![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা একটি বিমূর্ত শিল্প মাধ্যম। এর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কারণ এমাধ্যমে যারা কাজ করেন তাদের প্রত্যেকেরই রয়েছে স্বকীয় ব্যক্তিক অনুভূতি। তাছাড়া তাদের প্রত্যেকের ভাবনার ধরন, অভিজ্ঞতা, সমকাল, চিন্তার বিবর্তনও প্রকাশভঙ্গি ভিন্ন ভিন্ন। ফলশ্রুতিতে তাদের কবিতার আঙ্গিকও আলাদা আলাদা এবং তাদের কবিতার সংজ্ঞাও ভিন্ন ভিন্ন হতে বাধ্য।
সুতরাং, কবিতার কোনো একটি সংজ্ঞা মুখস্ত করে সকল কবিতাকে সেই ছকে ফেলে যাঁচাই করার কোনো মানে আছে বলে আমার মনে হয় না।
এখানে একটি ঘটনা উল্লেখ করতে পারি। গত চল্লিশের দশকে আল মাহমুদ এবং তার সমসাময়িক কবিগণ যখন কবিতা লিখতে শুরু করলেন তখন ত্রিশের দশকের প্রতিষ্ঠিত কবিগণ এই বলে হায় হায় করে উঠল যে ছোকড়ারা কীসব ছা্ইপাশ লিখছে! এরা যাসব লিখছে সেগুলোতো কোনো কবিতাই হচ্ছে না। এরা তো বাংলা কবিতা সাহিত্যকে নষ্ট করে ছাড়বে!
সেই আল মাহমুদরাই কিন্তু এখন প্রতিষ্ঠিত কবি। তারা বাংলা কবিতাকে নষ্ট নয় বরং সমৃদ্ধ করেছেন।
©somewhere in net ltd.