![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
বাজারের পাগলিনীটাকে যারা ধর্ষণ করে বারংবার গর্বভতি বানায় তারা কিন্তু পাগল না!
দেইখেন দিনেরবেলা ওরাই অন্য,বস্র,বাসস্থান,দেনা-পাওনার কড়াগন্ডা হিসাব করে!
তেমনি আমাদের বাংলাদেশটাকে কতক ক্ষমতালোভী, সুবিদাবাদি দেশপ্রেমের নামদিয়ে, উন্নয়নের কলা দেখিয়ে দেশটাকে তাদের মন্ত্রি/আমলা বাহিনী নিয়ে ধর্ষণ(গ্রুপ সেক্স) করে মজা লয়! আর আমরা(সাধারন জনগন)তাদের অত্যাচার সয়ে সয়ে তাদের অবৈধ সন্তানের তালিকা বৃদ্ধি করছি!
মুসলমানের কোন বৈধ সন্তান মুখবুজে অন্যায় সয়ে যায় না! তার যদি উম্মাতে মুহাম্মদি(সএর আকিদা রয়ে থাকে। সে সৎ কাজের আদেশ দিবে মন্দ কাজে নিষেদ করবে। ইসলাম নি্যে,মাতৃভুমিকে নিয়ে কেও চিনিমিনি খেললে তাদের বিরুদ্ধে রুখে দাড়াবে। লাখো শহিদের রক্তে, অজস্র মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ পেয়েছি। তাজা বুকের রক্ত ডেলে দিয়েছি বাংলাভাষার জন্য। ব্রিটিশ উপনিবেশিক শাসন/শোষনের বিরুদ্ধে এই উপমহাদেশের মুসলমানরাই ময়দানে যাপিয়ে পড়েছিল। বাতিলের বিরুদ্ধে শাহজালাল(র) হুং্কার ছেড়েছিল। সেই ঈমানদারেরা কোথায়? খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসরীরা কোথায়?
ইসলাম এ জাতীর পরতে পরতে, ইসলাম ঘরে ঘরে
ইসলাম এ জাতির ৯২ভাগ মুসলমানের অন্তরে।
ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেললে রক্ষা পাবেনা কেউ
ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই।
আসুন ৯২ভাগ মুসলমান দাবীকারি বাঙালীরা, এদেশে ইসলাম কায়েম করি?
নিজে,পরিবারে,সমাজে,রাষ্টে ইসলাম কায়েম করি?
নাহয় এভাবেই ধর্ষিত হতেই হবে...............!
আর সৎ কাজের আদেষ, মন্দ কাজের নিষেদ বন্ধ হলেতো আল্লাহ জালিম শাসক নিযুক্ত করে দিবেন।
কি মনে হয় তা হয়নাই? মুসলামানের মুসলমানিত্য প্রমান কর। ঈমানদারের ভয় নাই।
সত্যের পথে আরিফের সাথে কে কে একমত কমেন্ট করেন। একমত হলে ইসলাম কায়েমের এই কাফেলা(ইসলামী আন্দোলান বাংলাদেশ) ভর্তি হবেন কিনা মতামত পেষ করেন।
হা আপনার কাছে আরো উত্তম/হক পন্থা থাকলে বলেন। ইসলামী আন্দোলান বাংলাদেশ কার মাদ্ধ্যমে ইসলাম কায়েম হবে তার পরোযা করেনা। চায় ইসলামিক আদর্শে দেশ চলুক। কারন সেটা ফরয। বারংবার গর্বভতি বানায় তারা কিন্তু পাগল না!
দেইখেন দিনেরবেলা ওরাই অন্য,বস্র,বাসস্থান,দেনা-পাওনার কড়াগন্ডা হিসাব করে!
তেমনি আমাদের বাংলাদেশটাকে কতক ক্ষমতালোভী, সুবিদাবাদি দেশপ্রেমের নামদিয়ে, উন্নয়নের কলা দেখিয়ে দেশটাকে তাদের মন্ত্রি/আমলা বাহিনী নিয়ে ধর্ষণ(গ্রুপ সেক্স) করে মজা লয়! আর আমরা(সাধারন জনগন)তাদের অত্যাচার সয়ে সয়ে তাদের অবৈধ সন্তানের তালিকা বৃদ্ধি করছি!
মুসলমানের কোন বৈধ সন্তান মুখবুজে অন্যায় সয়ে যায় না! তার যদি উম্মাতে মুহাম্মদি(সএর আকিদা রয়ে থাকে। সে সৎ কাজের আদেশ দিবে মন্দ কাজে নিষেদ করবে। ইসলাম নি্যে,মাতৃভুমিকে নিয়ে কেও চিনিমিনি খেললে তাদের বিরুদ্ধে রুখে দাড়াবে। লাখো শহিদের রক্তে, অজস্র মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ পেয়েছি। তাজা বুকের রক্ত ডেলে দিয়েছি বাংলাভাষার জন্য। ব্রিটিশ উপনিবেশিক শাসন/শোষনের বিরুদ্ধে এই উপমহাদেশের মুসলমানরাই ময়দানে যাপিয়ে পড়েছিল। বাতিলের বিরুদ্ধে শাহজালাল(র) হুং্কার ছেড়েছিল। সেই ঈমানদারেরা কোথায়? খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসরীরা কোথায়?
ইসলাম এ জাতীর পরতে পরতে, ইসলাম ঘরে ঘরে
ইসলাম এ জাতির ৯২ভাগ মুসলমানের অন্তরে।
ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেললে রক্ষা পাবেনা কেউ
ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই।
আসুন ৯২ভাগ মুসলমান দাবীকারি বাঙালীরা, এদেশে ইসলাম কায়েম করি?
নিজে,পরিবারে,সমাজে,রাষ্টে ইসলাম কায়েম করি?
নাহয় এভাবেই ধর্ষিত হতেই হবে...............!
আর সৎ কাজের আদেষ, মন্দ কাজের নিষেদ বন্ধ হলেতো আল্লাহ জালিম শাসক নিযুক্ত করে দিবেন।
কি মনে হয় তা হয়নাই? মুসলামানের মুসলমানিত্য প্রমান কর। ঈমানদারের ভয় নাই।
সত্যের পথে আরিফের সাথে কে কে একমত কমেন্ট করেন। একমত হলে ইসলাম কায়েমের এই কাফেলা(ইসলামী আন্দোলান বাংলাদেশ) ভর্তি হবেন কিনা মতামত পেষ করেন।
হা আপনার কাছে আরো উত্তম/হক পন্থা থাকলে বলেন। ইসলামী আন্দোলান বাংলাদেশ কার মাদ্ধ্যমে ইসলাম কায়েম হবে তার পরোযা করেনা। চায় ইসলামিক আদর্শে দেশ চলুক। কারন সেটা ফরয।
©somewhere in net ltd.