নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

কী আশায় বাঁধি খেলাঘর.................২

১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩২

মদীনার সনদে দেশ চালনোর কথা বলা হয়। মদীনার সনদের তৃতীয় শাসক এবং দ্বিতীয় খলিফা ওমর শাসনভার গ্রহণের পর প্রথম যেদিন জনসম্মুখে ভাষণের সুযোগ পেলেন তখন তিনি জিজ্ঞেস করলেন, 'আমি যদি ভুল করি তো তোমরা কে কী করবে?' কেউ কোনো কথা বলে না। তিনি অসম্ভব রাগী ছিলেন। ভয়ে সবাই চুপ করে রইল। তিনি যখন বার বার এই কথাটি বলতেছিলেন তখন এক কোণা থেকে একজন খাঁপ থেকে তরবারী খুলে একজন দাঁড়িয়ে গেল - 'আমি এই তরবারি দিয়ে তোমাকে সোজা করে দিব।' খলিফা ওমর তখন বললেন, 'আমি এতক্ষণে স্বস্তি পেলাম যে আমার ভুল করার কোনো সুযোগ নেই। আমি ভুল করলেও তোমরা তা সংশোধন করে দিবে।'



খলিফা ওমরের মানসিকতা এমনই ছিল যে, শক্তিশালী বিরোধীতা না থাকলে ভুল হবার সম্ভাবনা থাকে। আর ভুল হলে শাসক হিসেবে তিনি ব্যর্থ হবেন। এই মানিসকতা না থাকলে মদীনার সনদের কথা বলে কোনো লাভ নেই।



ওমর কিন্তু মানুষের আয়ের ২৫/৩০ পার্সেন্ট ট্যাক্স নিতেন না। তিনি আয়ের উপর কোনো ট্যাক্সই নিতেন না। তিনি কেবল ধনীদের সঞ্চয়ের আড়াই পারসেন্ট নিতেন।



আমাদের বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ইদানীং বেশ সুন্দর সুন্দর কথা বলছেন। নারায়ন গঞ্জের ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য তাঁর স্বভাবসুলভ ভঙ্গীতে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, 'এটা কি মগের মুল্লুক?' ( এখনও আপনার সন্দেহ আছে নাকি?) তিনি আরও বলেন, 'প্রক্সি দিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালয় চলে না।' ব্যক্তিত্ববান ও আইন সম্পর্কে ধারণা আছে এমন কাউকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।



আওয়ামী লীগের আগের মেয়াদের সরকারের সময়ও প্রথম দিকে তিনি এমন সুন্দর সুন্দর কথা বলতেন। এক পর্যায়ে তাঁকে রেল মন্ত্রীর দায়িত্ব দেওয়া হল। কিন্তু কাল বিড়াল সংক্রান্ত জটিলতার কারণে তিনি রেল মন্ত্রণালয় ছাড়তে বাধ্য হন। অতপর তাকে করা হল ওজিরে খামাখা বা অনর্থক মন্ত্রী। যার কোনো কাজ নেই। তিনি কেবল বসে বসে পাবলিকের টাকায় সুযোগ সুবিধা ভোগ করবেন।



আচ্ছা আমাদের দেশের মন্ত্রীরা কি জানেন যে জনগণ তাদেরকে পালেন? তাদের ব্যবহারে তো মনে হয় না যে জানেন। আমার নিজেরাইতো জানি না। রাজপূজা আমাদের রক্তের সাথে মিশে আছে। জেনেটিকভাবে এটা আমার পেয়েছি। তাইতো আমার মন্ত্রীর সামনে টেবিল চাপড়ে বলতে পারি না,' মন্তী মহোদয়! আমার টাকা নষ্ট করার অধিকার কে আপনাকে দিয়েছে?



আমাদের টাকা এটা কোনো হাওয়াই কথা না। জনগণরে রক্ত পানি করা ইনকাম থেকে ট্যাক্স কেটেই সরকারের খরচ চলে। দেশের কাজ হয়। ব্যাক্তি পর্যায়ে আয়ের দশ থেকে পঁচিশ ভাগ ইনকাম ট্যাক্স দিতে হয়। আর কর্পোরেট পর্যায়ে সাড়ে বিয়াল্লিশ পারসেন্ট পর্যন্ত।



কেউ কেউ বলতে পারেন আমি তো টেক্স দেই না। প্রত্যক্ষ কর না দিলেও পরোক্ষ কর দেয় না এমন কোনো লোক দেশে নাই। একজন শ্রমিক এমনকি একজন ভিক্ষুককেও বাজার থেকে কিছু না কিছু কিনতে হয়। বাজার থেকে যে জিনিসটা কেউ এক শ' টাকা দিয়ে কিনছে যদি নানা রকম টেক্স তার উপর আরোপিত না থাকত তবে সে জিনিসটার দাম সত্তর টাকার বেশি হত না।



খবরের কাগজে দেখলাম পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হুং উন। সম্প্রতি সাগরে ডুবে যাওয়া ফেরীতে আটকে পড়া যাত্রী ও লাশ উদ্ধারে ব্যর্থতার সমালোচনার মুখে সরে দাঁড়ালেন তিনি।



ওনাদের জন্য এটা স্বাভাবিক। কারণ ওনারা আসেনই দু'চার বছর দেশ সেবা করার জন্য। এসেছিলেন হয়তো চার বছরের জন্য। সমস্যায় পড়ে গেছেন তো কী আর করা সরে দাঁড়ালেন দুই বছরেই। আমাদের দেশে ব্যপারটা এরকম না। আমাদের দেশে মানুষ আসে "ক্ষমতায়"। তারপর তারা একটা রাজ বংশ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। পদত্যাগ করলে তাদের চলবে কেন? তাদের কী দোষ! দেশের মানুষ তো আবার রাজ বংশ ছাড়া অন্য কাউকে ভোট দেয় না।



রাজ বংশ প্রজা শাসন করবে এটাই স্বাভাবিক। দেশটা তো প্রজাতন্ত্র। আমারা সবাই প্রজা। রিপাবলিকের অনুবাদ করা হয়েছে প্রজাতন্ত্র। তো আমার তো প্রজাই রয়ে গেলাম। ভারতে রিপাবলিকের অনুবাদ করা হয় লোকতন্ত্র। তাই সেখানে লোকের ভোটের দাম আছে। প্রজার ভোটের আবার মূল্য কী। এই জন্যই আমাদের দেশের মন্ত্রী/প্রধানমন্ত্রীরা মানুষকে খোঁটা দেয় তোমাদের জন্য কত কী করলাম!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৩

নিষ্‌কর্মা বলেছেন:
সত্য কথাঃ
ভারতে রিপাবলিকের অনুবাদ করা হয় লোকতন্ত্র। তাই সেখানে লোকের ভোটের দাম আছে। প্রজাতন্ত্রে প্রজার ভোটের আবার মূল্য কী?

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১৬

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ ..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.