![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
মিনহাজ উদ্দিন
ক্লান্ত বিকেল যাচ্ছে ধোকলে,
দিব্যি অবসাদময়
কাটাযুক্ত চারদিক, আশাগুলো মরীচিকাময়।
দুরের চাহনিতে..
স্বপ্নের ডাইরিতে দিচ্ছে উঁকি
কাছেগিয়ে খুঁজে আমি, সবকিছু লাগে আজ ফাঁকি।
রাত্রির গভীরতায়,
শান্ত শীতলতা বার্তায়ন,
নবকিছু আসবে কি? এই শীতে হবে আনয়ন।
মিথ্যেরা চলে বাঁকে বাঁকে,
সত্যেরা মরে ঝাঁকে ঝাঁকে
খামগুলো দিব্যি পড়ে আছে টেবিলের ফাঁকে ফাঁকে।
অসত্যের দাপুটে,
লুটেরা সব খাচ্ছে চেটেপুটে,
না দেখার ভানকরে খাচ্ছে দেশ, নিচ্ছে সব লুটে।
সত্যের হবে জয়,
মাথায় যে আছে বিশ্বাসী পোকা,
মাঠেঘাটে নেমে দেখি, আসলেই সব মরীচিকা।।
©somewhere in net ltd.