![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার রাস্তায় রাস্তায় আগুন-রঙা রক্তিম লাল রঙে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে গাছগুলো,
গ্রীষ্মের এই প্রচন্ড গরমে কৃষ্ণচূড়ার এই ফুলে ফুলে ছেয়ে যাওয়া রুপ দেখে মনে হয় আকাশের নিচে আগুন জ্বলছে। যে কেউ এর বিশালতা, তেজ, রঙের উজ্জ্বলতায় মুগ্ধ হয়।
কৃষ্ণচূড়ার ক্যানভাস
হাওয়ায় উড়ে আসা কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া ও মেঘের আকাশ
বুনো ফুল আর গোলাপ ফুলের মিক্সড তোড়া
ফুলের মতোন অনেক মানুষ ও আছে। কেউ উজ্জ্বল, কারও গন্ধ ছড়িয়ে থাকে নিঃশব্দে।কেউ কৃষ্ণচূড়ার মতো, আবার কেউ বুনোফুলের মতো অবহেলায় আড়ালে থেকেও ভালোবাসে।
১৮ ই মে, ২০২৫ রাত ৯:২৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই মে, ২০২৫ রাত ৮:০৫
শায়মা বলেছেন: কি যে সুন্দর!!!!
১৮ ই মে, ২০২৫ রাত ৯:২৮
সামিয়া বলেছেন: হুম হুম থ্যাঙ্ক ইউ
৩| ১৮ ই মে, ২০২৫ রাত ৮:৫১
কামাল১৮ বলেছেন: কালকে ছিলো সবুজ সব ছবি আজকে লাল।জীবন এবং সংগ্রামের প্রতিচ্ছবি।
১৮ ই মে, ২০২৫ রাত ৯:২৯
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা বুঝলাম, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক
৪| ১৮ ই মে, ২০২৫ রাত ৯:০৫
অপলক বলেছেন: কৃষ্ণচূড়ার পুং কেশর দিয়ে ছোট বেলায় বন্ধুরা কাটাকাটি খেলতাম। কৃষ্ণচূড়া আমাদের দেশীয় প্রজাতির কোন বৃক্ষ নয়। কৃষ্ণচূড়ার আদিনিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। এটি পরিবেশের জন্যে কিছুটা ক্ষতিকারক।
কৃষ্ণচূড়ার তার ছায়া যতটুকু পড়ে, সেই অংশটুকুতে অন্য লতাপাতা গুল্ম জন্মাতে বাধা দেয়। মাটির উর্বরা শক্তি নষ্ট করে। তবুও আমরা বাঙালীরা সৌন্দর্য প্রিয়। তাই রুপের আকর্ষণে ভালবেসে আমরা বাংলা মায়ের কোলে আশ্রয় দিয়েছি।
১৮ ই মে, ২০২৫ রাত ৯:৩০
সামিয়া বলেছেন: এতসব ব্যাপার তো জানিনা, অথচ আমাদের কৃষ্ণচূড়া ফুল কত ভালো লাগে। ধন্যবাদ
৫| ১৮ ই মে, ২০২৫ রাত ১১:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: কৃষ্ণচূড়া নিয়ে সুন্দর গান আছে। যেমন;
১। কৃষ্ণচূড়া ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে
২। কৃষ্ণচূড়ার বনে ছায়া ঘন পথ আঁকাবাঁকা পথ
৩। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাড়িয়ে চোখে চোখ হাতে হাত
৪। কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বানে
৫। ও শিমুল বন , দাও রাঙিয়ে মন কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক
৬। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
কিন্তু রাধাচূড়া নিয়ে কোন গান নাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব ফুলগুলো।