![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন অন্য একটা অফিসে ছিলাম৷ ঢাকার হাইরাইজ বিল্ডিংগুলোর একটিতে সেই অফিস৷ যেখানে মেয়েদের জন্য অালাদা ওয়াশরুম ছিল না৷ একবার নারী দিবসে অফিসের সিনিয়র মেয়েদের উদ্যোগে একটি সংক্ষিপ্ত অায়োজন ছিল যেখানে অফিসের এমডিকে অামন্ত্রণ জানানো হয়৷ এমডির বক্তৃতার পর মেয়েরা ওয়াশরুমের বিষয়টি তুললে পরে সমস্যার সমাধান হয়৷
এই মুহূর্তে অামি ঢাকার একটি হাইরাইজ কমার্শিয়াল বিল্ডিংয়ের কথা জানি যেখানে মেয়েদের জন্য অালাদা ওয়াশরুম নেই৷ প্রতি ফ্লোরে পর্যাপ্ত ওয়াশরুম না থাকায় এবং ছেলেদের জন্য ইউরিনাল না থাকায় ছেলে মেয়ে প্রায়ই সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়৷ কাজের ক্ষতির কথা বলে এই অফিসে নারী দিবসের অনুষ্ঠান করতে দেওয়া হয় না৷
অাপনি জানেন কি মেয়েদের নানা কারণেই অালাদা ওয়াশরুম দরকার৷ কিন্তু এখনও দেশের অনেক অফিসে মেয়েদের সুবিধা সম্বলিত ওয়াশরুম নেই৷ স্কুল কলেজগুলোতেও সমস্যা অাছে৷ মেয়েদের সবদিক বিবেচনা করে কয়টা স্কুল-কলেজে ওয়াশরুম অাছে? অাপনি বলবেন অামাদেরটায় অাছে; কিন্তু সারা পৃথিবীতে নাইয়ের সংখ্যা অনেক৷
অাপনি নারী হয়েও বাবা এবং স্বামীর কাছ থেকে কোনোরূপ বৈষম্য পান নি; অাপনি ভাগ্যবতি৷ অাপনি পুরুষ হয়ে নিজ স্ত্রী কিংবা কোনো নারীকে অশ্রদ্ধা করেন না এটা অাপনার গুণ৷ কিন্তু অাপনি জানেন কি পৃথবীতে এখনও বিপুল পরিমাণ নারী মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে? সেই সব নির্যাতিত নারীর জন্য কী করা যায় সেই ভাবনার জন্যই বিশ্ব নারী দিবস৷
অনেকেই এই দিবসের বিপক্ষে৷ অামি বলি হোক না একিদন নারী দিবস৷ একদিন নারী দিবস পালন করলে কারো এমন কোনো ক্ষতি হয়ে যাবে না৷ নারী দিবস কখনও এই কথা বলে না যে নারীর জন্য কেবল এই দিন অার সারা বছর নারীকে সম্মান করা হবে না৷
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ৷ ভাল থাকুন
২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:০২
ফেরদৌসা রুহী বলেছেন: পরিবর্তনের শুরু করতে হবে যার যার পরিবার থেকেই।
যে নারী নিজের ঘরে সম্মান পাইনা , সে নারী অন্য কোথাও কিভাবে সম্মান পাবে? আজ যারা নারী দিবসের র্যালি করেছে, বক্তৃতা দিয়েছে , দেখা যাবে তাদের ঘরের নারীরা নিজেই নির্যাতিত।
এথেকে নারীদের শুধু মাত্র সচেতনা আর শিক্ষাই পারে তাদের নিজের অধিকার সম্পর্কে জানতে।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
হামিদ আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ অাপা ৷ ভাল থাকবেন .....
৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩
বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।
++++
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮
হামিদ আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ ৷ ভাল থাকবেন ....
৪| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেরদৌসার কথায় যুক্তি রয়েছে। নারীর প্রতি সম্মান প্রথমে নিজের ঘর থেকে শুরু করতে হবে। নারীদেরও সমলিঙ্গের প্রতি সহনশীল আচরণ করতে হবে। আর একটা কথা, আপনার নিবন্ধে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমের স্বপক্ষে যে দাবি করেছেন, আমি তার সাথে ১০০% সহমত।
ধন্যবাদ হামিদ ভাই।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯
হামিদ আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ অাবু হেনা ভাই ৷ ভাল থাকবেন
৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাষ্ট্র যখন সকলের অধীকার নিশ্চয়ন্ত করতে পারে তখন আর দিবসের প্রয়োজন হয় না।
আমাদের রাস্ট্রকে কল্যান রাষ্ট্রের ভাবনায় এগিয়ে যেতে হবে। ৫ বছরের জন্য স্বৈরাচারিতার লাইসেন্স হিসাবে যেভাবে চলছে তাতে শত দিবসও কোন হেরফের করবে বলে মনে হয় না।
পরিবার থেকে যখন বৈষম্যহীন চেতনা নিয়ে বেড়ে উঠবে তখনই সে রাষ্ট্রের অফিসের যেখঅনেই দায়িত্বে থাকক না কেন সেই আচরণই প্রতিফলিত হবে।
গোড়া থেকে শুদ্ধ করলেই বেশি কল্যান।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০
হামিদ আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ মতামতের জন্য
৬| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাবলীল বক্তব্য। একমত।
৭| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
সোজোন বাদিয়া বলেছেন: আপনার লেখার প্রতি এবং আপনার প্রতি বিশেষ শ্রদ্ধা রইল।
৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭
তৌফিক মাসুদ বলেছেন: দেরীতে হলেও আপনার লেখা টা পড়লাম। বিশ্ববিদ্যালয়ে দেখছি একই সমস্যা। ছেলেমেয়েদের একই ওয়াশরুম। কতগুলো বদমাশ আবার সেই ওয়াশরুমের সিটকানি ভেংগে দিয়েছে। এগুলো সবই সচেতনতার নামধারী বদমাশ। এরাই আবার জাতির ভবিষ্যৎ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ