নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে আমাকে পাবেন https://www.facebook.com/writerminhaj

ভাবুক কবি

কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..

ভাবুক কবি › বিস্তারিত পোস্টঃ

রুমডেট

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০



"ফয়েজ লেকের আশে-পাশে আবাসিক হোটেলগুলাতে রেড চালিয়ে ভ্রাম্যমান আদালত প্রায় আঠারো কি বিশটি কাপল ধরে যার ভিতর শুধু একটি কাপল বিবাহিত। তাও দুই ফ্যামিলি মেনে নেয়নি। পুলিশ ফোন দেয়াতে মেয়ের বাপ এসে ছুটিয়ে নিয়ে যায়। বাকি সবগুলা কাপলের ভিতর ছেলেগুলি সব ভার্সিটি লেভেলের এবং বেশ কিছু চিটাগং এর বাহিরের। ফেসবুক থেকে পরিচয়। সেখান থেকে দেখা করতে এসে রুম ডেটিং। আর মেয়ে সবগুলাই এইচএসসি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার।
.
আমার বাসা কুমিল্লার রানীরবাজার। কান্দিরপাড় থেকে অটো রিক্সা পাঁচ টাকা ভাড়ায় উঠি। পাশে একটা ছেলে। আমার স্কুলের ইউনিফর্ম পরা। তো পরিচয় দিয়ে খুব ফ্রাংকলি কথা বলার মাঝে তার ফোন আসল। সেইভ করা "bow" লিখে। তারপর ফোনের লক খুলতে টাইপ করল "KOLIJA"। উচিত না কারো ব্যাক্তিগত ব্যাপারে নজর দেয়া। কি করা? পুরনো বদ অভ্যাস! ক্লাস নাইন? কেন ইউ ইমাজিন? এই বয়সে ছেলে মেয়েরা কত সাংসারিক!
.
মেয়ে ইস্যুগুলা খুব সেনসিটিভ হয়। বিশেষ করে উঠতি বয়সী। আমাদের পরবর্তী জেনারেশন হয়তো ওয়েস্টার্ন কালচার পুরোটা পাবে। কিন্তু ব্যাডলাক তোমরা পাওনি। হোটেলে পুলিশের কাছে ধরা খাওয়া একটি ছেলে বাসায় আসলে বড়জোড় বাপের হাতে একটা চড় খাবে,আর মায়ের কয়েকটা বকুনি। ছেলেরা এইগুলি প্রতিনিয়তই খায়। আর মেয়েটি এলাকায় পা রাখতেই প্রাইমারী স্কুল থেকে শুরু করে ভার্সিটি লেভেল আর আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীর কিছু বিশেষ উপাধী:বেশ্যা, খাওরা মাল ইত্যাদি। এই কথাগুলা ঠিক অই মানুষগুলাই বলবে যারা দুইদিন আগেও বলেছিল "রশিদ সাবের ছোট মেয়েটা খুব লক্ষ্মী"।
.
তুমি হয়তো প্রভার মত কিছু মহিয়সী নারীকে আদর্শ মেনে জীবন কাটিয়ে দিবা কিন্তু এর ভয়ংকর প্রভাবটা পড়ে মেয়েটির বাবা মা ভাইয়ের উপর। আজ থেকে বেশ কিছু বছর আগে পত্রিকায় পড়েছিলাম ভারতের কেরালায় একটি মুসলিম পরিবারের নয়জনের ফাঁস দিয়ে আত্মহত্যা। কারণ ছিল অই ফ্যামিলির একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশনে ধরা খায়। ঠিক একইভাবে হোটেলে রেড পড়ছিল।
.
আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার বাবাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবেন, "বাবা তুমি আমাকে নিয়ে বেশি টেনশন কর নাকি ভাইয়াকে নিয়ে বেশি টেনশন কর?" উত্তর "ভাইয়া" হবে নিশ্চিত। ক্লাস ফাইভ সিক্সে উঠার পর একটা সাইকেল কোনোরকমে কিনে দিলে আর ভার্সিটিতে উঠার আগ পর্যন্ত পুলা বেচে আছে না মরে গেছে অই খবর না নিলেও হয়। কিন্তু একটা মেয়ের ওড়না পরার বয়স থেকে শুরু করে বিয়ের আগের দিন পর্যন্ত তার কেয়ার করতে হয়। পুরা চব্বিশ ঘণ্টার সিকিউরিটি। আমাদের এই সমাজে তিনটা ছেলের জন্য যতটা টেনশন করতে হয় একটা মেয়ের জন্য তার দ্বিগুণ করা লাগে। আগেই বলছি যে মেয়ে ইস্যুগুলা খুব সেনসিটিভ।
.
খেয়ে ছেড়ে দেয়া এই সমাজে একদল হায়েনার জন্য খুব ইজি। কিন্তু খেয়ে পড়ে থাকা একটা মেয়ের জন্য কখনোই ইজি না।
.
দোহাই লাগে ঐদিন দেয়া পোস্টের নীচে ওড়নাবিরোধী আপু-ভাইয়ারা যেভাবে ঢাল-তলোয়ার নিয়া মারামারি লাগছিলেন এই পোস্টের নিচে আবার সেই ভাঙ্গা রেডিও বাজাতে আসবেন না। আপনার ওড়না আপনি গলায় দেন, ইচ্ছা না হলে হাসব্যান্ড বা বয়ফ্রেন্ডের গলায় ঝুলায়া দেন, নাহয় গলায় প্যাঁচায়া পিছনে ফালায়া রাখেন আর নাহয় কেনার সময়ই টু পিস কিনেন। সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই স্ট্যাটাস ঐসব নিয়ে না। এটা জাস্ট আপকামিং জেনারেশন ও তাদের মা-বাবার জন্য একটা এলার্মিং মেসেজ।
.
"নিজের আকাশের কোনো সীমানা নেই। দুই ডানা ঝাপিয়ে যতদূর চোখ যায় উড়তে থাক।" তবে হা বালিকা, অন্যের আকাশে উড়তে চাওয়াটাও দোষের কিছু না। কিন্তু একটু লিমিটেশান রেখে। যতটুকু রাখলে নিজের কাজের জন্য বাপের কাছে পুলিশের ফোন না আসে। হতে পারে তোমার একটা অসতর্কতাই তোমার ফ্যামিলির ধ্বংসের কারণ।

তথ্য সংগ্রহে ফেইসবুক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

শামীম সরদার নিশু বলেছেন: স্তদ্ধ আমি।

যাই হোক আমি ব্লগে নতুন, পাশ থাকবেন।

আর হ্যা আপননি বোধহয় আমার সাথে ফেসবুকে আড ছিলেন।
আপনার লিংকটা দিন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫

ভাবুক কবি বলেছেন: নতুন পুরাতন কিছুই নাই, বাস্তব নিয়ে লিখতে চাই, ভাল কিছুতে কালির ক্ষয় করতে চাই। আশাকরি পাশেই পাবো তোমাকেও।

লিংক আমার প্রোফাইলে আছে।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩

blackant বলেছেন: সচেতনতা মূলক লেখা ভাল লাগল,cause im a virgin .সবার ভাল নাও লাগতে পারে ।i will suggest , u should carry on.

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

ভাবুক কবি বলেছেন: এই ভালবাসাটাই আগামীতে লেখার প্রেরণার উৎস হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.