![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
হে রূপসী
মিনহাজ উদ্দিন
হে রূপসী
আমি দেখিনি তোমার জন্ম
আমি দেখিনি তোমার ধর্ম,
আমি দেখিনি তোমার রিয়া
দেখি দু-চোখে ভালবাসার হিয়া।
হে রূপসী
আমি দেখিনি তোমার কাঁথা
সারাদেহে লেগে আছে গাঁথা,
আমি দেখিনি তোর বিশ্বাস
প্রাণভরে গ্রহণ করি নিশ্বাস।
হে রূপসী
তুই আছিস বলেই আমি
বাংলায় গাই বৈশাখী গান,
তুই আছিস বলে আমরা
ভালবাসা পাই স্বচ্ছ অফুরান।
হে রূপসী
তোর কোলেই যেন হয় মোর
জীবনের শেষ নিশ্বাসটি,
হারাচ্ছি যে তোর ভালবাসা
শকুনের থাবায় স্ব-মিটিমিটি।
হে রূপসী
আমি বাঁচি তোমার দয়াতে
থাকি শান্ত তোমার ছায়াতে,
তোমার চোখে দেখি দরিয়া
কি করে যাব বঙ্গ; তোকে ছাড়িয়া!
হে রূপসী
তোমাকে মুক্ত করেছে যারা
নির্লজ্জ কষ্ট পুষছে তারা,
হতে চেয়েছি মুক্ত স্বাধীন
ছোট্ট খাঁচায় আজও পরাধীন।
হে রূপসী
কালো থাবা আজ দিচ্ছে যারা
কেন তুই, করিসনে তাড়া?
ধ্বংস করে তোর অহংকার,
দে তাদের ছি! ছি! বিনম্র ধিক্কার।
উৎসর্গ করি সকল প্রকৃত দেশপ্রেমিকদের।
২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯
ভাবুক কবি বলেছেন: ধন্যবাদ নিরন্তর হে প্রিয়,
আর সবমিলিয়ে ভাল আছি ভাইজান।
২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
শামীম সরদার নিশু বলেছেন: ভালবাসা নিবেন
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
ভাবুক কবি বলেছেন: ভালবাসা প্রতিনিয়ত দিচ্ছি ও নিচ্ছি
৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
ডঃ এম এ আলী বলেছেন: ব্লগে স্বাগতম
কবিতা খুব ভাল লেগেছে ।
বিশেষ করে এ জায়গাটায় আমি মুগ্ধ
হে রূপসী
তুই আছিস বলেই আমি
বাংলায় গাই বৈশাখী গান,
তুই আছিস বলে আমরা
ভালবাসা পাই স্বচ্ছ অফুরান।
আচচ্ছা ভাবুক কবি ভাই
বলবেন কি বৈশাখে মঙ্গল প্রদীপ
আপনার কাছে কেমন লাগে ?
ফুলেল শুভেচ্ছা রইল
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯
ভাবুক কবি বলেছেন: আমি ছোট মানুষ মাত্র শিখতে শুরু করেছি, তেমন ভাল কিছুর উদহারন দিতে জানিনা, তবে ভাল কিছু শিখতে চাই প্রতিনিয়ত।
আপনার উত্তর যদি দিতেই হয়, তবে বলতে হবে মঙ্গল প্রদীপ একেবারে মন্দ নয় কিন্তু বর্তমানে সবকিছুই নির্ভর করে মাইন্ড ও নিজস্ব চিন্তা ধারার উপর।
( ভুলত্রুটি ক্ষমাযোগ্য অন্তত আমার বেলায় )
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: ভাবুক কবি(মিনহাজ উদ্দিন ),
জন্মভূমিকে নিয়ে লেখা আপনার কবিতাটি সুন্দর হয়েছে!
কবিতাটি আমার ভালো লেগেছে তাই একটা লাইক দিয়ে গেলাম!
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
ভাবুক কবি বলেছেন: আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালবাসার প্রাপ্তিগুলোই এক সময় ভালকিছু লেখার যোগান দিবে।
অনেক ভালবাসা রইল,
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
কবি ভাবনা ভাল লগলো বলে!
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভাললাগা আগামীর ভাললেখার যোগান দিবে।
ধন্যবাদ নিরন্তন
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর আরো লিখে যান অবিরত
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভালবাসার ছোঁয়া পেলেই লিখব অনবরত
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
আমাদের সকল দৈন্যতা মুছে দেক নতুন প্রজন্ম
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
ভাবুক কবি বলেছেন: মুছতে চাই নতুনত্ব হিসেবেই
আপনাদের ভালবাসা পেলেই হয়ত অনেককিছু সম্ভব।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা খুব ভালো লাগল।
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
ভাবুক কবি বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা নিরন্তর।
আপনাদের ভাল লাগাই আগামী লেখার প্রেরণা।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪
রিকতা মুখাজীর্র্ বলেছেন: জসীমউদ্দিন এর কথা মনে পড়ে গেল।ভালো লাগল।
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫
ভাবুক কবি বলেছেন: ধন্যবাদ নিরন্তর হে প্রিয়।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন আর বাংলার কবিতা লিখুন.............।
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫
ভাবুক কবি বলেছেন: আপনাদের অনুপ্রেরণাতেই নতুন কিছু লিখব
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯
শামীম সরদার নিশু বলেছেন: এক কথায় অসাধারন।
ভালো আছেন Minhaj ভাই?