![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালবাসি, কবিতা ভালবাসি..
ভালবাসা
মিনহাজ উদ্দিন
ভালবাসা কি বালিকার সু-মিষ্টি দুটি ঠোট!
ভালবাসা কি মনের কিনারে হালকা কিছু চোট,
ভালবাসা কি শুধুই ফুলেল শ্রদ্ধা জানানো,
ভালবাসা কি নতুন করে মুক্তিযোদ্ধা বানানো.!
ভালবাসা কি রিক্সায় বালকের ঘষাঘষি,
ভালবাসা কি উলম্ব চিত্তে শুধুই করা হাসাহাসি...
ভালবাসা কি চিত্রের উলঙ্গ কিছু চিত্র..!
ভালবাসা কি ক্ষমার মধ্যেই মিশে থাকা মিত্র।
ভালবাসা কি নারীর আশা পুর্নতায়
ভালবাসা কি না পাওয়ার যৌন চুর্নতায়...
ভালবাসা কি নীরব পার্কের কিনার,
ভালবাসা কি মস্তবড় রেস্তোরার ডিনার!
ভালবাসা কি তোমার সকল চাওয়া
ভালবাসা কি আমাকেই দৃশ্যে হারিয়ে যাওয়া।
ভালবাসা হল মনের কিনারে ব্যথা,
জাতীয় সংগীত শুনে লোম দাঁড়ানো কাব্যগাথা।
ভালবাসা মানে, মনের অব্যক্ত সব বচন,
সকল আবদারের ছোট্ট ছোট্ট মোচন।
ভালবাসা মানে অন্তরের অজানা টান,
হঠাৎ দেখাতেই কাছে আসার অপরুপ ভান।
ভালবাসা মানেই লোম জাগানো শিহরন,
সত্যের পক্ষে সাড়া জাগানো আপন প্রজ্জ্বলন।
(কবিতা গদ্য ছন্দে রচিত, যারফলে মাত্রার ব্যাঘাত বিদ্যমান। )
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
ভাবুক কবি বলেছেন: আপনাদের ভালবাসা নিয়েই লেখা।
ভালবাসা নিরন্তর ভ্রাতা।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
ভবঘুরে যাত্রি বলেছেন: ভালবাসা নিরন্তর
০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:১১
ভাবুক কবি বলেছেন: ভালবাসা নিরন্তর ভ্রাতা
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
রুপম হাছান বলেছেন: চরম ভালো লেগেছে ভাই ভাবুক কবি : “ ভালবাসা কি শুধুই ফুলেল শ্রদ্ধা জানানো,
ভালবাসা কি নতুন করে মুক্তিযোদ্ধা বানানো. “
হা হা হা। লাইকস।
০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:১৩
ভাবুক কবি বলেছেন: অনেক ভালবাসা ভাই।
ভাললাগলেই লেখা স্বার্থক।
৪| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
সাইফুল১৩৪০৫ বলেছেন: বর্তমান ভালবাসার চিত্রগুলো ভাল লাগল।
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২০
ভাবুক কবি বলেছেন: ভাললাগায় নতুন ভাললেখার প্রেরণা হিসেবে কাজ করবে।
অনেক ভালবাসা রইল ভ্রাতা।
৫| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উত্তর গুলো পছন্দ হয়েছে ভাই।
কবিতা ভালো লাগলো।
শুভকামনা রইল কবি +++++
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২২
ভাবুক কবি বলেছেন: বড়দের এই ভাললাগাই আগামী লেখার খোরাক।
অনেক অনেক ভালবাসা ভাই।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
নিচু তলাৱ উকিল বলেছেন: গদ্য ছন্দ বলে কোন ছন্দ নেই,,,,,,,ছন্দ তিন প্রকার স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত,,, এদের আবার বিভিন্ন প্রকারভেদ আছে।
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
ভাবুক কবি বলেছেন: অনেকে এই গদ্যের কথা কয়, তাই কইলাম।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪
মো: হাফিজুল ইসলাম হাফি বলেছেন: অসাধারন হয়েছে ভায়া!!!!