নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল কথা

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

মিরাজ

বর্তমানে যুক্তরাজ্যে ক্যান্সার এর বিপক্ষে কার্যকরী ওষুধ উদ্ভাবনের চেষ্টায় কাজ করছি কিংস কলেজ লন্ডন এ নিজের গবেষণাগারে।

মিরাজ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের বিজয় মুহুর্ত - ১৬ ডিসেম্বর ১৯৭১ । ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম ।

১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

অনেক দিন পরে ব্লগে লিখছি । আশা করি ব্লগ বন্ধুরা সবাই ভালো আছেন । আমাদের মুক্তিযুদ্ধের উপর ব্লগারদের লেখাগুলি নিয়ে একটি ই-সংকলন প্রকাশ হতে যাচ্ছে সম্ভবত: আজই । চমৎকার এই উদ্যোগটির জন্য যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ । এই ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে আজ প্রথমবারের মত ইউটিউবে একটি ভিডিও আপলোড করলাম যেটিতে ১৯৭১ এ আমাদের বিজয় মুহুর্ত এবং পাক হানাদার বাহিনীর আত্মসমর্পনের দৃশ্য আছে ।





ভিডিওটির নাম দিয়েছি The Victory - 1971. Emergence of Independent Bangladesh. এটি যতনা পাক বাহিনীর আত্মসমর্পন তার চাইতে আমাদের জাতির জীবনের সবচাইতে আনন্দঘন মুহুর্ত । এই ভিডিওটি উৎসর্গ করলাম সামহোয়্যারইন এর মুক্তিযুদ্ধ নিয়ে লেখালিখি করা সকল ব্লগারকে যারা তাদের মুল্যবান সময় ইতিহাস ধরে রাখার কাজে ব্যয় করছেন ।



বি : দ্র : ভিডিওটি অনলাইন থেকে সংগ্রহ করে সামান্য কিছুটা এডিট করা ।

মন্তব্য ৪৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

রাঙা মীয়া বলেছেন: পোস্টটি দেওয়ার জন্য ধন্যবাদ

২| ১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

মাহবুব সুমন বলেছেন: দেখেছি আগে, আবারো দেখলাম, আবারো দেখবো।

৩| ১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২১

আরিফুর রহমান বলেছেন: ধন্যবাদ।

অনেকদিন পর!

৪| ১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

মিরাজ বলেছেন: ধন্যবাদ, রাঙা মীয়া, মাহবুব সমুন এবং আরিফুর রহমানকে ।

@ আরিফুর রহমান,
হ্যা ভাই । অনেকদিন পর । আশা করি এখন থেকে কিছুটা নিয়মিত হবো ।

৫| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:২২

চিকনমিয়া বলেছেন: স্যার কিমুন আচেন? অনেক দিন পরে দেকচি আফনেরে:(
ভালানি?

১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৮

মিরাজ বলেছেন: আপনাকেও অনেক দিন পরে দেখলাম চিকনমিয়া!! কেমন আছেন? মাইনাচ দেয়া কেমন চলছে? :)

আমি ভালো আছি ।

৬| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৬

ফারহান দাউদ বলেছেন: অনেকদিন পরে দেখলাম,কেমন আছেন?

১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৯

মিরাজ বলেছেন: ফারহান কেমন আছেন ভাই? চাকুরী কেমন চলছে? নতুন কোন সংবাদ আছে ?

৭| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৬

চিকনমিয়া বলেছেন: ভালাই আচি
আফনেরে মিচ করচি:(

৮| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৮

মুকুল বলেছেন: অনেক দিন পর! কেমন ছিলেন মিরাজ ভাই? স্টাডি নিয়ে ব্যস্ত মনে হয়!

৯| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫৯

ফারহান দাউদ বলেছেন: চাকুরি চলে না,সাড়ে ৩ মাসের মাথায় প্রথম চাকরি ছেড়ে দিয়েছি,১০ দিন বসে থেকে আরেকটায় ঢুকে ৪ দিনের মাথায় সেটাও ছেড়ে দিয়েছি,এখন বেকার,কি করবো জানিনা।

১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৩

মিরাজ বলেছেন: ফারহান, চাকুরী না চললে ব্যবসাতো আছেই!!

কি করবেন ঠিক করুন তারপর ব্যবসা শুরু করুন । পার্টনার লাগলে আওয়াজ দিয়েন । :)

১০| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:০১

মিরাজ বলেছেন: @ চিকনমিয়া
আশা করি এখন থেকে শনি এবং রবিবার ব্লগে আসতে পারবো ।

@ মুকুল
ল্যাবের কাজ নিয়ে বাড়াবাড়ি রকমের ব্যস্ত । কাজ শেষ করার চেষ্টা করছি ।

১১| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩১

মেহরাব শাহরিয়ার বলেছেন: ভিডিওটির জন্য ধন্যবাদ , রাতে দেখবো ।

অনেকদিন পর আপনাকে দেখলাম , খুব ব্যস্ত আছেন , বুঝতে পেরেছি । ব্লগে আপনাকে খুব মিস করেছি সবাই ।

ভালো থাকবেন , শুভকামনা

১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪০

মিরাজ বলেছেন: অনেকদিন পরে আবার আপনাদের টানেই আবার লেখালিখি শুরু করলাম।

কেমন আছেন? চাকুরী কেমন চলছে? নাকি মাষ্টার্স করছেন?

১২| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৮

অবকাশ বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৬

বিবর্তনবাদী বলেছেন: ভিডিওর জন্য ধন্যবাদ। কেমন আছেন? অনেএএএএএক দিন পরে এলেন। ভাবছিলাম ব্লগ ভুলে গেলেন কিনা। ভুলে যাননি দেখে ভাল লাগছে।

আবারো ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৬

মিরাজ বলেছেন: আরে!! আপনাদের ভুলে যাই কেমন করে?

কেমন আছেন? বিশ্ববিদ্যালয় এর পাঠ কি শেষ হলো??

১৪| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫১

নেমেসিস বলেছেন: গ্রেট রিস্টার্ট মিরাজভাই । +++++

১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৬

মিরাজ বলেছেন: ধন্যবাদ নেমেসিস । আশা করি ভালো ছিলেন।

১৫| ১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৮

সিহাব চৌধুরী বলেছেন:
কতদিন পরে মিরাজ ভাই !! :)

১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:১০

মিরাজ বলেছেন: :)

অনেক দিন পরে, আবার যে কোন সময় ডুব দিতে হতে পারে। :(

ল্যাবে কাজের অসম্ভব ব্যস্ততা ।

১৬| ১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৪

মোসতফা মনির সৌরভ বলেছেন: অনেকদিন ব্লগে ছিলাম না। আপনিও ছিলেন না। এসেই অসাধারন পোস্ট। ভাল থাকুন।

১৭| ১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৯

চিটি (হামিদা রহমান) বলেছেন: সালাম মিরাজ ভাই।
অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগছে।
আশাকরি ভালো আছেন।

১৮| ১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৭

ফাহমিদুল হক বলেছেন: ওয়েলকাম ব্যাক।

১৯| ১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৯

মিরাজ বলেছেন: ধন্যবাদ মোসতফা মনির সৌরভ, চিটি এবং ফাহমিদ ভাই ।

আশা করি সবাই ভালো ছিলেন ।

ফাহমিদ ভাইয়ের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজটি কিছুটা পড়েছি । সময় নিয়ে পুরোটা পড়তে হবে ।

২০| ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪০

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: কিছু ছবি/মুভি আছে যেগুলে দেখেও মন ভরে না..

ভাল লাগলো

ধন্যবাদ বস... ক্যামন আছেন?

১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৬

মিরাজ বলেছেন: ভালো আছি ভাই ।

চমৎকার একটি কাজের জন্য অভিনন্দন ।

২১| ১৪ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো পোষ্ট.......ধন্যবাদ।
আপনাকে দেখে ভালো লাগছে।
শুভেচ্ছা নেবেন।

১৬ ই জুলাই, ২০০৮ রাত ২:০৪

মিরাজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ । চেষ্টা করছি আবার নিয়মিত হবার ।

২২| ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১:৫৮

ফারহান দাউদ বলেছেন: নাহ,ব্যবসা কি আর সবাইকে দিয়ে হয়? হৃদয়ে দাসত্ব ঢুকে গেছে। পড়াশোনার কিছু করতে পারলে ভাল হত,সমস্যা হল আন্ডারগ্রাজুয়েটে রেজাল্টের ১২টা বাজিয়ে রেখেছি,এজন্য কিভাবে কি করবো ঠিক করতে পারছি না। আপনার লেখা কই ?

১৬ ই জুলাই, ২০০৮ রাত ২:০৪

মিরাজ বলেছেন: একাডেমিক রেজাল্ট কর্মক্ষেত্রে সাফল্যের জন্য কোনরকম পূর্ব-শর্ত নয় বরং ব্যতিক্রম বাদে খুব ভালো একাডেমিক রেজাল্ট করা ছেলেমেয়েদের কর্মক্ষেত্রে কুব সফল হতে খুব কমই দেখা গেছে ।

বরং যারা একটু দুনিয়ার ভাবগতিক বুঝতে যেয়ে একটু খারাপ রেজাল্ট করেছে সেইসব স্মার্ট ছেলেদের বুকিশ ভালো ছাত্রদের চেয়ে কর্মক্ষেত্রে ভালো করার নজির বেশী । :)

পড়াশোনার লাইনে থাকতে চাইলে পোষ্ট গ্রাজুয়েটে একটু খাটনি দেন।

২৩| ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২২

মোস্তাফিজ রিপন বলেছেন: ওয়েলকাম ব্যাক।
ভিডিওটা দারুন।

২৪| ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৫৫

ফারহান দাউদ বলেছেন: আপনার লেখা আবার কবে দেখা যাবে?

২০ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৩

মিরাজ বলেছেন: একটা বড় সিরিজ লেখার জন্য প্রস্ততি নিচ্ছি ।

আশা করি ভালো লাগবে ।

২৫| ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৩

চিকনমিয়া বলেছেন: স্যার ভালানি?

২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

মিরাজ বলেছেন: ভালো আছি চিকনমিয়া । তবে কাজের চাপে আমিও আপনার দলে নাম লেখাচ্ছি ... মানে চিকন হয়ে যাচ্ছি :D

২৬| ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৮

চিকনমিয়া বলেছেন: চিকন হওন ভালা:)
খেক খেক খেক"-

২৭| ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০১

১৯৭১ আমার চেতনা বলেছেন: মিরাজ স্যার,

আসসালামু আলাইকুম, কেমন আছেন, অনেকদিন পরে আসলেন। ভিডিও এর জন্য ধন্যবাদ।

২৮| ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২১

মোস্তাফিজ রিপন বলেছেন: আবার অজ্ঞাতবাসে!

মাহফুজ পলাশের কথা মনে আছে? এখন হয়ত সে তোমার প্রতিবেশী। পারলে তাকে ফোন করো-
0785-281-5773

২৯| ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৯

রোবোট বলেছেন: ফারহান
এমএস করতে পারো। আমিও সিভিলের। তবে ব্রিটিশ আমলের।
মিরাজ
খুশী হইলাম দেখে।

৩০| ০৯ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

মৈথুনানন্দ বলেছেন: HAPPY B'DAY!

০৯ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

মিরাজ বলেছেন: ধন্যবাদ মৈথুনানন্দ ।

নিজের নাম মাল্টিকালার ফন্টে দেখতে মজা লাগছে । :)

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৪

বিডি আইডল বলেছেন: খুবই সুন্দর পোষ্ট

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

লিমনকেএইস বলেছেন: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এদিনে বিকালে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী সেনারা মাথা নিচু করে যৌথ কমান্ডের কাছে অস্ত্র সমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।
http://dhakatimes24.com/2013/12/16/8514

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.