|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সম্প্রতি ভারতের তামিল ভাষার এক প্রখ্যাত লেখক এক অভিনব কায়দায় লেখালেখি ছেড়ে দেওয়ার মাধ্যমে প্রতিবাদের নজির স্থাপন করেছেন।
পেরুমাল মুরুগানকে বলা হয় তামিল ভাষার সব চেয়ে সমৃদ্ধশালী লেখক। হঠাৎই একদিন তিনি তাঁর ফেসবুকের দেয়ালে লিখলেন: 
"Perumal Murugan, the writer is dead. As he is no God, he is not going to resurrect himself. He has no faith in rebirth. As an ordinary teacher, he will live as P Murugan. Leave him alone."  
অর্থাৎ লেখক পেরুমাল মুরুগান এখন মৃত। আর সে যেহেতু ঈশ্বর নয় তাই নিজেকে পুনরুথ্থিত করার ক্ষমতাও তার নেই। পুনর্জন্মেও তার বিশ্বাস নেই। একজন সাধারণ শিক্ষক হিসেবে সে পেরুমাল মুরুগান হয়েই বেঁচে থাকবে। তাকে একা থাকতে দাও।
এভাবেই তামিল ভাষার বিখ্যাত এই লেখক চিরতরে লেখালেখি ছেড়ে দেওয়ার নাটকীয় ঘোষণাটি প্রদান করেন। মাধুরাভাগন নামে তার একটি উপন্যাসের বিরুদ্ধে স্থানীয় হিন্দু এবং জাতি ভিত্তিক দলগুলির ক্রুদ্ধ প্রতিবাদের পরই তিনি এসিদ্ধান্ত নেন। তিনি তার প্রকাশককেও অনুরোধ করেছেন তার বই বিক্রি না করতে। অবিক্রিত বইয়ের ক্ষতিপূরণ তিনি দিয়ে দিবেন বলে জানান। তিনি পাঠকদেরও অনুরোধ করেন তার বইগুলি পুড়িয়ে ফেলতে। তিনি নিজে আর কোনো সাহিত্য সম্মেলনে না যাবার ঘোষণাও প্রদান করেন। 
সূত্রঃ গত 15 জানুয়ারী বিবিসির ওয়েবসাইটে Why Indian author Perumal Murugan quit writing শিরোনামে তাদের দিল্লী প্রতিনিধি সৌতিক বিশ্বাসের বরাতে খবরটি প্রকাশিত হয়।  
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১৮
হামিদ আহসান বলেছেন: সেটাই । আমি তার এভাবে দমে যাওয়াটা সমর্থন করতে পারি না। শুভ সন্ধ্যা সুপ্রিয় বিদ্রোহী বাঙালি ভাই
২|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৪
দীপংকর চন্দ বলেছেন: হৃদয় স্পর্শ করলো লেখকের অভিমান!
জানি না কি ধরনের বিষয়বস্তুকে উপজীব্য করে রচিত হয়েছে মাধুরাভাগন, তবু লেখকের স্বাধীনতার পক্ষে আমার অবস্থান।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০৭
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০৭
হামিদ আহসান বলেছেন: বাবিসির রিপোর্টটিতে অবশ্য বিস্তারিত অাছে৷ কোনো লেখায় হয়তো বিস্তারিত লিখে ফেলব৷ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য অার শুভেচ্ছা অফুরাণ ....
৩|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:৩০
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:৩০
প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা। ধন্যবাদ হামিদ ভাই।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৪৩
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৪৩
হামিদ আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:১৩
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:১৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রতিবাদটি অভিনব এবং অবশ্যই জোড়াল সন্দেহ নাই। কিন্তু একজন লেখকের অপমৃত্যুও কি এই উগ্রবাদী এবং মৌলবাদীদের দমাতে পারবে বলে মনে হয়? এটাও কিন্তু ভেবে দেখার দরকার ছিল।