![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দশ জন নারী প্রতি বৃহ:স্পতিবার সকালে নিজেদের একেক জনের বাড়িতে কফি খেতে খেতে আড্ডা দিতেন। তাদের শহরটির নাম ছিল হানটিংডন। শহরের নামানুসারে তাদের বলা হত হানটিংডনের নারী।
একদিন ডায়ানা নামের 75 কেজির নারীটি বললেন, “পরের সপ্তাহে আমরা কি তুরস্কের কোনো সমুদ্রতীরে মিলিত হতে পারি না?”
সবার মত সান্দ্রাও ভাবল ফালতু পেচাল।“আগামি সপ্তাহে আমার বাসায় আড্ডা হওয়ার কথা” – বলল সে। শুনে ডায়ানা ভ্রূ কুঁচকে তাকাল তার দিকে।
পরের সপ্তাহে দেখা গেল তাদের তিন জন ক্লুডেনিজ এর কাছাকাছি একটা সৈকতে বসে আপেল চায়ে চুমুক দিচ্ছে এবং পাঁচ জন সান্দ্রা’র বাসায় গেল কফি খেয়ে আড্ডা দিতে আর বাকি দু’জন নারীর সকাল বেলা কফি খাওয়াই হল না।
Note: ইংরেজীন ১০০ শব্দের এই গল্পটি ছাপা হয়েছে Reader’s digest এর অক্টোবর ২০১৪ সংখ্যায়। গল্পটিলিখেছেন পুরুস্কারপ্রাপ্ত বৃটিশ কবি লেখক ও অভিনেতা টিম কী (Tim Key)। .
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২
হামিদ আহসান বলেছেন: আমারও ভাল লাগে নি গল্পটি। আন্তর্জাকি ম্যাগাজিনে ছেপেছে তাই অনুবাদ করলাম । অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৭
নাসরিন চৌধুরী বলেছেন: হুম হামিদ ভাই --আমিও গল্পটি ভাল লাগাতে পারলামনা । কি জানি!!
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১০
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন নিরন্তর ..............
৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৫
মামুন রশিদ বলেছেন: হাহাহ, সুন্দর গল্প সুন্দর অনুবাদ । মাত্র একশ শব্দে ভালোই খোঁচা দেয়া গেছে!
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪
হামিদ আহসান বলেছেন: হুম, খুঁচা দেয়াটাই মনে হয় মূল বিষয়। তাদের গল্প বলার ঢং ভিন্ন। বাংলাভাষী লেখক হলে হয়তো কাব্যিক ঢংয়ে ধোয়াশ তৈরী করতেন। ধন্যবাদ আপনাকে।
৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: ওনারা যাই লেখেন তাই সাহিত্য !!!
এই ধরনের খুব সাধারণ কন্সেপ্টে লেখা 'বিশেষকরে নারীদের খোঁচা দিয়ে' স্কুলের ছেলেপেলেকেও লিখতে দেখেছি ।
যাই হোক , আপনার প্রচেষ্টায় শুভেচ্ছা , ভালো থাকবেন
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫
হামিদ আহসান বলেছেন: হা হা হা, আপনার সা্থে একমত। ধন্যবাদ আপনাকে...........
৫| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২
জাফরুল মবীন বলেছেন: আমার কাছে গল্পের মূল যে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হলো একতার শর্তই একতা বজায় রাখে।যখন তারা এক ইস্যুতে ছিল ততক্ষণ তাদের অটুট ঐক্য বজায় ছিলো।একতার শর্তে ভিন্নতা প্রবেশ করা মাত্রই ঐক্য ভেঙ্গে গেছে।শেষোক্ত ২জন নারীর পরিবর্তিত অবস্থান বেশ তাৎপর্য পূর্ণ।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ জাফর ভাই। সুন্দর বিশ্লেষণ করেছেন।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮
এম এম করিম বলেছেন: কেন জানি ভাল লাগল না। তবে সেটা গল্পের দোষ।
আপনার জন্য শুভকামনা সবসময়।