![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
টিপতে টিপতে সখের ফোনটা
উস্টা খেয়ে পড়ছে,
ক্লান্ত মনে লিখতে ফেসবুক
বিকশিতটা ধুঁকছে।
রাস্তা জুড়ে হাটে মোবাইলটা
হাটে ইউজারগণ,
উস্টাখেয়ে পড়ছে দিবানিশি
সখের রমণীগন।
কেউবা ক্লান্ত প্রেমিক ভ্রান্তে
কেউ দেখে লিখালিখি,
কেউবা ক্লান্ত ছবির হাটেতে
সানি-রনি দেখাদেখি।
কেউ আছে মহান কাজে ন্যস্ত
রক্ত সরবরাহে,
মহান কিছু অনেকেই করে
কম্বল বিতরনে।
স্মার্ট ফোনে একাকীত্ব কাটে
কাটে সখের সময়,
ভেবে চিন্তে চালাও ফোনগুলো
সত্যকে নির্নয়।
ভেবে চিন্তে চালাও আধুনিক
সখের মোবাইলটা,
বিব্রত না করে জীবন যেন
ছোট্ট সেই ফোনটা।
তাং ১৭-০১-১৭ ইং
১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভালবাসা পেলে অবশ্যই ভাল থাকব। এ যাত্রায় সঙ্গী করার জন্য ধন্যবাদ হে প্রিয়।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশতো চলুন কবিতার মেলায় ,
কিনে আনি শব্ধকুসুম, নাকি কলি?
রেখে দিবেন কুন্জে বাহারি গোলাপ
সুবাসিতে হাসনা হেনা
রেখে যাই লেনা দেনা
বাকীতে বাকীতে ফেরী
হোকনা এখানে একটু দেরী
কি ?
আরো সারি সারি গন্ধরাজ
সুভাবর্দনে হোকনা মালতী কিংবা জবা
১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯
ভাবুক কবি বলেছেন: আপনার অভিবাদনে মুগ্ধ হে প্রিয় , অনেক ভালবাসা রইল।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
ধ্রুবক আলো বলেছেন: ছন্দে ছন্দে বাস্তব তুলে ধরেছেন
ভালো লাগলো খুব ++++
১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২
ভাবুক কবি বলেছেন: ধন্যবাদ নিরন্তর প্রিয়
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!
আশা রাখছি আরো ভালো লিখবেন!
১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভালবাসা পেলেই হয়ত হয়ে যাব আমি সুকান্ত
আপনাদের অতি ঘৃনায় আমি ধসে শেষ হয়ে যাব ক্লান্ত।
তাই আপনাদের ভালবাসাই একান্ত প্রান্ত।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
রমজান আহমেদ সিয়াম বলেছেন: +++++++
২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫
ভাবুক কবি বলেছেন: ধন্যবাদ নিরন্তর প্রিয়
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭
সুমন কর বলেছেন: মজার কিন্তু ভালো লিখেছেন।
শুভ ব্লগিং........
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভালবাসা চাই।
হ্যাপি ব্লগিং
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সু-স্বাগতম ব্লগে সাতে আমার সাথী হওয়ার জন্যও। কবিতা ভাল লাগর অফুরান। ভাল থাকবেন কবি।