নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে আমাকে পাবেন https://www.facebook.com/writerminhaj

ভাবুক কবি

কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..

ভাবুক কবি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫



ভালবাসা দিবস
মিনহাজ উদ্দিন

ভালবাসা দিবস একদা কেন
হুট করে চলে আসে
দিব্যি আমি ভালবাসি প্রিয়জন
কুয়াশা ভোরের ঘাসে।

ভালবাসা তুমি আজকের নয়
প্রতিটি দিনেই রবে,
আমার মাকে ভালবেসে জানাবো
নীরবতা কলরবে।

ভালবাসা তুমি এমন কেন হে
নীরব ধর্ষক হও,
তীলে তীলে ক্ষয় করে দাও তুমি
লিটনের ফ্লাটে যাও।

ভালবাসা তুমি এমন কেন হে
হওনা নিঃস্বার্থগণ,
শুধুই ভালবাসা দিবে জগতে
থাকবে আপনজন।

লিংক Click This Link

ভালবাসা দিবস দিয়ে ভালবাসাকে ছোট করতে চাইনা, তাই ভালবাসা চাই প্রতিদিন, প্রতিটি মুহুর্তে। ভালবাসা চাই ইসলামিক কায়দায়। ভালবাসা চাই জীবনের আয়নায়।
উৎসর্গ করি ভালবাসার মানুষ প্রিয় মা কে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

অতৃপ্তচোখ বলেছেন: মুগ্ধতা নিয়ে ফিরে গেলাম। দিয়ে গেলাম ভালোবাসা।



ভালোবাসা জেগে থাকুক শুদ্ধতায় প্রতিদিন প্রতি মুহূর্ত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

ভাবুক কবি বলেছেন: এ মুগ্ধকর ভালবাসা থাকুক আজীবন। অনেক ধন্যবাদ ভাই।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সুন্দর কবিতা উপহার দিয়েছেন। নিচের লেখাগুলোও সুন্দর।



শুভকামনা সবসময়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

ভাবুক কবি বলেছেন: আপনাদের শুভ কামনাই আগামী লেখার খোরাক জোগাবে।

ভালবাসা নিরন্তর ভাই

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

রাশিদা রাজাপুর বলেছেন: ভালোবাসা দিবসের শুবেচ্ছা। এ কবিতা লেখার জন্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

ভাবুক কবি বলেছেন: আপনাকেও ভালবাসা দিবসের শুভেচ্ছা।

ধন্যবাদ কবিতা পড়ার জন্যও

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১

শোভন কুমার বর্ধন বলেছেন: ভালোই লেখেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮

ভাবুক কবি বলেছেন: ভাল লিখার চেষ্টা মাত্র।

ভাল লাগায় ভালবাসা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.