোথায় নিয়ে যেতে পারে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আনপ্রেডিক্টেবল রিফাত বলেছেন: আপনার জ্ঞানের দৌড় কতটুকু সেটা আপনার বিশ্লষণেই বোঝা যাচ্ছে,,,,,,,,,,,,,
জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের পার্থক্য যে বুঝেনা তাকে আমার কিছুই বলার নাই,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.