নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে আমাকে পাবেন https://www.facebook.com/writerminhaj

ভাবুক কবি

কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..

ভাবুক কবি › বিস্তারিত পোস্টঃ

খোঁজাখুঁজি

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

চাকুরীটা আজ সোনার হরিণ
মেয়ে খোঁজাটা কষ্টের,
ভাগ্যকে নিয়ে বিব্রত জীবনটা
প্রত্যহ যেন পৃষ্ঠের।

পড়াশুনা পড়লাম খুঁজে খুঁজে
ভাল্লাগেনা এখন যে,
বাস্তবতায় খুঁজছি অহরহ
সুখগুলো তালগাছে।

শখের নেশায় পড়ালেখা করে
দিব্যি হেরে পথভ্রষ্ট,
হাহাকারে দিক বে-দিকে নিতান্ত
হচ্ছি মোরা নষ্ট।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

নিচু তলাৱ উকিল বলেছেন: খোঁজাখুঁজি
বুঝাবুঝি
হয় যদি সুন্দর
সোজাসুজি
মাঝামাঝি
কেন দোষ গন্ধর?

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

ভাবুক কবি বলেছেন: যাহা ভাবি সোজাসুজি
বিভক্ত খোঁজাখুঁজি,
গন্ধ ভাই চারদিক
এদিক ভাই ওদিক!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

ভ্রমরের ডানা বলেছেন:
মেয়েটা সুন্দরী!

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ভাবুক কবি বলেছেন: খুঁজতে অনেক কষ্ট হয়েছে ;)

৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

শামীম সরদার নিশু বলেছেন: খোঁজাখুঁজির ভীড়ে নিজেকেই হাড়ালাম। সমাধান কি?

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

ভাবুক কবি বলেছেন: পেয়ে যাবে কোন এক অবেলায়, শুধু অপেক্ষা কর।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

শামীম সরদার নিশু বলেছেন: শুভকামনা রইল ভাই

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

ভাবুক কবি বলেছেন: শুভদের কামনাটাই প্রাপ্তির

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.