![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০.০৪.২০১৪
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
ও মন রে…
কিসের তরে রয়ে গেলি তুই
বলেছিলি তুই যে আমায়
আমি নাকি ভুলে যাবো
ভুলে আমি ঠিকই তো যেতাম
পোড়া মনে তোরই কথা
বারে বারে বেজে ওঠে
তাই তোকে আর ভোলা হলো না........................
লাকী আখন্দ এর এই গানটি আমার অনেক প্রিয়। মনে হয় যেন একেবারে কলিজার ভিতর লাগে গানের কথাগুলো। কেন এমন হয় জানি না। আমার মনতো আমার কাছেই রয়ে গেল। কাওকে দিতে পারলে তো ফিরে পাওয়ার ব্যাপারটা থাকতো। কী জানি, হয়তো মনটা কাউকে দিতে না পারার হাহাকার থেকেই এমনটা হয়। বড় আজিব জিনিস মানুষের মনস্তত্ত্ব। পেলে মনে হয় না পেলেই ভাল ছিল আবার না পেলেও হাহাকারে ভরে উঠে জীবন। যারা মনটা কাউকে দিয়ে বসেছে তারা ফেরত চায় আবার যারা দিতে পারে নি তারা ভোগে না পাওয়ার কষ্টে। মানব জীবনের বুঝি কষ্ট থেকে মুক্তি নাই।
মজনু তার মনটা দিয়ে দিল লাইলীকে। মন ছাড়া কি বাঁচা যায়? মন অন্যকে দিয়ে মজনু কী কষ্টটাই না ভোগ করল। সেই কাহিনী মানুষের মুখে মুখে ফিরে। এপ্রসঙ্গে একটি ফার্সী কবিতার দু'টি লাইন মনে পড়লঃ
//পায়ে ছগ বুছিদা মজনু খলক পুরসিদ ইঁ চে শুদ
গুফতে ই ছগ গাহে গাহে কুহে লায়লা রফতা বুদ//
//মজনুকে প্রায়ই দেখা যেত একটি কুকুরের পায়ে চুমু খাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করে, ব্যাপার কী? মজনু বলে, এই কুকুরটি মাঝে মাঝে লাইলীর বাড়ির সামনের গলি দিয়ে হেঁটে আসে।//
বুঝো এবার কী কঠিন হয় মন দেয়ার ফল। এখন অবশ্য সেই অবস্থা নেই। এখন ফেসবুকীয় প্রেমের যুগ। এখন একই মন এক সাথে অনেক জনকে দেয়া যায়। আবার যখন তখন ফেরতও নিয়ে নেওয়া যায়। গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড আর ব্রেক আপ এই শব্দগুলো এখন টিন এজারদের মুখে মুখে। আগে কলম দিয়ে কাগজে লিখা হত। ডিলিট করা সহজ ছিল না। কাগজ ছিড়ে যাবে তবু যা একবার লিখে ফেলা হয়েছে তা মুছে ফেলা যাবে না। এখন ডিজিটাল পদ্ধতিতে যখন তখন মুছে ফেলা যায় আবার অসংখ্য কপি করা যায় একই লেখার। যত দরকার তত কপি। এই কারণেই আগে প্রেমের যে মাহাত্ম ছিল এখন আর নেই।
মন ফিরে পাওয়ার কোনো ব্যাপার না থাকলেও জীবনে অনেক বড় একটা আফসোস আছে। এটা প্রতিটি মানুষের মধ্যেই আছে। আর একবার জীবনটা নতুন করে শুরু করার সুযোগ যদি পাওয়া যেত! যাপিত জীবনের নানা অভিজ্ঞতায় যখন ভুলগুলো বুঝতে পারি তখন এটাও বুঝতে পারি যে নতুন করে শুরু করার আর কোনো সুযোগ নেই। জীবন এতই ছোট আর জীবনের রূপান্তরগুলো এমনভাবে অতি দ্রুত ঘটে যে এক ধাপের কাজ অন্য ধাপে গিয়ে শুরু করা যায় না।
হাসন রাজার এই গানটাও আমার অনেক প্রিয়ঃ
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার ।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ অনেক অনেক.........................
২| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১৭
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: লাকি আখন্দ স্যার মারা গেলেও তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আমার পক্ষ থেকে তার প্রতি সামান্য ট্রিবিউট এই ভিডিও এর মাধ্যমে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: সামুতে শুভেচ্ছা হামিদ ভাই