![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
সুন্দরবন
মিনহাজ উদ্দিন
হারিয়ে যাবে রয়েলের গর্জন
হারিয়ে যাবে অর্জন।
হারাবে ধীরে ধীরে হরিণগুলো
গাছগুলোকে কর্তন।
হারিয়ে যাবে লোনাপানির ছা
ছোট্ট পাখির আবাস,
হারিয়ে যাবে মানুষের ছায়ায়
বনভোজনের রাশ।
হারিয়ে যাবে গর্বের সুন্দরতা
আমার সুন্দরবন,
বিদ্যুৎ নিয়ে জ্বলে উঠবে তারা
সখময় বিন্দাবন।
হারিয়ে যাবে কবির বনলতা
কাব্যিক সব হাওয়া,
সুন্দর লেখালিখি করতো যারা
হইত আশা-যাওয়া।
হারিয়ে যাবে আঁকাবাঁকা ঢেউটি
সবুজ গাছের ছায়া,
মিলেমিশে আছে আজ প্রাকৃতিক
অপরুপ এক মায়া।
হারিয়ে যাবে সখের যায়গাটা
পর্যটকের ভীড়টা,
ছুড়বে কোথায় দিবালোকে তারা
উন্নয়নের তীরটা।
দেখেও দেখিনা আমরা সবাই
সুন্দরবনের ধ্বংস,
উন্নয়নের নামে প্রতি আহ্লাদে
সুন্দর হয় নিঃবংশ।
২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮
ভাবুক কবি বলেছেন: ধন্যবাদ নিরন্তর হে প্রিয়
এই হারানোর আশঙ্কা যেন কাটছেই না
২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
নিচু তলাৱ উকিল বলেছেন: হারিয়ে যাবে বনের পাখি
সদ্য ফোটা ফুল
হারিয়ে যাবে স্বর্ণলতা
সপ্ত নদীর কূল।
বিনাশ থেকে কিছু লাইন
২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮
ভাবুক কবি বলেছেন: আপনার মত কেউ কিছু লিখলেই ভাললাগে হে ছন্দকার উকিল ভাই।
অনেক ভালবাসা রইল
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতাটি ।
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভাললাগাই আমার আগামী দিনের লেখার উৎস।
ধন্যবাদ নিরন্তন
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
ধ্রুবক আলো বলেছেন: দেখেও দেখিনা আমরা সবাই
সুন্দরবনের ধ্বংস,
উন্নয়নের নামে প্রতি আহ্লাদে
সুন্দর হয় নিঃবংশ।
কথাখান অমিয়, +++ ভালো লাগলো,
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩
ভাবুক কবি বলেছেন: আপনাদের এই ভাললাগার ধারাবাহিকতা রাখতে চাই।
অনেক অনেক ধন্যবাদ, আমার জগতে আসায়।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি বেশ ভাল লাগল!
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪
ভাবুক কবি বলেছেন: ধন্যবাদ নিরন্তর হে প্রিয়
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা চমৎকার। সুন্দর বন বেঁচে থাকুক।
৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
ভাবুক কবি বলেছেন: বেঁচে থাকুক আজীবন এই কামনায়।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দরবন হারিয়ে যাবে- বর্তমানের প্রেক্ষাপটে এ আশঙ্কা একেবারে সঙ্গত। শেষ পর্যন্ত যেন আশঙ্কা সত্যে পরিণত না হয়, সেটাই কাম্য।
সুন্দর কবিতা। সময়োপযোগী।
শুভেচ্ছা ভাবুক কবি।