![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
ধোঁকায় পড়ছি সদা দিবারাত্রি, ধোঁকাবাজের খপ্পরে,
হারিয়ে সবকিছু দিব্যি আমার, বুকটা যে ধড়পড়ে।
শান্ত মানুষেরা পড়ছে ধোঁকায়, বিশ্বাস নামক যন্ত্রে
লুটিয়ে নিচ্ছে সবকিছুই আজ, এক ফুঁ দিবস মন্ত্রে।
বিশ্বাস করি বন্ধুকে আজ, অবিশ্বাসের ছত্র ছায়ায়,
দিবানিশি ভাবছি আমি, নতুন কোন নাড়ের মায়ায়।
দিচ্ছে ধোঁকা ধূর্ত ভালবাসা, দিচ্ছে আজ অম্ল চাওয়ায়
রাজনীতি আজ দিচ্ছে ধোঁকা, বিশ্বাস হরণ যাচ্ছেতায়।
কাছের মানুষ দিলে ধোঁকা, গতরে লাগে বিষাক্ত পোকা,
বিশ্বাসগুলি হারাই মোরা, জ্বালাময়ী সেই রুপরেখা।
ধোঁকাবাজের সময়কালে, নেই যে কোন স্ব-রুক্ষ ধর্ম
ধোঁকা দিতে পারেন করতে, সকল প্রকারের কু-কর্ম।
ভাবুন তো এবার! আপনিও কি করেন এ-ধোঁকাবাজি?
মিথ্যের রুপায়নে বিশ্বাস হরণ নব্য এ-কারসাজি।
সাঁজ সজ্জায় না হয়ে বিমোহিত, কর যাচাই ধরন।
অতি ধোঁকায় একদিন কিন্তু, নিরামিষে হবে মরণ।
তাং ১৫/০১/২০১৭ ইং
উৎসর্গ করি জোনাকির কোরাসের জোনাকিদের।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভালবাসা ও স্নেহভাজন প্রেরণাই লেখার উৎস। অনেক ভালবাসা প্রিয়।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
খায়রুল আহসান বলেছেন: অতি ধোঁকায় একদিন কিন্তু, নিরামিষে হবে মরণ - মরণ কি কখনো আমিষ হয়?
ব্লগে সুস্বাগতম!
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে স্বাগতম কবি! আপনার লেখায় ফুটুক অনিন্দ্য শতদল। সে কামনা ও প্রার্থনা রইল!