![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
একুশের বইমেলা
মিনহাজ উদ্দিন
কবিদের মেলা লেখকের খেলা
একুশের গ্রন্থমেলা,
বইয়ের গন্ধ নিচ্ছি সদানন্দে
খুলুক মনের তালা।
নব্য লেখক লিখেন নব্য পাতা
নতুন করে মোড়ক,
স্বপ্নের লেখাগুলি একত্রে থাকে
সাদাপৃষ্ঠা সে ধারক।
কবিরা লিখেন অক্লান্ত শ্রমের
নিজের অব্যক্ত বাণী,
উপন্যাসের পাতায় ছাপা হয়
বিশাল লেখার খণী।
এই মেলাকে লক্ষ্য করে জন্মায়
নতুন প্রতিভা দ্বার,
ব্যক্ত করে আপন মনে অক্লান্ত
স্বাধীন লেখার তার।
নতুনরা সব যায়গা করবে
নতুন মনের ঘর,
যোগ্যতায় আবার আসবে ফিরে
ছুঁড়ে অন্যায় পাহাড়।
ভালবাসা রইল শত বিরাম
বাংলার ভাষার প্রতি,
সফলতা আর শ্রদ্ধা অবিরাম
জ্বলুক নতুন দ্যুতি।
উৎসর্গ করি সকল নতুন লেখকদের।
তারিখ- ০৯-০২-১৭ ইং
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভাললাগাই নতুন করে লেখার সাহস ও প্রেরণা যোগায়।
এ ভালবাসা অব্যাহত থাকুক।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪
শোভন কুমার বর্ধন বলেছেন: পোষ্ট পোরে ভালো লাগলো।।।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
ভাবুক কবি বলেছেন: ভালবাসা নিরন্তর প্রিয়
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১১
রাশিদা রাজাপুর বলেছেন: ভাল লিখেছেন ।