নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

অাজব চিড়িয়ায় ভরে গেছে দেশটা

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮

নিজের চেহারাটা আমরা দেখতে পাই না । নিজে ঘুষ নিতে নিতে আমরা অন্য ঘুখোরের সমালোচনা করি। নিজে অবৈধ অস্ত্র হাতে সন্ত্রাসীদের সমালোচনা করি। নিজে রাস্তায় পানের পিক ফেলতে ফেলতে পাশের জনকে বলি, কী মিয়া রাস্তায় থুথু ফেল কেন? মন্ত্রী, এমপি, বিচারপতি, সাংবাদিক কেউই ট্রাফিক আইন মানে না অন্যদের মানতে বলে খালি। যে যেখানে খুশি বিড়ি ফুঁকছে৷ কেউ অাইন মানে না৷ শালা কী সব অাজব চিড়িয়ায় ভরে গেছে অামার দেশটা। কারো কোনো রকম অনুভুতিই নাই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনার অনুভুতির অবস্হা কি রকম?

১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

হামিদ আহসান বলেছেন: অামার অনুভুতির অবস্থা এমন .....:



এমন কোনো অায়না কি পাওয়া যাবে
যে অায়নার সামনে দাঁড়ালে
মুখোশে-অবয়বটা নয়; বরং
মুখোশের অাড়ালে লুকানো
অাসল চেহারাটাই দেখা যাবে?
যার যার চেহারাটা নিজেরাই দেখে নিতাম!

২| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১

মস্টার মাইন্ড বলেছেন: যে লিখেছে তার অনুভূতিতে আঘাত করেছে বলেই লিখেছে। তাই এটা বুঝাই যাচ্ছে তার অনুভূতি টা কেমন।
@চাঁগাজী


অনুভূতি গুলোজে মেরে দিয়েছি আমরা। চাপা দিয়েছি আধুনিকতায়

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

হামিদ আহসান বলেছেন: অনুভুতিগুলি ভোতা করে দিয়েছি যে .......

৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


@ মস্টার মাইন্ড ,

আধুনিক হয়েছে ইউরোপ, বাংলাদেশ আধুনিক হয়নি, হয়েছে পাকিস্তান।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২

তপ্ত সীসা বলেছেন: পাকিস্তান আসলেই আধুনিক হইছে গাজী ভায়া। আগে দোররা দিয়া মারতো, এখন গুলি কইরা মারে।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:

@তপ্ত সীসা ,

বাংগালীরা তাদের বড় ভাইকে ভুলতে পারে না, অনুসরণ করেই চলছে!

৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩

তপ্ত সীসা বলেছেন: আপনের কাছে বড় ভাই লাগতে পারে, আমার কাছে কইতাছি লাগেনা ভায়া।

আপনে চাইলে অনুসরন করেন, আমাগো টাইনেন না।

৭| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬

ডি মুন বলেছেন: আগে আমাদের নিজেদেরকেই বদলাতে হবে।
তবেই দেশটা মুখোশে নয় মানুষে ভরে উঠবে।

সুন্দর লেখায় ভালোলাগা রইলো।

৮| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

অর্বাচীন পথিক বলেছেন: "নিজে রাস্তায় পানের পিক ফেলতে ফেলতে পাশের জনকে বলি, কী মিয়া রাস্তায় থুথু ফেল কেন?"--- :P :P :P

কঠিন একটা বাঁশ দিলেন হামিদ ভাই। :P


আমি কিন্তু পান খায় না :-B
ভুলে গেলে হবে আমি-আপনি ও এক- এক জন "এক- এক টা চিড়িয়া" :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.