![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
কাব্যিক বসন্ত
মিনহাজ উদ্দিন
ফাগুন এসেছে আগুন ঝরাতে
মনে লেগেছে দোলা,
অতীত তোমায় ভুলে গিয়েই
নতুন নিয়ে খেলা
কাব্যিকতায় নিদারুন হে
ফাগুন আসুক সবে,
ভুলকে ভুলেগিয়ে সবার
সুখ হোক কলরবে।
প্রেমিকরা আজ হৈ চৈ লয়ে
দিব্যি প্রেমিক রমনা,
ফুলের গন্ধে মন আনন্দে
হচ্ছে মন চনমনা।
বসন্ত আর ফাগুন সবে
আসুক আরেকবার,
ফাগুন সুখে কবিতা হোক
কাব্য লিখি বারবার।
বসন্ত কবিতার লিংক Click This Link
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬
ভাবুক কবি বলেছেন: ভালবাসা নিরন্তন আপ্পি
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫
নিয়াজ সুমন বলেছেন: ভাল লেগেছে বসন্তের কাব্য গাথাঁ... শুভ কামনা কবি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
ভাবুক কবি বলেছেন: ভালবাসা নিরন্তর প্রিয় ভাই
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১
শরতের ছবি বলেছেন: ভাল । লিখে যান আরও ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
ভাবুক কবি বলেছেন: লিখে যাচ্ছি ইক্টু ইক্টু করে। শুধু আপনাদের ভালবাসা প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে