নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কথা প্রিয় প্রসঙ্গ .....................০১

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

এক.

বঙ্কিমচন্দ্র সম্পর্কে কবিগুরুর মূল্যায়ন :

বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আমার চেয়ে অনেক বয়োজ্যষ্ঠ। তারপরও তিনি দীর্ঘ্ আয়ু লাভ কছিলেন বলে আমার তাকে দেখার সুযোগ হয়েছিল এবং তিনি আমার সমসাময়িক ছিলেন। সেসময় বাংলায় যে সাহিত্য-বিপ্লব ঘটে তিনি ছিলেন তার পথিকৃৎ। তার আগমণের পূর্বে আমাদের সাহিত্য এক ধরনের কঠোর অলঙ্কার শাস্ত্র দ্বারা বলা যায় নিপীড়িত ছিল। যে অলঙ্কার আমাদের সাহিত্যের গলা চেপে ধরেছিল। যে অলঙ্কার অলঙ্কার না হয়ে পরিণত হয়েছিল শৃঙ্খলে। সমাধি পাথরের নিরাপত্তা আর ষ্প্রিাণের চূড়ান্ততায় বিশ্বাস করে যে গোঁড়ামি তার বিরুদ্ধে যাওয়ার পর্যাপ্ত সাহস বঙ্কিমচন্দ্রের ছিল। আমাদের ভাষার উপরথেকে আঙ্গিক নামের জগদ্দল পাথর তিনি সয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন। তাঁর যাদুর কাঠির এক ছোয়ায় আমদের সাহিত্য যুগযুগান্তরের ঘুম থেকে জেগে উঠেছিল।

(রাধাকৃষ্ণাণ সম্পাদিত Contemporary Indian Philosophy বইয়ের অন্তর্ভুক্ত কবিগুরুর লেখা The Religion of Artist নামক প্রবন্ধ থেকে অনূদিত)



দুই.

নদীর প্রবাহ যেমন কাহারো উপদেশের অপেক্ষা না রাখিয়াই নূতন নূতন প্রদেশে আপনার পথ কাটিয়া আপনার বেগে প্রবাহিত হইয়া যায়, সাহিত্যের গতিও ঠিক তেমনি। ভগীরথ শঙ্খ বাজাইতে বাজাইতে সঙ্গে সঙ্গে যাইবে, ভাগীরথি আনার গতিতে আপনি প্রবাহিত হইবে। এই বিষয়ে কর্ত্তব্য কার্য্ একমাত্র এইযে ভগীরথের শঙ্খ যেন কখনও না থামে।

(………………..ঢাকায় এক সাহিত্য সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুর। সূত্রঃ ঢাকায় রবীন্দ্রনাথ, নলিনীকান্ত ভট্টশালী, মাসিক উত্তরাধিকার, মাঘ – ১৪২০)



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

তামান্না তাবাসসুম বলেছেন: পড়ার মত পোস্ট। ধন্যবাদ

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২

হামিদ আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য ..........................

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো হয়েছে হামিদ ভাই। অনেকদিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন ভাই।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

হামিদ আহসান বলেছেন: হ্যাঁ ভাই, অনেক দিন পর আমাদের দেখা। কেমন আছেন?

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০

হামিদ আহসান বলেছেন: শুভেচ্ছা জানবেন ...............

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:১৬

কলমের কালি শেষ বলেছেন: ভাল লেখনী ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬

দীপংকর চন্দ বলেছেন: নদীর প্রবাহ যেমন কাহারো উপদেশের অপেক্ষা না রাখিয়াই নূতন নূতন প্রদেশে আপনার পথ কাটিয়া আপনার বেগে প্রবাহিত হইয়া যায়, সাহিত্যের গতিও ঠিক তেমনি।

ভালো লাগলো ভাই।

শুভকামনা। অনিঃশেষ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১১

হামিদ আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ ................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.