|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হাঁপাইতে হাঁপাইতে একটা চিপা গলিতে ঢুকিয়া পড়িলেন প্রখ্যাত ছিনতাই শিল্পী ল্যাংড়া টাকলু৷ অল্পের জন্য অাজ পাবলিকের হস্তে ধরা খাওয়া হইতে বাঁচিয়া গিয়াছেন তিনি৷ "মানুষ এতো খারাপ কেন? এই দেশে কিচ্ছু হইবে না, সব শালা চুতিয়া পাবলিক" - মনে মনে অাচ্ছা করিয়া গালাগাল করিতে লাগিলেন সেই লোকগুলোকে যাহারা ছিনতাই করিবার সময় তাহাকে ধাওয়া দিয়াছে৷ অাজ বেজায় চটিয়া গিয়াছেন ল্যাংড়া টাকলু ৷
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১:৩৪
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১:৩৪
হামিদ আহসান  বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জানাই ৷ 
পরে অাসছি .....
২|  ১৪ ই মার্চ, ২০১৫  রাত ৮:০৭
১৪ ই মার্চ, ২০১৫  রাত ৮:০৭
বিদ্রোহী বাঙালি বলেছেন:  "মানুষ এতো খারাপ কেন? এই দেশে কিচ্ছু হইবে না, সব শালা চুতিয়া পাবলিক" 
ল্যাংড়া টাকলুর অতি আক্ষেপের কথাটা কিন্তু অযৌক্তিক নয়। কারণ আমাদের দেশে পিছন দিক দিয়ে হাতি চলে গেলে দেখে না, অথচ সামনে দিয়ে মশা গেলে খপ করে ধরে ফেলে। 
  ১৪ ই মার্চ, ২০১৫  রাত ১১:৪৯
১৪ ই মার্চ, ২০১৫  রাত ১১:৪৯
হামিদ আহসান বলেছেন: হা হা হা ......ঠিকই বলেছেন অাপনি .....
৩|  ১৪ ই মার্চ, ২০১৫  রাত ৮:২৩
১৪ ই মার্চ, ২০১৫  রাত ৮:২৩
আরণ্যক রাখাল বলেছেন: কি হইল বুঝিলাম না মোটেও
  ১৪ ই মার্চ, ২০১৫  রাত ১১:৫০
১৪ ই মার্চ, ২০১৫  রাত ১১:৫০
হামিদ আহসান বলেছেন: হা হা হা .... ধন্যবাদ ভাই পড়ার জন্য
৪|  ১৪ ই মার্চ, ২০১৫  রাত ১১:৫৮
১৪ ই মার্চ, ২০১৫  রাত ১১:৫৮
কালো গুপ্তচর বলেছেন: ভাই, কাহিনী শুরু হল কখন আর শেষইবা হল কখন কিছুইতো বুঝলাম না। শুধু পরলামই....!!!
  ১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১০:১৮
১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১০:১৮
হামিদ আহসান বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা রইল গুপ্তচর ভাই ......
৫|  ১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১০:২৯
১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১০:২৯
হামিদ আহসান বলেছেন: চারদিকে অামিতো এই ল্যাংড়া টাকলু ভাইদের জয় জয়কার দেখি৷ তার পরও বুঝাতে পারি নি এ অামারই ব্যর্থতা ৷
৬|  ১৭ ই মার্চ, ২০১৫  দুপুর ১:১৩
১৭ ই মার্চ, ২০১৫  দুপুর ১:১৩
হামিদ আহসান  বলেছেন: পৃথিবীর বিখ্যাত কিছু অণূগল্প দিলাম:
 
এযাবতকালের পৃথিবীর সর্বাধিক অালোচিত অণুগল্পটির নাম “নক”।  লিখেছেন ফ্রেডরিক ব্রাউন যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এই গল্পটিই এ ধরনের গল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। দুই বাক্যের সেই গল্পটি হল:
“The last man on Earth sat alone in a room.  There was a knock on the door…”  
বাংলা করলে দাঁড়ায় :
“পৃথিবীর সর্বশেষ মানুষটি একা একটি ঘরে বসে আছে, এমন সময় দরজায় কেউ নক করল…”
তবে ফরেস্ট  জে  একারম্যান নামক এক আমেরিকান সায়েন্স ফিকশন ভক্ত ও সংগ্রাহক ভদ্রলোক  দাবী করেন ক্ষুদ্রতম সায়েন্স ফিকশনটি তারই লেখা, যা মাত্র একটা অক্ষর ইংরেজী অক্ষর - ‘এফ’  আর গল্পটির  শিরোনামঃ ‘মহাজাগতিক রিপোর্ট কার্ডঃ পৃথিবী‘। গল্পের চেয়ে শিরোনাম বড়।
আর্নেস্টহেমিং ওয়ের  লিখেছেন মাত্র ৬ শব্দের একটি গল্পঃ
“বিক্রয় হইবেঃ বাচ্চাদের জুতাঃ কেউ পড়েনি”
 
বিখ্যাত লেখকদের মধ্যে আর্থার সি. ক্লার্কের একটি অণুগল্প পাওয়া যায়ঃ
“স্রষ্টা বললেন, ‘প্রোগ্রাম জেনেসিস বাতিল কর‘ এই বিশ্বের অস্তিত্ব রইলোনা”
 
আরো কিছু অণুগল্প এবং লেখকের নামঃ
তার অপেক্ষায় রইলাম, তাকে পেয়ে গেলাম। ধ্যাত! – লেখক,  মার্গারেট এটউড
বিরক্তির সাথে গাউন খুলে রাখল, তাচ্ছিল্যের সাথে মাথা – লেখক, জস হোয়েডন
রক্তাক্ত হাতে, আমি বললাম শুভ বিদায় -  লেখক, ফ্র্যাংক মিলার
মানুষ হয়ে বাঁচা, যথেষ্ট ব্যায়বহুল - লেখক, ব্রুস স্টারলিং
ওটা তোমার পেছনে! জলদি কর – লেখক, রকনে এস. ও‘ ব্যানন
হে শিশু আমি তোমার ভবিষ্যৎ, কেঁদোনা – লেখক,  স্টিফেন ব্যাক্সটার
মিথ্যা শনাক্তকারী চশমা তৈরি হল, সভ্যতা ভেঙ্গে পড়ল – লেখক,  রিচার্ড পাওয়ার্স
শিশুটির রক্তের ধরন? প্রায় মানুষের মত – লেখক,  অরসন স্কট কার্ড
মানবজাতিকে বাঁচাতে সে আবার মৃত্যুবরন করল – লেখক,  বেন বোভা
আমরা সৌরশক্তি ব্যাবহার শুরু করলাম, সূর্যের উজ্জলতা কমে গেল – লেখক,  কেন ম্যাকলেওড
টাইম মেশিন ভবিষ্যতে পৌছল!!! ….সেখানে কেউ নেই -  লেখক, হ্যারি হ্যারিসন
নতুন জিনের অভিব্যাক্তি প্রয়োজন – তৃতীয় চক্ষু – লেখক, গ্রেগ বেয়ার
বুশ সত্য কথা বলল, নরক শীতল হয়ে গেল – লেখক, উইলিয়াম গিবসন
বাঁচাও! আমি সময়ের মধ্যে আটকে গেছি – লেখক, লেখক, ড্যারেন আরোনফস্কি
এরকম আরো অসংখ্য অণুগল্প পাওয়া যাবে খুজলে। 
৭|  ১৭ ই মার্চ, ২০১৫  দুপুর ১:৩৪
১৭ ই মার্চ, ২০১৫  দুপুর ১:৩৪
শায়মা বলেছেন: হা হা অনুগল্প পড়িয়া হাসিতেছি!!!  
 
  ১৭ ই মার্চ, ২০১৫  দুপুর ২:১১
১৭ ই মার্চ, ২০১৫  দুপুর ২:১১
হামিদ আহসান  বলেছেন: হা হা হা .........     
৮|  ১৮ ই মার্চ, ২০১৫  বিকাল ৫:১৬
১৮ ই মার্চ, ২০১৫  বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ল্যাংড়াদের জয়জয়কার এখন ।
  ১৯ শে মার্চ, ২০১৫  বিকাল ৪:০৭
১৯ শে মার্চ, ২০১৫  বিকাল ৪:০৭
হামিদ আহসান  বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই পড়ার জন্য৷ ভাল অাছেন অাশা করি .....
৯|  ২৫ শে মার্চ, ২০১৫  সকাল ১১:০২
২৫ শে মার্চ, ২০১৫  সকাল ১১:০২
অর্বাচীন পথিক বলেছেন: হা হা হা.....
ফেবুতে পড়েছিলাম এখন আবার ও পড়লাম।
শুভেচ্ছা রইল হামিদ ভাই
  ২৯ শে মার্চ, ২০১৫  রাত ৮:৪১
২৯ শে মার্চ, ২০১৫  রাত ৮:৪১
হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ অাপু৷ ভাল অাছেন নিশ্চয়৷ শুভেচ্ছা সতত ......
১০|  ২৯ শে মার্চ, ২০১৫  রাত ১০:১০
২৯ শে মার্চ, ২০১৫  রাত ১০:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
হাসালেন, হামিদ ভাই। 
কথায় যুক্তি আছে.... তাতে কিছু লজিকও আছে   
 
  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৫৭
৩১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৫৭
হামিদ আহসান  বলেছেন: হা হা হা .....   
১১|  ২৯ শে মার্চ, ২০১৫  রাত ১০:১০
২৯ শে মার্চ, ২০১৫  রাত ১০:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
ছিনতাই শিল্পী......... হাহাহাহা!   
   
 
  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:০০
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:০০
হামিদ আহসান  বলেছেন: 
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১:১৪
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গল্পটা ঠিক বুঝতে পারি নি!